দেশটা এগিয়ে যাচ্ছে
লিখেছেন লিখেছেন ফয়সাল০১৭ ২৬ জুলাই, ২০১৫, ১২:০৯:৩৩ রাত
দেশটা এগিয়ে যাচ্ছে
আগে চোর ডাকাত পিটিয়ে মারা হত, এখন মারছে নিরাপরাধ শিশু।
দেশটা এগিয়ে যাচ্ছে
আগে ৬ মাসে ১টা ধর্ষণের ঘটনা ঘট্ত, এখনতো প্রতিদিনি ঘটে তাও চলন্ত গাড়িতে বা বস্রহরণ হয় টিএসসি-তে লাখো মানুষের মাঝে।
দেশটা এগিয়ে যাচ্ছে
আগে ওপারের দাদারা দুই-একটা ফাকা গুলি করে মজা নিত, এখন দুই-একটা মানুষ মেরে ঝুলিয়ে রেখে মজা নেয়।
দেশটা এগিয়ে যাচ্ছে
আগে দাড়ি টুপি ধার্মিক মানুষ দেখলে সবাই সম্মান দিত, এখন বলে জঙ্গী, রাজাকার বা অন্ধকার যুগে ঠেলে দেবার ধান্দাকারী!!
দেশকে-তো এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে লির্লজ্জতা, হানাহানি, রাহাজানি, খুনাখুনি আর অন্ধকারের অতল গহবরে!! দেশটা এগিয়ে যাচ্ছে!
Faisal Jahangir
PR & Marketing Manager
Lamudi Bangladesh
বিষয়: বিবিধ
৯৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"ঈগলের চোখে", "নীলাঞ্জনা", "ফখরুল পাগলা" এরা বেজায় কষ্ট পাবে এ' লেখা দেখলে। জাত গেল বলি!
মন্তব্য করতে লগইন করুন