মনে কত দুঃখ আসে

লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৭ জুন, ২০১৫, ০৪:১৬:১৯ বিকাল

মনে কত দুঃখ আসে

আবার দুঃখ যায় তো চলে,

অনেক বারে হৃদয় কাঁপে

হৃদয় কোনে আগুন জ্বৃলে।

সুখের আভাস মনে জাগে

কল্প সুখে হৃদয় হাসে,

সুখে থাকার একি চেতন

বরণ করে দুঃখ বেদন।

দুঃখ আছে বলেই হয়ত

সুখের কদর বাড়ছে কত,

তাই বলে কি সুখের আশায়

যাচ্ছে তাই চলবে ধরায়।

সব কিছুরই শেষ আছে

ভাল মন্দের বিচার হবে,

এ দুনিয়ায় হলেও হলো

নইলে সঠিক পরকালে।

বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File