জালিমের ফাঁসির রশি মজলুমের জুতার ফিতার সমান ও নয় !!
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৩ অক্টোবর, ২০১৫, ১০:১৮:০২ সকাল
শহীদদের মৃত্যু নেই তাঁরা মরেও অমর হয়ে থাকবে আমাদের মাঝে,
আসমানী কিতাব নাজিলের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে কিন্তু
আসমানি কিতাবের আলোকে জীবন রাঙ্গিয়ে শাহাদাতের মর্যাদা লাভের দরজা বন্ধ হয়ে যায়নি!!!
বাতিলের প্রসাদে আঘাত হেনে তার ভিতকে কাঁপিয়ে দিতে পারে যে শহীদি তামান্না, তা এখন ও জাগরুক দ্বীনি আন্দোলনের লক্ষ লক্ষ মুজাহিদের হৃদয় বন্দরে!!!
মরূ আরবের ধু ধু বালুচর থেকে যে খুনের নহর প্রবাহিত হয়েছে তা আজ ছড়িয়ে পড়েছে পৃথীবির প্রান্তরে প্রান্তরে!!!
হজরত হামজা (রাঃ) ও হজরত হানযালা (রাঃ) এর বুক চিরে যে স্রোতধারা প্লাবিত করেছিল আরবের বুকে লালিত পুঞ্জীভূত প্রতিষ্টিত জাহেলিয়াতকে!!!
সেটি আজ ইরান, তুরান, আফ্রিকা পার হয়ে আছড়ে পড়েছে দক্ষিন এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ বাংলাদেশে!!!
মিল্লাতের এক বিরাট দায়িত্বভার
মাথায় তুলে নিয়ে যারা আসহাবে রাসূলের জীবন চরিত্রের আলোকে, অনাগত ভবিষ্যতের জন্য দেশের তরূণ ছাত্রসমাজকে সত্, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রতিটা জনপদেকে আলোকিত করার জন্য জ্বালিয়েছে কোরআনের মশাল!!!
লাখ লাখ দিকভ্রান্ত পথহারা তরূনকে যারা দেখাচ্ছে হেরার রাজ তোরন, দুনিয়ার মোহ মায়া স্বার্থকে পায়ে পিশে যারা এগিয়ে চলেছে লক্ষপানে, সময়ের প্রতিটি বাঁকে বাঁকে যারা তৈরী করেছে
প্রেরনার এক সুউচ্ছ মিনার, তাদের একটিঈ পরিচয় তারা ইসলামী আন্দোলনের কর্মী, শহীদি কাফেলার যাত্রী!!!
তারা জালিমের জুলুম'কে কখনো ভয় করেনা, জালিমের ফাঁসির রশি তাদের পায়ের জুতার ফিতার সমান ও নয়!!!
দোয়া করি শহীদি কাফেলার প্রত্যেকটা মজলুম নিরাপরাধ নেতা-কর্মীকে আল্লাহ্ উত্তম যাযা দান করূন!!!
আমীন ইয়া রাব্বীল আলামিন !
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যিনি ইহ কালে এত বিশাল খাস বান্দার ফাঁসি রদ করতে পারেন্না সেই তার কাছেই পরকালের মূলা ভিক্ষা?
সকলে মিলে অপিবাইদানকে ব্লগ করেন যাতে তার নোংড়া কথা আর আমাদের চোখের সামনে না আসে
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন