মুসলিম মনীষীদের নিকট ‘আহলে হাদীস
লিখেছেন লিখেছেন আলিম হায়দার চৌধুরী অনিক ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৩:১৫ রাত
,بِسْمِاللَّهِالرَّحْمَنِالرَّحِيم-
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা আল্লাহ সুবানুতায়ালার জন্যে।
السلام عليكم ورحمة الله وبركاته
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শান্তি বর্ষিত হোক হযরত রাসূল সঃ এর প্রতি শান্তি বর্ষিত হোক সকল নবী রাসূল এবং খোলাফাই রাশেদীনসহ সকল সাহাবাগণের প্রতি।
আমাদের ইসলামে এখন একটি মারাত্মক ভয়াবহ সমস্য হলো ফের্কাবাজী ,দল বিভক্তি এবং নিজেদেরকে সরাসরী জান্নাতি আর বাকিদের জাহান্নামী করে চালিয়ে দেওয়া।(এই বিষয়টি সবথেকে বেশী লক্ষ্য করেছি, পীর সুফি মাজার পূজারীদের মধ্যে
ফের্কাবাজী ও বিভক্তি ইসলামে নিষিদ্ধ
জ্যোতির্ময় কুরআন বলছেঃ
إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ ۚ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ
যারা নিজেদের দ্বীনকে খন্ড খন্ড করে দিয়েছে এবং দলে দলে বিভক্ত হয়ে পড়েছে তাদের সাথে তোমার এতটুকু সম্পর্ক নেই। তাদের এসব ব্যাপার আল্লাহ কাছে ন্যাস্ত। অবশেষে তাদেরকে তিনি বলে দেবেন সেই সব সম্পর্কে যেসব কাজ তারা করছিল। (সূরা আনআমঃ১৫৯)
এই তো গেলো দল বিভক্তির কথা
দল বিভক্তির সাথে সাথে আমাদের দেশের আলেম বা মাওলানা মৌলবীদের মাঝে একটা ব্যাপার হলো
কোনো ব্যক্তি অন্যকোনো আক্বীদার অনুসারী হলেও সেটা যদি কুরআন ও সহীহ হাদীস দ্বারা সুন্নাহ সাব্যস্ত হয় তারপরেও সেটাকে ভুল প্রমাণিত করার প্রচেষ্টা এবং গালিগালাজ করা।
আল্লাহপাক পরনিন্দা বা গালি দেওয়া সম্পর্কে বলেন
সূরা হুমাযাহ (নিন্দাকারী) সূরা-১০৪, মাক্কী :
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ (1)
ওয়ায়লুল লেকুল্লে হুমাঝাতিল লুমাঝাহ
"দুর্ভোগ সেই সব ব্যক্তির জন্য যারা পশ্চাতে নিন্দা করে ও সম্মুখে নিন্দা করে।"
আমাদের বাংলাদেশের গতানুগতিক আলেম ওলামা এবং তাদের অনুসারী বা ভক্ত ছাত্রদের মধ্যে দেখা যাচ্ছে
আহলুল হাদীস বা আহলে হাদীসের বিরুদ্ধে কথা বলতে ,গালি দিতে ,তাদের আক্বীদাগত সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যে বিভিন্ন মতসভা আলোচনা সভা এমন কি তাদের রূখে দিন এই শিরোনামেও কিছু দিন আগে বরিশালে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিলো॥ যাক সেটা ব্যাপার না এটা বরং আহলে হাদীসের অনুসারীদের জন্যে ফ্রি বিজ্ঞাপন হয়ে গেলো।
আহেল হাদীসকে কেউ ওহাবী কেউ সালাফি কেউ লা মাযহাবী কেউ আহলে খবিস কেউ আহলে হদস ইত্যাদী বলে গালি দেয় ।মোট কথা বাংলাদেশের তথাকথিত সহীহ সুন্নাহ আলেমদের সমাজে এটি একটি গালি রূপে রুপান্তরিত হয়েছে।
আহলে হাদীস বা সহীহ হাদীসের আলোকে সুন্নাহর অনুসারীদের সম্পর্কে মুসলিম মনীষিদের বক্তব্য এখানে পেশ করলাম।
মুসলিম মনীষীদের নিকট ‘আহলে হাদীস’
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণীত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
وَإِنَّ بَنِي إِسْرَائِيْلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِيْنَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِيْ عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِيْ النَّارِ إِلاَّ مِلَّةً وَاحِدَةً قَالُوْا وَمَنْ هِيَ يَا رَسُولَ اللهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِيْ.
ওয়া ইন্না বানী ইস্রাঈলা তাফার্রাক্বাত্ সিন্তাইনি ওয়া সাব্য়ীনা মিল্লাতান্ ওয়া তাফ্তারিক্বু উম্মাতী ‘আলা- সালাসিন্ ওয়া সাব্য়ীনা মিল্লাতান্, কুল্লুহুম ফীন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, ক্বলুঃ মান হিয়া ইয়া রাসূলাল্লাহ্ ? ক্বলা মা- আনা আলাইহি ওয়া আস্হাবী।-
“এবং বনু ইস্রাঈল ৭২ ফের্কায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ ফের্কায় বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। তারা বললেন, সেটি কোন দল হে আল্লাহর রাসূল! তিনি বললেন, যারা আমি ও আমার সাহাবীগণ যার উপরে আছি, তার উপরে টিকে থাকবে।”
(সহীহ তিরমিযী হা/২১২৯; ইবনু মাজাহ হা/৩৯৯২; সিলসিলাহ সহীহাহ হা/১৩৪৮; আলবানী, মিশকাত হা/১৭১)
আহমাদ ও আবুদাঊদ হযরত মু‘আবিয়া (রাঃ) হ’তে বর্ণনা করেন যে,
ثِنْتَانِ وَسَبْعُوْنَ فِيْ النَّارِ وَوَاحِدَةٌ فِيْ الْجَنَّةِ وَهِيَ الْجَمَاعَةُ
সিন্তানি ওয়া সাব্ঊনা ফিন্নারি ওয়া ওয়াহিদাতান ফিল জান্নাতি ওয়াহিয়াল্ জামা’আহ্ ।-
“৭২ দল জাহান্নামী হবে ও একটি দল জান্নাতী হবে। আর তারা হ’ল- আল-জামা‘আত।”
(আবুদাঊদ হা/৪৫৯৬-৯৭; আহমাদ হা/১৬৯৭৯; মিশকাত হা/১৭২)
হাকেম বর্ণিত ‘হাসান’ সনদে এসেছে,
مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي
মা- আনা ‘আলাইহিল্ ইয়াওমা ওয়া আস্হাবী।–
“আমি ও আমার সাহাবীগণ আজকের দিনে যার উপরে আছি।”
(হাকেম হা/৪৪৪, ১/১২৯ পৃঃ)
খ্যাতনামা ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ)-এর কাছে রাসূল (ছাঃ) বর্ণিত ‘আল-জামা‘আত’ অর্থ কি- একথা জিজ্ঞেস করা হ’লে
তিনি বলেন,
اَلْجَمَاعَةُ مَا وَافَقَ الْحَقَّ وَإِنْ كُنْتَ وَحْدَكَ
আল্-জামা’আতু মা- ওয়াফাক্বাল হাক্ব্ক্বা ওয়া ইন্ কুন্তা ওয়াহ্দাকা।–
“হক-এর অনুগামী দলই জামা‘আত, যদিও তুমি একাকী হও।”
(ইবনু ‘আসাকির, তারীখু দিমাশ্ক ১৩/৩২২ পৃষ্ঠা; আলবানী, মিশকাত ১/৬১ পৃষ্ঠা, হা/১৭৩-এর টীকা নং ৫)
সওবান (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) উক্ত হকপন্থী দল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বলেন,
لاَ تَزَالُ طَائِـفَةٌ مِنْ أُمَّتِى ظَاهِرِيْنَ عَلَى الْحَقِّ لاَ يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى يَأْتِىَ أَمْرُ اللهِ وَ هُمْ كَذَالِكَ-
লা- তাজালু ত্বায়িফাতুম মিন্ উম্মাতী জাহিরীনা ‘আলাল্ হাক্ব্ক্বি লা- ইয়াদ্বুর্রুহুম মান খাদ্বালাহুম হাত্তা ইয়াতী আমরুল্লাহি ওয়া হুম কাযালিক।–
“চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না, এমতাবস্থায় ক্বিয়ামত এসে যাবে, অথচ তারা ঐভাবে থাকবে ।”
(সহীহ মুসলিম ‘ইমারত’ অধ্যায়-৩৩, অনুচ্ছেদ-৫৩, হা/১৯২০; ফাৎহুল বারী হা/৭১ ‘ইল্ম’ অধ্যায় ও হা/৭৩১১-এর ভাষ্য ‘কিতাব ও সুন্নাহকে, ‘আঁকড়ে ধরা’ অধ্যায়; আলবানী, সিলসিলা ছহীহাহ হা/২৭০)
(১) পূর্বে উল্লিখিত হাদীস দু’টিতে বর্ণীত মুক্তিপ্রাপ্ত ও সাহায্যপ্রাপ্ত দল সম্পর্কে ইমাম বুখারী (১৯৪-২৫৬ হিঃ)-এর উস্তায আলী ইবনুল মাদীনী (১৬১-২৩৪ হিঃ) দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন,
هُمْ أَهْلُ الْحَدِيْثِ …. وَ لَوْلاَ هُمْ لَمْ نَجِدْ عَنِ الْمُعْتَزِلَةُ وَالرَّفِضَةِ وَالْجَهْمِيِّةِ وَأَهْلِ الْإِرْجَاءِ وَالرَّأْىِ شَيْأَا مِّنَ السُّنَنِ
-“তারা হল ‘আহলুল হাদীস’ জামা’আত । … তারা ব্যতীত মু’তাযিলা, রাফেযী (শী’আ), জাহ্মিয়া, মুরজিয়া ও আহলুর রায়-দের নিকট থেকে সুন্নাতের কিছুই আশা করতে পারি না।”
(আবুবকর আল-খ্বতীব বাগদাদী, শারফু আসহাবিল হাদীস, ৩০ পৃষ্ঠা; আল-কামেল ইব্নে আদী, ১/১৩১ পৃঃ; আবূ মুহাম্মাদ আলীমুদ্দীন, মতবাদ ও সমাধান, ১৫ পৃঃ)
(২) ইমাম আবুদাঊদ (২০২-২৭৫ হিঃ) বলেন,
لَوْلاَ هَذِهِ العِصَابَةُ لاَنْدَرَسَ الإِسْلاَمُ يَعْنِىْ أَصْحَابَ الْحَدِيْثِ
“আহলে হদীস’ জামা’আত যদি দুনিয়ায় না থাকত, তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত ।”
(শারফু আসহাবিল হাদীস, ২৯ পৃষ্ঠা)
(৩) ইমাম আহমাদ বিন হাম্বল (১৬৪-২৪১ হিঃ)-কে ‘ক্বিয়ামত পর্যন্ত হক-এর উপরে একটি দল টিকে থাকবে’ মর্মে বর্ণিত হাদীছের ব্যাখ্যা জানতে চাইলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন,
إِنْ لَّمْ يَكُوْنُوْا أَصْحَابَ الْحَدِيْثِ فَلاَ أَدْرِىْ مَنْ هُمْ؟
‘ইল্লাম্ ইয়াকূনূ আসহাবাল হাদীসি ফালা- আদ্রী মান্ হুম্ ?’
-“তারা যদি ‘আহলে হাদীস’ না হয়। তাহ’লে আমি জানি না তারা কারা ?”
(তিরমিযী হা/২১৯২; মিশকাত হা/৬২৮৩-এর ব্যাখ্যা; ফাৎহুল বারী ১৩/৩০৬ পৃঃ, হা/৭৩১১-এর ব্যাখ্যা; সিলসিলা ছহীহাহ হা/২৭০-এর ব্যাখ্যা; শারফু আসহাবিল হাদীস পৃঃ ১৫।)
(৪) ইমাম আবু আব্দুল্লাহ আল-হাকিম (মৃঃ ৪০৫ হিঃ) বলেন, ইমাম আহমাদ ইবনে হাম্বল এই মন্তব্য করে ভালোই করেছেন যে, কিয়ামত পর্যন্ত টিকে থাকার সেই বিজয়ী দলটি হল ‘আসহাবুল হাদিস’।
(মা’রিফাতু উলূমুল হাদিস, পৃঃ ২)
(৫)‘বড় পীর’ বলে খ্যাত শায়খ আব্দুল কাদের জীলানী (৪৯১-৫৬১ হিঃ) বলেন,
وَأَمَّا الْفِرْقَةُ النَّاجِيَةُ فَهِيَ أَهْلُ السُّنَّةِ وَالْجَمَاعَةِ قَالَ: وَأَهْلُ السُّنَّةِ لاَ إِسْمٌ لَهُمْ إِلاَّ إِسْمٌ وَّاحِدٌ وَّهُوَ أَصْحَابُ الْحَدِيْثِ–
‘অতঃপর ফির্কা নাজিয়া হ’ল আহলে সুন্নাত ওয়াল জামা‘আত। আর আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অন্য কোন নাম নেই একটি নাম ব্যতীত। সেটি হ’ল ‘আহলুল হাদীছ’।
(আব্দুল ক্বাদির জীলানী, কিতাবুল গুনিয়াহ ওরফে গুনিয়াতুত ত্বালেবীন (মিসর: ১৩৪৬ হিঃ) ১/৯০ পৃঃ)
তিনি আরও বলেন, বিদ’আতীদের লক্ষণ হল আহলে হাদীসদের গালি দেওয়া ও বিভিন্ন বাজে নামে তাদেরকে সম্বোধন করা । (ঐ)
(৬) ইমাম ইবনু তায়মিয়াহ (৬৬১-৭২৮ হিঃ) বলেন,
أَهْلُ الْحَدِيْثِ فِىْ أَهْلِ الْإِسْلاَمِ كَأَهْلِ الْإِسْلاَمِ فِىْ أَهْلِ الْمِلَلِ
“মুসলিম উম্মাহর মধ্যে ‘আহলে হাদীস’-এর মর্যাদা অনুরূপ, যেমন সকল জাতির মধ্যে মুসলমানদের মর্যাদা।”
(মিনহাজুস সুন্নাহ (বৈরূতঃ দারুল কুতুবিল ইলমিয়াহ, তাবি) ২/১৭৯ পৃঃ)
(৭) ইব্নে আব্দুল বার্ (৩৬৮-৪৬৩ হিঃ) ইমাম মালেকের সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আনেক সময় পরিচিত শাইখ আমাদের নিকট বসতেন এবং দিনের অধিক সময় কথাবার্তা বলতেন, কিন্তু আমরা তার কাছ থেকে একটি হাদীসও গ্রহণ করতাম না। ‘ওয়া লাকিন্নাহু লাইসা মিন আহলিল হাদীস’- এর মূলে একমাত্র কারণ ছিল যে, তিনি ‘আহলুল হাদীস’ ছিলেন না।
(মুয়াত্তা মালেকের শারাহ ‘তামহীদ’ ৬৮ পৃঃ; আবূ মুহাম্মাদ আলীমুদ্দীন, মতবাদ ও সমাধান, পৃঃ ১৫ )
(৮) ইবনুল মুবারক (১১৮-১৮১ হিঃ) বলেন, هُمْ عِنْدِىْ أَصْحَابُ الْحَدِيِثِ “হুম ‘ইন্দী আসহাবুল হাদীস।”-নাজী দল হল ‘আহলে হাদীস’ জামা’আত।
( শারফু আসহাবিল হাদীস পৃঃ ১৫)
(৯) আহমাদ ইবনু সিনান আল-ক্বাত্বান (মৃঃ ২৫৯ হিঃ) বলেন,
لَيْسَ فِى الدُّنْيَا مُبْتَدِعٌ إِلاَّ وَ هُوَ يُبْغِضُ اَهْلَ الْحَدِيْثِ
“লাইসা ফীদ্ দুন্য়া মুব্তাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়ুব্গিদ্বু আহলাল হাদীস।”-
দুনিয়াতে এমন কোন বিদ’আতী নেই, যে ‘আহলে হাদীস’-এর প্রতি বিদ্বেষ পোষণ করে না।
(ইমাম আব্দুর রাহ্মান সাবূনী, আক্বীদাতুস সালাফ ওয়া আসহাবিল হাদীস, পৃঃ ১০২ )
(১০) ইবনু কাসীর (৭০১-৭৭৪ হিঃ)
ইয়াওমা নাদ্ঊ কুল্লা উনাসিম বি ইমামিহিম- يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ
“যেদিন আমরা ডাকব প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাসহ ।” (ক্বুর’আন ১৭:৭১) আয়াতের ব্যাখ্যায় স্বীয় বিখ্যাত তাফসীরে বিগত কয়েকজন মনীষীর উক্তি উদ্ধৃত করে বলেন,
هَذَا أَكْبَرُ شَرَفٍ لِأَصْحَابِ الْحَدِيْثِ لِأَنَّ إِمَامَهُمُ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ سَلَّمَ
হাযা আক্বারু সারাফিন্ লি আসহাবিল হাদীসি লি আন্না ইমামাহুমুন্ নাবীয়ু (সাঃ)-
“আহলে হাদীস’-এর জন্য এটাই সর্বোচ্চ মর্যাদা যে, তাদের একমাত্র ইমাম হলেন নবী (সাঃ)।”
(তাফসীর ইবনু কাসীর, সূরা বণী ইসরাঈল ৭১ নং আয়াতের ব্যাখ্যা, ৩/৫৬ পৃঃ)
(১১)আবুবকর আল-খ্বতীব বাগদাদী (৩৯২-৪৬৩ হিঃ) বলেন,
“আহলুল হাদীস-কে আল্লাহ শরীয়তের পিলার বানিয়েছেন এবং তাদের মাধ্যমে জঘন্য বিদ’আতকে ধংস করেছেন।
(শারফু আসহাবিল হাদীস পৃঃ ১৫)
(১২) শায়খুল ইসলাম ইবনে তায়মিয়াহ (৬৬১-৭২৮ হিঃ) বলেন,
“সুতরাং এটা পরিস্কার যে, বিজয়ী দল হওয়ার সবচেয়ে উপযুক্ত হল ‘আহলুল হাদীস ওয়াস্ সুন্নাহ’ যাদের নবী (সাঃ) ছাড়া অন্ধঅনুসরণ করার মতো আর কোন নেতা নেই।”
(মাজমু ফতুয়া, ৩/৩৪৭ পৃঃ)
(১৩) যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দীন আলবানী মন্তব্য করেন,
فَلاَ عَجَبَ بَعْدَ هَذَا الْبَيَنِ اَنْ يَّكُوْنَ اَهْلُ الْحَدِيْثِ هُمُ الطَّاإِفَةُ الظَّاهِرَةُ وَالْفِرْقَةُ النَّاجِيِّةُ
ফালা- ‘আযাবা বা’দা হাযাল বায়ানি আঁই ইয়াকূনা আহলুল হাদীসি হুমুত্ তায়িফাতুয্ যাহিরাতু ওয়াল ফিরক্বাতুন নাজীয়া’ –
“এই বর্ণনার পর আশ্চর্য হওয়ার কিছু নেই যে, ‘আহলে হাদীসরাই’ সেই বিজয়ী কাফেলা এবং নাজাতপ্রাপ্ত দল।”
(আলবানী, সিলসিলাহ সহীহাহ, ১/৪৮২ পৃঃ, হা/২৭০-এর ব্যাখ্যা)
(১৪) ইমাম আবুল কাসেম হিবাতুল্লাহ লালকাঈ (মৃঃ ৪১৮ হিঃ) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘শারহু উসুলি ই’তিক্বাদি আহলিস সুন্নাহ’ গ্রন্থে ‘ফাদ্বলি আসহাবিল হাদীসি আলা- উম্মাতি’-‘উম্মতের উপর আসহাবে হাদীসের শ্রেষ্ঠত্ব’ নামে একটি আধ্যায় রচনা করেন ।
আবুবকর আল-খ্বতীব বাগদাদী (৩৯২-৪৬৩ হিঃ) ‘শারফু আসহাবিল হাদীস’-‘আহলে হাদীসদের মর্যাদা’ শীর্ষক একটি স্বতন্ত্র বই লিপিবদ্ধ করেছেন।
ইমাম আব্দুর রাহ্মান সাবূনী (৩৭২-৪৪৯ হিঃ) আহলে হাদীসদের আক্বীদাহ সম্পর্কে ‘আক্বীদাতুস সালাফ ওয়া আসহাবিল হাদীস’ নামে একটি বই লিখেছেন এবং আহলে হাদীসদের আটটি বৈশিষ্টের কথা ‘আদাবু আহলিল হাদীস’ শিরোনামে উল্লেখ করেছেন।
ইমাম মুহাম্মাদ বিন ইসমাঈল আস-সানা’আনী (মৃত ৮৪০ হিঃ) একটি বই লিখেছেন যার নাম ‘আল-ইনতিসার লি আসহাবুল হাদীস’ যার অর্থ ‘আহলে হাদীসের বিজয়ের স্বরূপ’।
শাহ অলিউল্লাহ দেহলভী (১৭০৩-১৭৬২ খৃঃ) স্বীয় জগদ্বিখ্যাত গ্রন্থ ‘হুজ্জাতুল্লাহিল বালিগাহ’-র ১ম খন্ডে ‘আহলুল হাদীস ও আহলুর রায়-এর পার্থক্য’ শিরোনামে অধ্যায় রচনা করে উভয়েরই পরিচয় বর্ণনা করেছেন।
(১৫) ৪র্থ শতাব্দী হিজরীর প্রখ্যাত মুসলিম ভূ-পর্যটক শামসুদ্দীন মুহাম্মাদ বিন আহমাদ আল-মাক্বদেসী (মৃত ৩৮০ হিঃ) সিন্ধুর মানসূরা (বর্তমানে পাকিস্থানে অবস্থিত) সম্পর্কে বলেন,
أَكْثَرُهُمْ أَصْحَابُ حَدِيْثٍ -আক্সারুহুম আসহাবু হাদীস,- “সেখানকার অধিবাসীদের অধিকাংশই ‘আহ্লে হাদীস’।” কাযী আবু মুহাম্মাদ মানসূরী নামে দাঊদী মাঝহাবের একজন ইমামকে সেখানে দেখলাম । ধর্ম প্রচার এবং লেখা-লেখি করার অভ্যাস তার ছিল। তিনি অনেক মূল্যবান পুস্তক রচনা করেন । মুলতানের অধিবাসীরা শী‘আ মতাবলম্বী। প্রত্যেক শহরেই কিছু কিছু হানাফী ফক্বীহ রয়েছেন । এখানে মালেকী বা মু‘তাযেলী কেউ নেই, হাম্বলীও নেই ।”
(আহ্সানুত্ তাক্বাসীম ফী মা’রিফাতিল আক্বালীম, পৃষ্ঠা ৪৮১)
সুলায়মান নাদভী (১৮৮৪-১৯৫৩ খৃঃ) এব্যাপারে মন্তব্য করে বলেছেন যে, ‘সেই প্রাচীন যুগেও এখানে (সীন্ধুর রাজধানী মানসূরাতে) ‘আহলে হাদীস’-এর অবস্থান তাজ্জবের কথাই বটে!’
(আরব ও হিন্দ কে তা’আল্লুক্বাত, পৃঃ ৩৪৭)
(১৬) ঐতিহাসিক আব্দুল ক্বাহির বাগদাদী (মৃঃ ৪২৯ হিঃ) বলেন, “রুম সীমান্ত, আলজেরিয়া, সিরিয়া, আযারবাইজান, মধ্য তুর্কিস্তান প্রভৃতি এলাকার সকল মুসলিম অধিবাসী ‘আহলে হাদীস’ মাযহাবের উপরে ছিলেন। তেমনি আফ্রিকা, স্পেন ও পশ্চিম সাগরের পশ্চাদবর্তী দেশসমূহের সকল মুসলিম ‘আহলে হাদীস’ ছিলেন। একইভাবে আবিসিনিয়ার উপকূলবর্তী ইয়ামনের সকল অধিবাসী ‘আহলে হাদীস’ ছিলেন। তবে তুরস্ক ও চীন অভিমুখী মধ্য তুর্কিস্তান সীমান্তের অধিবাসীদের মধ্যে দু’টি দল ছিলঃ একদল শাফেঈ ও একদল আবু হানীফার অনুসারী।”
(আব্দুল ক্বাহির বাগদাদী, কিতাবু উসূলুদ্দীন ১/৩১৭ পৃঃ)
(১৭) খ্যাতনামা বিদ্বান মুহাম্মাদ বিন আব্দুল করীম শহরস্তানী (৪৭৯-৫৪৮ হিঃ) বলেন, “উম্মতের মুজতাহিদ ইমামগণ দু’ভাগে বিভক্ত, তৃতীয় কোন ভাগে নয়। ‘আসহাবুল হাদীস’ ও আসহাবুর রায়। আহলুল হাদীসগণ হেজায (মক্কা-মদীনা)-এর অধিবাসী।…পক্ষান্তরে আহলুর রায়গণ হলেন ইরাকের অধিবাসী। তাঁরা আবু হানীফা নু’মান বিন সাবিত (৮০-১৫০ হিঃ)-এর অনুসারী।”
(মুহাম্মাদ বিন আব্দুল করীম শহরস্তানী, কিতাবুল মিলাল ওয়ান নিহাল, ২০৬-২০৭ পৃঃ; মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, আহলেহাদীস আন্দোলন কি ও কেন?, পৃঃ ২৬ )
(১৮) মরক্কোর জগদ্বিখ্যাত ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী আব্দুর রহমান ইবনু খালদূন (৭৩২-৮০২ হিঃ) বলেন, “ফলে তাদের মধ্যে ফিক্বহ শাস্ত্র ‘আহলুল হাদীস’ ও আহলুর রায় নামে দ’টি প্রধান ধারায় বিভক্ত হয়ে যায়। ” একটি হল – রায় ও কিয়াসপন্থীদের তরীকা। তারা হলেন ইরাকের অধিবাসী। দ্বিতীয়টি হল আহলুল হাদীসদের তরীকা। তারা হলেন হেজাযের অধিবাসী।…এই দলের নেতা ছিলেন আবু হানীফা, যার নামে একটি মাযহাব প্রতিষ্ঠা লাভ করে।”
(আব্দুর রহমান ইবনু খালদূন, তারীখ, মুক্বাদ্দামা অধ্যায়, ১/৪৪৬ পৃঃ)
বিষয়: বিবিধ
৩১৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা ভাই, আহলে হাদীসদের মধ্যে কোন উপদলটি নাজাত প্রাপ্ত? তাদের অগনিত উপদল রয়েছে, বাংলাদেশে এই উপদল সমূহের মধ্যেও মুনাযারা হয়।
যেমনটি গত রমজানে ময়মনসিংহে সারা বিশ্বে একই দিনে ঈদ করা না করা নিয়ে মুনাযারা হল, আহলে হাদিসের দু'গ্রুপেই। তাহলে তাদের মধ্যে কারা নাজিয়া, জানাবেন প্লিজ।
মাজহাবী গায়রে মাযহাবী সবাইতো নিজেদের ফেরকায়ে নাজিয়া দাবি করেন, আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব???
তবে কোরআন এবং হাদীস মোতাবেক নয় কোরআন এবং সহীহ হাদীস যারা মেনে চলেন যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শির্ক ও বিদাআত থেকে দূরে থাকেন এবং অন্যেদর তা শিক্ষা দেন তারাই আহলে হাদীস ॥
মূল্যবান মন্তব্য করার জন্যে আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন