এবিএম আবুল কাসেম-এর মৃত্যুবার্ষিকী পালিত
লিখেছেন লিখেছেন সাইয়েদ ইকরাম শাফী ২৪ নভেম্বর, ২০১৬, ০৮:৫৯:২৩ রাত
সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এবিএম আবুল কাসেম মাস্টারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী পালন করেছে। সকাল ১০ টায় পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দক্ষিণ সলিমপুরস্হ পারিবারিক কবরস্হানে ফুলের মালা প্রদান, সকাল ১১ টায় শোক র্যালি, কবর জেয়ারত, মিলাদ মাহফিল এবং রাতে বাসভবনে জেয়াফত-এর আয়োজন করা হয়। এ ছাড়া বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে সীতাকুন্ড থানা সদরে স্মরণ সভার আয়োজন করা হয়। বিকাল ৪ টায় সীতাকুন্ড সমিতি চট্টগ্রাম-এর উদ্যেগে নগরীর সিটি গেইটস্থ সুজনা স্কয়ারে মরহুমের স্মরণ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নগরীর মোস্তফা হাকিম ভবনে অনুষ্ঠিত হয় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা। সীতাকুন্ডের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকবর শাহ থানা আওয়ামী লীগ সভাপতি সোলতান আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম এবিএম আবুল কাসেম মাস্টারের জীবনীর উপর আলোচনা করেন চট্টগ্রাম-4 এর সংসদ সদস্য দিদারুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল বাকের ভুইয়া, বারৈয়াঢালা ইউপি চেয়্যারম্যান রেহান উদ্দিন রেহান ও কুমিরা ইউপি চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হোসেন নিজামী, নাজিম উদ্দীন, কাজী আলতাফ, মোঃ ইসহাক, লোকমান হোসেন, আবুল কালাম, নাজমুল বারী, আবদুস সালাম, জালাল, নজরুল, ফেরদৌস প্রমুখ। গত বছরের ২৪ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। উক্ত দোয়া মাহফিলে মরহুমের রাজনৈতিক জীবনের সফলতা ও সীতাকুন্ডের গণমানুষের উন্নয়নে নিরলস কাজ করে যাওয়ার বিষয়ে আলোকপাত করেন বিভিন্ন বক্তা। বক্তারা বলেন, আলহাজ্ব এবিএম আবুল কাশেম সীতাকুন্ডের মানুষের কাছে অমর হয়ে থাকবেন। সারাজীবন তিনি সীতাকুন্ডের উন্নয়ন তথা গণমানুষের সমস্যা সমাধানে কাজ করে গেছেন। তিনি তার কীর্তি ও কর্মের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। আলহাজ্ব এবিএম আবুল কাশেম মাস্টার সাবেক এমপি’র প্রথম মৃত্যু বার্ষিকীতে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য ও কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য মোঃ হারুনুর রশিদ। মরহুর আলহাজ্ব এবিএম আবুল কাসেম ১৯৩৯ সালে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার দক্ষিণ ছলিমপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জলিল, মাতার নাম আমেনা বেগম। চট্টগ্রামের কাট্টলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদানের মাধ্যমে শুরু হয় তার পেশাগত জীবন। ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঐ সময় চট্টগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে দুঃসময়ে তিনি সীতাকুন্ড আওয়ামী লীগের হাল ধরেন। ১৯৮৬ সাল থেকে ২০০৮ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে চার বার জাতীয় সংসদ নির্বাচন করেন। ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের জাতীয় সংসদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন