দেশটা এগিয়ে যাচ্ছে

লিখেছেন লিখেছেন ফয়সাল০১৭ ২৬ জুলাই, ২০১৫, ১২:০৯:৩৩ রাত

দেশটা এগিয়ে যাচ্ছে

আগে চোর ডাকাত পিটিয়ে মারা হত, এখন মারছে নিরাপরাধ শিশু।

দেশটা এগিয়ে যাচ্ছে

আগে ৬ মাসে ১টা ধর্ষণের ঘটনা ঘট্ত, এখনতো প্রতিদিনি ঘটে তাও চলন্ত গাড়িতে বা বস্রহরণ হয় টিএসসি-তে লাখো মানুষের মাঝে।

দেশটা এগিয়ে যাচ্ছে

আগে ওপারের দাদারা দুই-একটা ফাকা গুলি করে মজা নিত, এখন দুই-একটা মানুষ মেরে ঝুলিয়ে রেখে মজা নেয়।

দেশটা এগিয়ে যাচ্ছে

আগে দাড়ি টুপি ধার্মিক মানুষ দেখলে সবাই সম্মান দিত, এখন বলে জঙ্গী, রাজাকার বা অন্ধকার যুগে ঠেলে দেবার ধান্দাকারী!!

দেশকে-তো এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে লির্লজ্জতা, হানাহানি, রাহাজানি, খুনাখুনি আর অন্ধকারের অতল গহবরে!! দেশটা এগিয়ে যাচ্ছে!

Faisal Jahangir

PR & Marketing Manager

Lamudi Bangladesh

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331604
২৬ জুলাই ২০১৫ রাত ০১:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো,,আরো লিখুন.. ধন্যবাদ
২৮ জুলাই ২০১৫ সকাল ১১:৪৯
274411
ফয়সাল০১৭ লিখেছেন : ধন্যবাদ
331617
২৬ জুলাই ২০১৫ রাত ০৩:৪১
রক্তলাল লিখেছেন : ছিঃ এসব কি বলছেন দাদা!

"ঈগলের চোখে", "নীলাঞ্জনা", "ফখরুল পাগলা" এরা বেজায় কষ্ট পাবে এ' লেখা দেখলে। জাত গেল বলি!
331618
২৬ জুলাই ২০১৫ রাত ০৩:৪৩
রক্তলাল লিখেছেন : উন্নয়নের জোয়ারে না ভাসলে কি হবে বৃষ্টির পানিতে ত' ভাসজে দাদা - একভাবে ভাসলেই ত হল। ভাসজে..ত'..
331621
২৬ জুলাই ২০১৫ রাত ০৪:২৬
শেখের পোলা লিখেছেন : তা যেদিকেই যাক এগিয়েতো যাচ্ছে৷
331648
২৬ জুলাই ২০১৫ সকাল ১১:০৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম! দ্যাশ এগিয়ে যাচ্ছে! এতো দ্রুত এবং তীব্র ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে যে বাতাসের আঘাতে পড়নের কাপড় খুলে বাতাসে উড়ছে, অপর দিকে নানার বাড়ী এবং দাদার বাড়ী সব দেখা যাচ্ছে কারো হুশ নেই!!! তার পরেও তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের দ্যাশ!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File