বিকৃত মস্তিস্কের বহিঃপ্রকাশ বিভ্রাতি ছড়ায়।
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪০:৫০ রাত
মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায় তখন তার মস্তিস্ক বিকৃত হয়েযায়।তখন এই বিকৃত মস্তিস্কের বহিঃপ্রকাশ ঘটে আবল তাবল পাগলের মত।
এরা অযৌক্তিক কথাকে নানা যুক্তিতে তুলে ধরে মানুষকে বিপথগামী করার চেষ্টা করে। আবার নিজেকে সে এত বুদ্ধিমান মনে করে তার সমতুল্য আর কাউকে মনে করে না।
সব চেয়ে আশ্চর্য্যের বিষয় হল! একেবারে সাধারন মানুষ তার কথায় বিশ্বাস করেনা বরং ধিক্কার দেয়। কিন্তু কিছু কুশিক্ষায় শিক্ষিত তার এই বিভ্রান্তির জালে ধরা দেয়।
বর্তমানে এটাই দেখছি, উচ্চ শিক্ষিত কিছু লোক যাদেরকে সমাজ গঠনের কারিগর মনে করে মানুষ শ্রদ্ধা করে। সাধারন মানুষ বুজতে পারেনা যে এর আরালে নাস্তিকতা লুকিয়ে আছে।
এরা না না কৌশলে কোমল মস্তিস্কের কিশোর থেকেই ক্লাশে মগজ ধোলাই শুরু করে। নাস্তিকদের সুচতুর এই সুক্ষ পরিকল্পনার বহিঃপ্রকাশ ঘঠছে ধর্মবিরোধী লিখা ব্লগার দের ব্লগে।
আল্লাহ তাঁর রাসুল (সা) এবং কোরআনের বিরোদ্ধে লিখে না না টিটকারী সুলভ ভাষায়। ভারত থেকে গরু আনা নিষেধ করায় আল্লাহ কি গোমড়া মুখ করে বসে থাকবেন?? (নাউযুবিল্লাহ)।এও লিখেছে আল্লাহ কি আকাশ থেকে গরু বর্ষন করবে।
সে নাস্তিক হোক বা অন্য কিছু তার জানা নাই তার জন্ম নিয়ে দুনিয়াতে আসার চক্রটি। যে আল্লাহ তাকে একফুটা ছিটকে পরা পানি থেকে পয়দা করতে পারেন। সেই আল্লাহ আকাশ থেকেও গরু বর্ষন করতে পারেন না???
আল্লাহ ইচ্ছাকরলে সব পারেন, তাই এই বিকৃত মস্তিস্কের টিটকারিতে আল্লাহর তো কিছু যায় আসে না। যুগে যুগে এদেরকে আল্লাহ ধ্বংশ করেছেন, নিশ্চিহ্ন করেছেন জমিনে উদাহরন রেখে।
সুতারাং ওদের ধ্বংশ অনিবার্য্য আজ অথবা কাল। আমার পরামর্শ হচ্ছে ইসলাম পন্থী ব্লগ লিখক ভাইদের প্রতি। লিখনির মাধ্যমে ওদের জবাব দিতে হবে।
তবে কোরআন হাদিসের বলিষ্ট যুক্তির মাধ্যমে, মনগড়া ভাবে নয় এবং রাগের মাধ্যমে নয়। কোরআন হাদিসের শিক্ষাকে যুক্তিপুর্ন ভাবে তুলে ধরে।
ওদের কাজের হিসাব আল্লাহ নেবেন,হেদায়াত দেবেন নাকি অন্য কিছু আছে তাদের তকদিরে। আপনার আমার কাজ দাওয়াত দেয়া হেদায়াতের মালিক আল্লাহ।
এই নাস্তিকদের হাত থেকে আল্লাহ অবশ্যই এই সমাজকে হেফাজত করবেন।
(নীচে তার লেখা কিছু অংশ)
ভারতের দান/দক্ষিনার দরকার কি? আল্লা কি পাথর-বৃষ্টির মত 'গরু-বৃষ্টি' বর্ষন করে বাঙালি মুমিনের গরুর চাহিদা পুরন করে দিতে পারেন্না? নাকি???????
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শয়তান মানুষের প্রকাশ্য শত্রু , সে চায় মানুষদের অধিকাংশকে নিয়ে জাহান্নামে প্রবেশ করতে ।
হাজার হাজার বছর ধরে আল্লাহর যে আদেশ মানুষ পালন করে যাচ্ছে সেটার বিপরীতে অন্য কেউ আল্লাহর কাজে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না ।
প্রকৃত মুসলমানেরা ভারতের এই কাহিনীতে পেরেশান না যতটা পেরেশান ইসলামবিদ্বেষীরা ।
মন্তব্য করতে লগইন করুন