মিথ্যা স্বপ্নচারী
লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৩ জুন, ২০১৫, ০৭:২৫:১৩ সন্ধ্যা
সে তো মিথ্যা স্বপ্নচারিতার নগ্ন ভুবনে
চিরায়ত মূল্যবোধ ও বিশ্বাসের সার্বৈ অস্বীকারকারী,
দেখতে সুবেশী, অথচ ধূর্ত সুচতুর মিথ্যাবাদী
ভোগবাদে আকন্ঠ, ঘুরে বেড়ায় স্বার্থবাদের মিছিলে।
জাগিয়ে তোলে শত কুচক্রীর দল
আড়াল করতে চায় সত্যের আলোকস্তম্ভ,
রঙীন চশমা দিয়ে দেখছ দুনিয়াটাকে?
খাও দাও চকচকে ব্লেডে দাঁড়ি কামাও!
বিকৃত রুচি আর তথাকথিত চেতনার সমারোহ
যেন মিথ্যাচারী পদলেহী চামচিকে,
জারি করছো নতুন ধারা, তোমরা কারা ?
তাগুতের মানসপুত্র ? নমরূদ, ফেরাউনের বংশধর ?
মনে রেখো আকাশের আঙিনায়
বিচার শুরু হয়ে গেছে সে কবে,
তৃতীয় নয়ন দিয়ে দেখে নিও
ভয়ঙ্কর এক ভবিষ্যৎ অপেক্ষায়।
একদিন আসবে যবে বাহানা তোমার নাহি শুনবার
সময় কি হয়নি তবু চোখ, মন খুলে দেখবার?
তবু তুমি বুঝবেনা এ কেমন কথা
অন্তর তোমার বিগড়ে গেছে ? চোখ কানে পড়েছে তালা ?
ডানা ভেঙ্গে চতুর পাখি কাকাতুয়া
ধপাস করে উপড়ে পড়ে মাটিতে, থমকে গেল স্বজাতি,
একি কারবার, উড়ার খায়েশ চমকে দিল
ব্যর্থ হলো সব, ভড়কে গেলো হতাশায়।
সে তো এক মহা জালিয়াত
ধ্বংসবাদের কাতারে যার নাম,
হবেনা সে কভু হাতড়িয়ে মরে শুধু
মতলববাজী আর ফন্দি ফিকির যত সব।
সে তো সতত মরীচিকার পেছনে
ঘুরে মরে ধ্বংস হয়েছে নিজে,
ছুটেছে হায়েনার বেশে
নিরীহ মানুষের পিছে।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘুরে মরে ধ্বংস হয়েছে নিজে
অসাধারণ লিখেছেন। ধন্যবাদ
আপনারাই দিতে জাতিকে সঠিক দিক নির্দেশনা ।
মন্তব্য করতে লগইন করুন