খাতার নাম কিরন মালা।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৮:১১ রাত

বাচ্চাদের মগজে এভাবেই ঢুকানো হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালের নাম।

,

,

সেদিন এক ভাই এর লাব্রেরীতে গিয়ে বসলাম, অনেক দিনপর দেখা উনি আমাকে যত্ন করে বসালেন আমিও কুশল বিনিময়ের পর বসলাম।

,

,

কিছুক্ষনের মধ্যেই একজন কাস্টমার আসলেন, এসে জিজ্ঞাস করলেন আপনার এখানে কিরনমালা খাতা আছে? ভাইটি বললেন আছে।

,

,

আমি অবাক হলাম এবং জানতে চাইলাম কিরনমালা আবার খাতা কি? উনি বললেন দেখাচ্ছি, দেখলাম খাতার উপরের বাইন্ডিং এ ছবি এবং লেখা কিরন মালা।

,

,

মূল কথা হল ছোট ছোট বাচ্ছাদের মগজে কি কৌশলে সিরিয়ালের নামগুলি বসিয়ে দেয়া হচ্ছে।যে বয়সে যা আকর্ষনীয় পরিকল্পিত ভাবে তাই করা হচ্ছে।

,

,

কয়দিন আগে দেখলাম এফবির এক পোষ্টে সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামী- স্ত্রী দুই জনে প্রচন্ড ঝগড়া, মারা-মারি, আহত হয়ে একেবারে হাসপাতালে, এই গুলি কিসের আলামত।

,

,

আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণদ্বার, এছাড়া বড়দের মধ্যে যদি হাসপাতাল অবদি পৌঁছার চেতনা জেগে ওঠে তাহলে তাদের দ্বারা ঘঠিত আগামী প্রজন্মের কি হবে?

,

,

ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকার ভাবে গড়ে তুলতে হলে প্রত্যেক মা-বাবাকেই সচেতন হওয়া দরকার। পার্থিব শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষার প্রতি দৃষ্টি দেয়া জরুরী।

,

,

উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যাবে কিন্তু নৈতিক অধপতন ঠেকানো কঠিন হবে। তাই মা- বাবাই এই দায়িত্ব নিতে হবে, সন্তানকে যোগ্য করে গড়ে তোলা মা-বাবার উপর ফরজ।

,

,

আসুন আমরা সবাই স্বচেতন হই, আল্লাহর কাছে সাহায্য চাই, আমাদের সন্তানদের জন্য দোয়া করি।

আল্লাহ আমাদের সাহায্য করুন।

বিষয়: বিবিধ

২২১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339820
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৩
অনেক পথ বাকি লিখেছেন : এই জামানায় আরো কত কি যে দেখতে হবে স্যার
339839
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৬
এ,এস,ওসমান লিখেছেন : আলামত!!! কিসের আলামত!!!
এদেশ ইন্ডিয়ান হয়ে যাওয়ার আলামত Smug Smug

ভাই আপনি এও বুঝছেন না Surprised Surprised Surprised
339844
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাংলাদেশে ডঃ জাকির নায়েক কে ভিসা দেওয়া হয়না, ডঃ বিলাল ফিলিপ্স কে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠানো হয়, অথচ শাহরুখ খান, সানি লিওনেরা আমন্ত্রিত হয়। সেখানে সরকারের উদ্দেশ্য বুজা যায়, ধন্যবাদ আপনাকে
339945
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৮
মাজহারুল ইসলাম লিখেছেন : পাখি খাতা না দেখলে দেখে নেন।


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File