ধর্ষন আজ মহামারী ব্যাধীর আকার ধারন করেছে।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৫:৫৬ বিকাল

# ব্যবিচার হল জঘন্যতম অপরাধ ব্যবিচারীর শাস্তি হল মৃত্যুদন্ড।

,

,

আজ দুঃখের সাথেই বলতে হচ্ছে ৭/৮ বছরের শিশু থেকে শুরু করে যুবতী, প্রৌঢ়া, এমন কি বৃদ্ধা মা বোনেরাও রেহাই পাচ্ছেনা।

,

,

প্রতিদিন এধরনের ঘঠনা ঘঠেই যাচ্ছে। আমরা কোন সমাজে বাস করছি। সমাজ কাঠামো এভাবে ভেঙ্গে পড়ছে? আইন শৃংখলা বলতে কি কিছুই নাই? অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে !

,

,

আমরা সমাজে মানুষ বাস করছিনা, কোন বিচার নাই প্রতিবাদ নাই সব মৃত শীল্পে পরিনত হয়েছে? বাবার সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে,স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষন করা হচ্ছে।

,

,

আজ দেখলাম নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৭ বছরের শিশুকে ধর্ষন করেছে। কুষ্টিয়ায় ভোটার হওয়ার জন্য গিয়ে যৌন হয়রানীর শিকার।

,

,

এই গুলি কিসের আলামত? এই গুলি কারা কোন মদ্দদে করে পার পেয়ে যাচ্ছে ? মা বোনেরা ইজ্জত হারিয়ে আর্তনাদ করছে, সমাজের মানুষ কেউ চোখটিপে হাসছে কেউ ভয়ে নিরব দর্শকের ভুমিকা পালন করছে।

,

,

এভাবে কি কেউ রেহাই পাবে? সবার ঘরে মা বোন আছে কারো নিরাপত্তা থাকবেনা, আজ হতদরিদ্র একজনের মেয়েকে, বোনকে, কলঙ্কের কালি মেখে

আত্বহত্যায় বাধ্য করছে।

,

,

আজ যারা রহস্যাবৃত নিরব কাল তারাও হয়তবা ভুক্তভুগি হতে পারেন।

সুতুরাং এখনি সোচ্চার হওয়া দরকার, বিবেকবান মানুষ গুলি জেগে ওঠা এখন সময়ের দাবী।

আল্লাহ আমাদের বিবেক কে জাগ্রত করুন।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339750
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টোটাল নৈতিক সমস্যাই এর কারন।
339754
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
শেখের পোলা লিখেছেন : অপদার্থ প্রশাশনই মানুষ কে অমানুষে পরিনত করছে৷আল্লাহ আমাদের ঘুরে দাঁড়াবার পথ করে দাও।
339756
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
মোহাম্মদ কাশেম মরিচ্যা লিখেছেন : আইন শৃংখলা বলতে কিছো থাকলে কি এমন হয়?? আশা করা যায় না!!!মুসলিম দেশে প্রথান বিচার প্রতি যূদি হয় একজন হিন্দু সে দেশে বিচারের ন্যায় আশাকরা যায় কি???
339760
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
সুমন আহমেদ লিখেছেন : মোবারকবাদ আপনাদেরকে
339908
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৩
হতভাগা লিখেছেন : দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতে দুষ্কৃতিকারীরা এসব কুকর্ম করার উৎসাহ পাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File