সৃষ্টির মূলে কে ?

লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৬ জুন, ২০১৫, ০৭:৫৭:১৩ সন্ধ্যা



সূর্য বিলায় আলোর মেলা

চন্দ্র কত স্নিগ্ধ,

বায়ু আবার মোদের ঘিরে

জীবন করে সিক্ত।

আকাশ কত মুক্তৃ ব্রত

তারকাপুষ্প সাজিয়ে,

পাহাড় দেখে হৃদয় দেগো

ভাবের কথা জাগিয়ে।

তরুলতা কীটপতঙ্গে

মানব পেল অধিকার,

সকল সৃষ্টির মূলে কে যে

সময় নাই কি ভাববার ?

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File