আজ ২৩ জুন,ঐতিহাসিক পলাশী দিবস

লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৪ জুন, ২০১৫, ০২:৫২:৩৩ দুপুর

১৭৫৭ সালের এই দিনে পলাশীর প্রান্তরে যুদ্ধের প্রহসনে বাংলা-বিহার-উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার বাহিনীকে পরাজিত করেছিল ইংরেজ বাহিনী আর সে যুদ্ধে দুর থেকে তামাশা দেখেছিল বাংলা-বিহার- উড়িষ্যার লক্ষ লক্ষ বনি আদম । ঐতিহাসিকরা মন্তব্য করেন যে, এ সকল চেতনাহীন তামাশা দেখার মানুষেরা যদি ইংরেজ বাহিনীর উপর প্রতিজন একটা একটা করে পাথরও নিক্ষেপ করতো তাহলে্ বেনিয়া বাহিনীর একজন সৈনিকও জীবিত থাকতো না অর্থাত নিশ্চিহ্ন হয়ে যেতো্৷ বিনা যুদ্ধে বেনিয়ারা পরাজিত হতো্। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস শেষ পর্যন্ত মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের বাহিনী পরাজিত হলো।যার অনিবার্য ফলশ্রুতিতে ২০০ বছর ধরে বাংলাসহ সমগ্র ভারত বৃটিশ বেনিয়াদের শাসনের অধীনে চলে যায়।

দূর্ভাগের বিষয় ইংরেজরা ক্ষমতায় এসে্ মুসরমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। প্রথম মারাত্মক যে কাজটি করলো তা হলো রাষ্ট্র ভাষা ফারসিকে রাতারাতি ইংরেজীতে রূপান্তর করে লক্ষ লক্ষ মুসলিম-অ মুসলিম সরকারী কর্মকর্তা কর্মবচারিকে মূর্খদের দলে সামিল করে দিলো।তারা সকলে সরকারী চাকুরির জন্য অযোগ্য ঘোষিত হলো। বেনিয়ারা আরও মারাত্মক যে কাজটি করলো তা হলো অভিনব প্রকৃতির এক আ্ঈন সূর্যাস্ত আ্ঈনের কালাকানুনের অধিনে চক্রান্ত করে হাজার হাজার মুসলিম জমিদার ও দানবীরদের সমস্থ জমিদারী রাতারাতি জোর জবরদস্তি হিন্দুদের নিকট সর্মপন করে মুসলিম জমিদারদের রাস্তার ফকিরে পরিণত করে। ঈতিহাসের এসব নির্মম সত্য বিষয় আমরা কি ভূলে গেছি অথবা আমাদের ভূলিয়ে রাখা হয়েছে? সকলে বিশেষ করে নতুন প্রজম্ম কি এর থেকে শিক্ষা নিতে পারে না? অন্তত এখন হলেও সচেতন হতে কি আমরা পারি না?

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File