খাতার নাম কিরন মালা।
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৮:১১ রাত
বাচ্চাদের মগজে এভাবেই ঢুকানো হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালের নাম।
,
,
সেদিন এক ভাই এর লাব্রেরীতে গিয়ে বসলাম, অনেক দিনপর দেখা উনি আমাকে যত্ন করে বসালেন আমিও কুশল বিনিময়ের পর বসলাম।
,
,
কিছুক্ষনের মধ্যেই একজন কাস্টমার আসলেন, এসে জিজ্ঞাস করলেন আপনার এখানে কিরনমালা খাতা আছে? ভাইটি বললেন আছে।
,
,
আমি অবাক হলাম এবং জানতে চাইলাম কিরনমালা আবার খাতা কি? উনি বললেন দেখাচ্ছি, দেখলাম খাতার উপরের বাইন্ডিং এ ছবি এবং লেখা কিরন মালা।
,
,
মূল কথা হল ছোট ছোট বাচ্ছাদের মগজে কি কৌশলে সিরিয়ালের নামগুলি বসিয়ে দেয়া হচ্ছে।যে বয়সে যা আকর্ষনীয় পরিকল্পিত ভাবে তাই করা হচ্ছে।
,
,
কয়দিন আগে দেখলাম এফবির এক পোষ্টে সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামী- স্ত্রী দুই জনে প্রচন্ড ঝগড়া, মারা-মারি, আহত হয়ে একেবারে হাসপাতালে, এই গুলি কিসের আলামত।
,
,
আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণদ্বার, এছাড়া বড়দের মধ্যে যদি হাসপাতাল অবদি পৌঁছার চেতনা জেগে ওঠে তাহলে তাদের দ্বারা ঘঠিত আগামী প্রজন্মের কি হবে?
,
,
ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকার ভাবে গড়ে তুলতে হলে প্রত্যেক মা-বাবাকেই সচেতন হওয়া দরকার। পার্থিব শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষার প্রতি দৃষ্টি দেয়া জরুরী।
,
,
উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যাবে কিন্তু নৈতিক অধপতন ঠেকানো কঠিন হবে। তাই মা- বাবাই এই দায়িত্ব নিতে হবে, সন্তানকে যোগ্য করে গড়ে তোলা মা-বাবার উপর ফরজ।
,
,
আসুন আমরা সবাই স্বচেতন হই, আল্লাহর কাছে সাহায্য চাই, আমাদের সন্তানদের জন্য দোয়া করি।
আল্লাহ আমাদের সাহায্য করুন।
বিষয়: বিবিধ
২২১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদেশ ইন্ডিয়ান হয়ে যাওয়ার আলামত
ভাই আপনি এও বুঝছেন না
মন্তব্য করতে লগইন করুন