দূর্ভাগা জাতি বার্মা, ফিলিস্তিন, কাশ্মীরঃ
লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৫ জুন, ২০১৫, ১০:৩৬:৪৪ রাত
ফিলিস্তিন, বার্মা ও কাশ্মীরের মুসলমানদের ভাগ্য ললাট কবে সুপ্রসন্ন হবে আল্লাহ ভাল জানেন। তার সমাধান কি তাও আল্লাহ ভাল জানেন। ফিলিস্তিন কেন মায়ানমার, কাশ্মীর, মিসর , ইয়ামেনসহ সারা দুনিয়ার মুসলমানদের উপর চরম বর্বরতা ও নৃশংসতা চলছে। কোনো সমাধানে আসতে মুসলিম জাতি ব্যর্থ হয়েছে। তার কারণ কি? বিশ্লেষন করলে দেখা যায় মিল্লাতের মধ্যে একতার বড় অভাব। হয়ত এসব সত্য কথা। তবে ঘুরে ফিরে এজন্য জনগণ কি দায়ী নয় ? মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব এখন ফিলিস্তিনীদের বড় বিরুদ্ধবাদী হয়ে দাঁড়িয়েছে। আর কার কথা বলবেন । সমাধানের গোড়ায় পেরেক মেরে দেয়া হয়েছে। আল্লাহ তো বলে দিয়েছেন যে জাতি তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেরা সচেষ্ট হবেনা আল্লাহ তাদের সাহায্য করবে না।
দূর্ভাগ্যের বিষয় কিছু হটকারী নেতৃত্বের কারণে মিল্লাতের ঐক্য ধ্বংসের দ্বারপ্রান্তে। সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপিড়ীত এক কথায় দিশেহারা। হে আল্লাহ জরুরী ত্রাণকর্তা হিসেবে তাদের জনপদে সাহায্যকারী পাঠাও। আমাদের অপরাধের দিকে দেখিওনা। আপনার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে মাফ করুন। শত্রুদের সামনে আমাদের আর বেঈজ্জত করো না। শাহানশায়ে আলামিন মহান দয়াময়ের দরবারে রমজানের এ পবিত্র ক্ষনে ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সকল বিষয়ে তোমার তরফ থেকে একটি সমাধান চাই ।নিশ্চয়ই তুমি আমাদের নিরাশ করবে না।
হে আল্লাহ মেহেরবানী করে আমাদের উপর সদয় হোন আমাদেরকে শত্রুদের মোকাবিলয় সাহায্য করুন। আমাদের গুনাহ-খাতা মাফ করে দিন। এ ছাড়া যে আমাদের উপায় নাই ! আসুন রমযানের এ মোবারক মাসে সবাই তাদের জন্য দোয়া করি।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন