সাবিহা আক্তার কনার অভিব্যক্তি ও আমার প্রতিক্রিয়া

লিখেছেন লিখেছেন ওসমান গনি ১৪ আগস্ট, ২০১৫, ০৩:০৭:৪৮ দুপুর

সাবিহা আক্তার কনাঃ- সবাই নগ্নতা, নগ্ন দৃশ্য পছন্দ করে কিন্তু যে নগ্ন

হয় তাকে কেউ পছন্দ করে না !

☞পতিতালয়কে নয়, যে পতিতা তাকে সবাই ঘৃণা করে !!

☞সব পুরুষ চায় সতী নারীকে বিয়ে করতে কিন্তু

সে একবার ভাবে না যে" যৌবনে কি আমি কোন

মেয়ের সতিত্ব নষ্ট করি নি?"

☞মেয়েরা চায় তার স্বামী শুধু তাকেই সময় দিবে কিন্তু তারা একবারো ভাবে না যে "অন্য ছেলেদের

সাথে আমি সময় নষ্ট করিনি ?"

☞খুন না, সবাই ভয় পায় খুনীকে !!

☞মাদক দ্রব্যকে না, সবাই দুরে সরিয়ে রাখে মাদকসেবীকে !!

☞সব ছেলেরাই চায় তার নিজের বোনের সাথে যেন কেউ প্রতারণা না করে!! কিন্তু অন্যদিকে সে নিজেই মেতে থাকে চাঁর পাঁচজন মেয়ের সাথে ভালবাসার নামে মিথ্যে খেলায় ! (সবাই এক নয় কেউ কেউ)

☞ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যে সব মানুষ এই আবর্জনা পরিষ্কার করে তাদের সবাই ঘৃনা করে !! এটাই বাস্তব !! এটাই সত্যি ! এ কথাটা আমার আপনার এবং পুরো সমাজের সবার উদ্দেশ্যে বলা । তবে একটি কথা মনে রাখবেন আপনি যা করবেন তার ফল আপনাকে একদিন না একদিন ভোগ করতেই হবে । এটাই দুনিয়ার নিয়ম ।

ওসমান গনিঃ-বোন আপনি সঠিক কথাগুলোই বলেছেন আমাদের সমাজে মানুষের কথা এবং কাজে মিল নেই। বড় অংশ নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এজন্য দায়ী কে ? এজন্য আমাদের কি কোনো করণীয় নেই? কে বা কারা আমাদের সমাজ ব্যবস্থাকে এভাবে নষ্ট করে দিলো? তাদেরকে কি আমরা ঘৃণা করি? না তাদের সাথে দহরম মহরম করি? নষ্ট ভ্রষ্টের নায়কেরা কি চিহ্নিত? তারা কি মিডিয়া? তারা কি তাগুত? তারা কি মানব রচিত মতবাদ? তারা কি মুসলিম নামের মুনাফিকরা? তারা কি সাম্রাজ্যবাদ? সত্য আপনিও জানেন আমিও জানি । তবে আমরা বলতে সাহস পাইনা। আসুন সেখান থেকে বেরিয়ে আসি এবং বলি সত্য এসে গেছে পনের শত বছর আগে মহানবীর আমলে আর তা এখনও দেদিপ্যমান। একে বরণ করতে আমাদের এতদিন সময় লাগলো কেন? জানতে কি ইচ্ছে হয় না ?

বিজ্ঞানের এ অগ্রযাত্রায় সে কিতাবের রৌশ্নি অনেক বেড়ে গেছে একটু কষ্ট করে দেখবেন না? এটিকে জুজদানে বেঁধে তাকের উপর রাখার আর সময় নেই। এই কিতাব জীবন্ত। একে বাদ দেয়ার অবকাশ নেই।নিজেদের স্বার্থেই একে আঁকড়ে ধরতে হবে।তা ছাড়া যে ধ্বংসের হাত থেকে বাঁচার উপায় নেই। তাই সকলকে বলি এবার আসুন এখন চোখ খুলি মাথা উঁচু করে দাঁড়াই এবং বড় গলায় বলি সত্য একিটিই,আর কোনো সত্য নেই। মানুষের তৈরি করা মতবাদে শান্তি নেই।শান্তি আল্লাহতে, আল্লাহর নবীতে। সত্য বুঝার জন্য ও মানার জন্য হে আল্লাহ,হে আমাদের মহামহিম রব আমাদের দুটো রেডিও একটিভ চোখ দাও ও একটি অনুসন্দিস্যু মন দাও আমিন।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File