ও শিক্ষিত ভাই কই যাও? আমার প্রশ্নের উত্তর দিয়া যাও !
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৬:১৬ রাত
আমার কোন পরিচয় নেই !
আমি বস্তিতে বড় হই !
পিতৃ বা মাতৃ পরিচয়হীন এক হতভাগা সন্তান আমি !
তুমি তো শিক্ষিত তাই না???
তোমার আছে বাবা-মা !
কলেজ বা ভার্সিটির ষ্টিউডেন্ট তুমি পড় বড় বড় বই নোট !
সেথা থেকে কী শিক্ষা পাও???
বস্তিবাসীদের ঘর ভাঙ্গার???
বস্তির পাশ দিয়ে নাক ধরে হাঁটা???
বলে যাও ওহে শিক্ষিত বলে যাও !
ওই দেখো রাস্তায় শুয়ে আছে অর্ধ কাপড়ে ছেড়া বস্তার বিছানায় চিনতে পেরেছো তাঁকে???
কিভাবে চিনবে তাঁকে কিভাবে জানবে তাঁকে???
তুমি তো পড়না ইতিহাস তুমি পড় অবৈধ সম্পর্কের উপন্যাস !
ওহে শিক্ষিত ভাই তোমার তো গার্ল ফ্রেন্ড আছে ওহে বোন তোমার ও তো আছে বয় ফ্রেন্ড !
দেখেছো তো রঙ্গ দুনিয়ার কত কী একবার যেও শাহবাগে যেয়ো জাতীয় জাদুঘরে হয়তো দ্বীতিয় তলা থেকে একটু
সামনে এগুলে দেখতে পাবে, ভাসানী, মুজিব, জিয়ার ছবি সম্মানিত কিছু ব্যানার !
তাদের ঠিক পাশেই আছে ৬৯ রের গনাভ্যুথ্থানের সময়ের রণাঙ্গনের এক ছবি !
সেই রনাঙ্গনের মিছিলের নেতৃত্বে ছিল এই অর্ধ কাপড়ের শিশুটির ভাই !
কি দিয়েছো তাঁর সম্মান???
দিয়েছো অনেক সেতো বস্তিবাসী তাই নাক ধরে তার সামনে হাঁটাই তাঁকে সম্মান করা তাই না???
বস্তির ছেলের প্রশ্ন???
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লিখেছেন।
মন্তব্য করতে লগইন করুন