কুশিয়ারা নদী ভাঙনে হুমকির মুখে মীরগঞ্জ বাজার

লিখেছেন লিখেছেন তারেক আহমেদ ১০ জুলাই, ২০১৫, ০২:৫৭:৪৬ রাত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম বাণিজ্য কেন্দ্র কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চলের মীরগঞ্জ বাজার হুমকির মুখে পড়েছে। প্রতি বছর এ বাজারটি কুশিয়ারার ভাঙনের শিকার হলেও এবার ভাঙনে বাজারের প্রধান সড়কের উল্লেখযোগ্য অংশে ফাটলের সৃষ্টি হওয়ায় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফলে অতি ঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় মীরগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর ও ফতেহপুর গ্রামের মধ্যবর্তী স্থানে কুশিয়ারা নদীর তীরে প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্র মীরগঞ্জ বাজারের অবস্থান। এ বাজারকে কেন্দ্র করে একটি হাইস্কুল, একটি আলিয়া মাদরাসা, দুটি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে। এরই সঙ্গে একটি ব্যাংক শেখপুর-ফতেহপুর ছাড়াও হাওরতলা ফেঞ্চুগঞ্জের মানিকোনা, শরীগঞ্জ ইউনিয়নের বসন্তপুর, খাটখাই, কদুপুর, মেহেরপুরসহ আশপাশ এলাকার প্রায় ১০টি গ্রামের লোকজনের আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পল্লী এলাকার বাজার হলেও সকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত জমজমাট কেনাকাটা হয়ে থাকে। এক সময় কুশিয়ারা নদীকে কেন্দ্র করে ওই বাজারটি গড়ে উঠেছিল। এখন মীরগঞ্জ থেকে সরাসরি সিলেট নগরীতে যাতায়াতের পথ সৃষ্টি হওয়ায় কুশিয়ারা তীরবর্তী ও হাকালুকি হাওর অঞ্চলের মাছসহ বিভিন্ন ধরনের পণ্য মীরগঞ্জ বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সহজ হয়েছে। বাজারের মূল সড়কের মধ্যভাগে সম্প্রতি বড় ধরনের ফাটল দেখা দিলে স্থানীয় ব্যবসায়ীরা ফাটলের মধ্যে মাটি ভরাট করে কোনোভাবে রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছেন। সরেজমিন পরিদর্শনকালে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিন, নিশি দাস, জুবেল আহমদ, স্থানীয় ইউপি সদস্য আবদুল কাইয়ুম আবুল ও উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক নুরুল আম্বিয়া এ প্রতিবেদককে জানান, চলতি শুষ্ক মৌসুমে নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে মীরগঞ্জ বাজার বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File