বিজ্ঞানী আব্দুল কালাম আপনার মৃত্যুতে আমরা দুখিতঃ কিন্তু....
লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৮ জুলাই, ২০১৫, ০৬:৩৪:২১ সন্ধ্যা
মহান বিজ্ঞানী আব্দুল কালাম আপনার মৃত্যুতে আমরা দুখিত:। মুসলিম হিসেবে ভারতীয় মুসলমানদের কিংবা দুনিয়ার মুসলমানদের কি কি উপকার করতে পেরেছেন তা আমরা জানি না। তবে আপনার জীবদ্দশায় ভারতীয়দের জন্য যে মহত কাজটি করে গেছেন তা মনে রাখার মতই। আপনি পারমানবিক বোমা তৈরী ও ক্ষেপনাস্ত্র প্রযুক্তি দিয়ে তাদের কাছে প্রাত: স্মরণীয় হয়েছেন হিরো বনেছেন। এটি আপনার বিরাট সফলতা।
আপনি প্রায়শই: ইতিক্স এর কথা বলতেন। অথচ পারমানবিক বোমা ও ক্ষেপনাস্ত্র এমন লোকদের হাতে তুলে দিয়েছেন যারা মুসলিম নামটি পর্যন্ত সহ্য করতে পারে না। যারা ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করতে দ্বিধাবোধ করে নাই, হাজার হাজার দাঙ্গা বাধিয়ে লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে যাদের বুক কাঁপেনা। এখানেই আমাদের আপত্তি। আপনি মুসলিম হয়েও এমন ধ্বংসযজ্ঞের কারিগর হলেন কেন তা আমাদের বোধগম্য নয়।
দূর্ভাগ্যের বিষয় আপনি আশপাশের ও সারা দুনিয়ার কোটি কোটি বনি আদমকে চরম আতঙ্কের মধ্যে নিপতিত করেছেন এ বোমা ও ক্ষেপনাস্ত্র তৈরি করে। এটি কি ভাল কাজ করেছেন? হয়তোবা এজন্য ভারতীয়রা আপনার মৃত্যুর পরও আপনাকে স্মরণ করবে ,তবে আমাদের কি হবে,আমাদের সন্তানদের কি হবে? আপনি মানব বিদ্বংসী অস্ত্রের জন্য আল্লাহর দরবারে কি জবাব দিবেন জানি না।তারপরও বলবো দুনিয়ার মত পরকালও জয় করুন। বাকীটা আল্লাহর উপর ছেড়ে দিলাম।
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা কি বিশ্বের মুসলিম বিজ্ঞানিদের জন্য কোন প্লাটফর্ম দিতে পেরেছি।
অপরপক্ষে প্রিয় ভাই সারা দুনিয়ায় ইসলাম না থাকলেও আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে সঠিক কথাটি বলবেন্ না । গলদ ধরে দিনে না? তাদের শুধরে দিতে সচেষ্ট হবেন এটিই তো বাস্তব। তবে আব্দুল কালাম বাংলাদেশী মানুষের জন্য আতঙ্ক তৈরি করেছেন এটিই আমার আপত্তি। তিনি ভারতের জন্য হিরো কিন্তু আমরা তো তাকে পারমানবিক বোমা ও ক্ষেপনাস্ত্র প্রযুক্তি দিয়ে পার্শবর্তী দেশগুলোকে টেরিফাইড করার জন্য দায়ী করবো। এখানেই আমার আপত্তি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন