নাস্তিকদের জন্য লিখাটা উত্‍সর্গ করলাম !!

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫০:০৬ সকাল

দীর্ঘ ৩১১৬ বছর পর আল্লাহর কথা সত্য প্রমানিত হয়েছে ।।

"

আল্লাহদ্রোহী ফেরাউন নীল নদের জলে ডুবে থাকার পর ও ১৮৯৮ সালে তার লাশ পাওয়া যায় অক্ষত অবস্থায় ।।

"

এখন লাশটি মিশরের মিউজিয়ামে

সংরক্ষিত আছে মমি করা অবস্থায়।।

"

আশ্চর্যের বিষয় হলো ফিরাউনের লাশ পাওয়ার ১২০০ বছর আগে কোরআন এটা ভবিষ্যদ্বানী করেছিল ।।

"

১০ নং সূরার ৯২ নং আয়াতে মহান আল্লাহ্ বলেছেনঃ আর আমি তোর শরীরকে সংরক্ষিত করবো শাস্তির নিদর্শনস্বরূপ ।।

"

সেই ভবিষ্যদ্বানীর ১২০০ বছর পর ফিরাউনের লাশ উদ্ধার করা হয় ।।

"

৩১১৬ বছর তার লাশ পানি থাকা অবস্তায় পানিতেও নষ্ট হয়নি আবার কোন প্রানিও খায়নি ।।

"

আল্লাহর ওয়াদানুযায়ী তাকে

কেয়ামতের পূর্ব পর্যন্ত সংরক্ষন

করা হবে ।।

"

এর একমাত্র কারন আওয়ামীরা এর থেকে শিক্ষা নেয়ার জন্য ।।

"

ফেরাউন অভিশুপ্ত হয়েছিল মূসা (আঃ) এর দাওয়াত অমান্য করার কারনে ।।

"

আজকেও যারা ফেরাউনের মতো সাঈদী, নিজামী, কাদের মোল্লাদের মতো আলেম-ওলামাদের দাওয়াত সয্য করতে না পেরে তাদেরকে ফাঁসি কিংবা জেল- জুলুম দিয়ে না, না ভাবে নির্যাতন করতেছে তাদের জন্য এর চেয়ে কঠিন কিছু অপেক্ষা করতেছে কারন তারাও

এক একেটা নব্য ফেরাউন ।।

"

তাদেরকে এই শিক্ষা দেয়ার জন্য

ফেরাউনকে আজো সংরক্ষিত করে রাখা হয়েছে ।।

"

আল্লাহ্ রাব্বুল আলামিন তাদেরকে

সঠিক বুঝ দান করূন ।।

"

আমীন ।।

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343067
২৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের উপর এত ক্ষেপছেন কেন ? রাজাকারদের সাইজ করতেছে বলে ?
343118
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৬
সুমন আহমেদ লিখেছেন : হতভাগা ভাই করূক সাইজ, সাইজ করতে করতে একদিন নিজেরাই নিপাত হয়ে যাবে ইনশাল্লাহ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File