কোরআন নাযিল হয়েছে লাঞ্চনা থেকে মুক্তি দেয়া এবং হতভাগ্যতা দুর করার জন্য।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪০:৪৮ রাত

# আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এজন্য নাযিল করেন নাই যে মুসলমানদের কাছে তা বর্তমান থাকা সত্যেও তারা লাঞ্চিত হবে। তাহলে আজ সারা বিশ্বের মুসলমানদের এই অবস্থা কেন।

এর উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি কি? এর কারন একটাই কোরআনকে যেভাবে ধারন করার কথা ছিল তা নাকরে বরংচ দুরে সরে গেছি। মুসলমানরা কোরআন পড়বে বুঝবে তদানুযায়ী জীবনের প্রতিটি কাজ সম্পন্ন করবে।

কিন্তু আজ সেই মুসলমানের ঘরে জন্ম নিয়েও কোরআন অধ্যয়ন করা এবং মানাতো দুরে থাক বিরোদ্ধে অবস্থান নিয়েছে।আর যারা কোরআন কে আঁকড়ে ধরে আছি এখনও তারা কাঙ্খিত জ্ঞান অর্জন করছি না।

কোরআন মানব জাতিকে বিশেষ করে মুসলমানদের কে প্রজ্ঞা, দুরদর্শিতা,বিচক্ষনতা, জ্ঞান বিজ্ঞানে সবচাইতে অগ্রসর রাখার কথা আজ আমরা পিছনে চলে গেছি।

মুসলমান এবং তাদের ঘরের জন্মসুত্রে নামধারী মুসলমান হয়ে নাস্তিক্যবাদের কবলে পরে ধ্বংশ হচ্ছে। এটা বড়ই পরিতাপের বিষয়, এর পরেও যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি, তারাও কোরআনের মূল স্পিরিট থেকে দুরে।

কোরআন বলেছে তোমরা আল্লাহর রুজুকে মজবুত ভাবে ধারন কর বিচ্ছিন্ন হয়োনা, আমরা করছি তার উল্টা। সারা দুনিয়ার কোরআন বিদ্ধেষীরা যখন এক জোট আমরা তখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে একে অপরের বিরোদ্ধে নিজেদের অর্জিত সবটুকু জ্ঞান কাজে লাগাচ্ছি।

যাতে করে একে অপরকে পরাজিত করে পার্থিব স্বার্থ কে হাসিল করতে পারি। এতে করে ইসলাম এবংকোরআন বিদ্ধেষীদের পথ যে সু-গম হচ্ছে তা বুঝার মত সুবুদ্ধি আমাদের জাগ্রত হচ্ছে না।

এর পরেও যারা আজ কোরআন বিরোধীদের সাথে সামান্য শক্তি নিয়ে নড়ে যাচ্ছেন, তাদের প্রতি আকুল আবেদন কোরআন থেকে যতার্থ জ্ঞান অর্জন করা দরকার, যাতে নাস্তিকদের ঐ খোঁড়া যুক্তির বিরোদ্ধে সমোচিত জবাব দেয়া যায়।

আমার এতক্ষন বলা কথা সবাই জানেন এর পরেও স্বরণ করিয়ে দেয়ার প্রয়োজন বোধ করলাম এই জন্য যে। যারা পেইজবুক এবংব্লগে লিখেন বা বিরোধীদের জবাব দেন তাদের আরও কোরআন থেকে জ্ঞান অর্জন জরুরী।

যাতে করে তাদের কু'যুক্তিগুলি বলিষ্ট যুক্তি দিয়ে খন্ডন করে বুঝিয়ে দেয়া যায় যে কোরআনের জ্ঞানই আসল যা চিরন্তন এই জ্ঞান কখনও পুরাতন হয়না কিয়ামত পর্যন্ত।

ওদের বুঝিয়ে দেওয়া দরকার তোমরা যারা আজ কোরআনের বিরোদ্ধে অবস্থান নিয়ে কোরআন কে, আল্লাহ কে তুচ্ছ তাচ্ছিল্য করছ অবশ্যই তোমরা নিজেদের ধ্বংশ করছ।

আর বিশেষকরে আ্ল্লাহ বিশ্বাসী বা সকল আলেম উলামা এবং মুসলমান, কোরআনের নির্দেশ অনুযায়ী এক হয়ে শিশা ঢালা প্রাচিরের ন্যায় ঐক্যবদ্ধ হওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341367
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যি আজ আমরা বড়ই হতভাগ্য জাতিতে পরিনত হয়েছি। অথচ আমাদের কাছে এখনো সেই কুরআন অবিকৃত আছে যা দিয়ে মুসলমানেরা অর্ধ পৃথিবী শাসন করেছিলো।
341454
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৫
সুমন আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে সঠিক এবং সুন্দর মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File