স্নিগ্ধ সকাল যাত্রা শুরু

লিখেছেন লিখেছেন ওসমান গনি ০১ জুলাই, ২০১৫, ১০:০৬:৫৫ রাত



স্নিগ্ধ সকাল যাত্রা শুরু

চলছে সবাই চলছে শুধু,

যাত্রা পথে বাধা যত

এগিয়ে চলে অবিরত।

ভয় ভাবনা দুঃখ নাহি

বস্তু বিভব রাশি রাশি,

চলছে পথিক চলার পথে

জয় করবে পৃথিবীটাকে।

হিংস্র মানুষ মানুষ নাকি

মানুষ হলে এমন ভাবি,

মানবতার জিগির তোলে

মানব বৃত্তি ধ্বংস করে।

ভয় ভাবনা কিসের আবার

জাগছে তরুণ বিশ্বে এবার,

সত্য পথের পথিক তারা

জাগবে এবার দুনিয়া জোড়া।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328245
০১ জুলাই ২০১৫ রাত ১১:৫০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File