বিজয় একদিন হবেই আমাদের ইনশাল্লাহ ।
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৮ জুলাই, ২০১৫, ১০:৪৪:২৯ সকাল
ভয় পাবার কোন কারন নেই আসমানের মালিক আমাদের পক্ষেই আছে ।।
:
আমাদের পায়ের নিচের মাটি থেকে মাথার উপরের আসমান পর্যন্ত সকল ক্ষমতাসীন পদে আজ ইসলামবিরোধীরা অবস্থান করছে।।
:
মহান সৃষ্টিকর্তা আসমান এবং জমিনের মালিন তিনি মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন।।
:
আর সেই ক্ষমতা যাকে দেয়া হয় সে যদি তার অপব্যাবহার করে তবে তার জন্য এটা খুবেই অমঙ্গল জনক ।।
:
যুগে যুগে ক্ষমতার অপব্যাবহারকারীরা ইসলামের উপর অত্যাচারের ষ্টিম রোলার চালিয়েছে এবং এখনো চালাচ্ছে, যার ইতিহাস হয়ে আছে মুসলমানদের পূর্বকাহীনি সেই ১৪০০বছর থেকে আজ অব্দি পর্যন্ত ।।
:
সো ভয় পাবার কোন কারন নেই, বিপদ-আপদ, বালা মসিবত কখনো সাফল্যের পথে বাধা হতে পারেনা, ইসলাম প্রতিষ্টা করতে হলে আল্লাহ্কে খুশি করতে হলে ধৈর্যের পরিক্ষা আমাদের উত্তীর্ন হতেই হবে "ইনশাল্লাহ" ।।
:
সত্যের নিকট মিথ্যার পতন অবশ্যম্ভাবী ।।
:
মিথ্যার দানবীয় শক্তির নিকট ইসলামী আন্দোলনের কর্মীরা কোনদিনও আপোষ করতে পারেনা।।
:
ঈমানের এই অগ্নিপরীক্ষায় যারা উত্তীর্ন হবে মহান রাব্বুল আলামিন তাদের হাতেই দ্বীনের ঝান্ডা তুলে দিবেন ইনশাল্লাহ্।।
:
আল্লাহ্ আমাদের সকলকেই কবুল করে নেক।।
:
আমিন।।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন