আমেরিকায় ইসকনদের সনাতন ধর্ম প্রচারে বিশেষ সুবিধা হয়েছে

লিখেছেন লিখেছেন রবিন আদনান ৩০ জুন, ২০১৫, ০১:৪৫:৪৩ দুপুর

ইন্টারন্যাশানাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস→ইসকন, অনেক দিন ঢপের চপ দিয়ে যাচ্ছে, সারা বিশ্ব সনাতন হিন্দু ধর্মের দিকে আগ্রহ দেখাচ্ছে, কিন্ত কতটুকু সত্য ? নির্ভরযোগ্য কোন প্রমান নেই। সাধারন হিন্দুদের কাছে প্রমান চাইলে তারা ইসকনের ওয়েভ পেইজ থেকে পা খোরা তথ্য দেয় যা পুর ভুয়া। যদি ইসকন পশ্চিমাদের হিন্দু বানাতে পারত পুর বিশ্ব তোলপাড় হয়ে যেত টিভি চ্যানেলে প্রকাশ হত তাদের কর্ম এমন কি সংবাদপত্রেও দেখতে পাওয়া যেত কিন্ত টা কিছুই হয়নি Thumbs Down ইসকন নিয়ে অনেক হিন্দুদের চুল্কানি আছে, অনেক হিন্দুদের কাছে শুনলাম ইসকন না কি ফালতু, কাজের কাজ নাই অকামে ব্যস্ত। আমারও তাই মনে হয়। আসলে সত্য কথা বলতে টাকা হলে বাঘের দুধও মেলে, ইসকনরা সাধারন বোকা হিন্দুদের কাছ থেকে রক্তচোষার মত টাকা চুষে খাচ্ছে কিন্ত তারা বুঝতে পারছে না। এই টাকা নিয়ে তারা ইউরোপ, আমেরিকায় ফুর্তি করছে।

আসল রহস্য, ইসকনরা পশ্চিমাদের হিন্দু সংস্কৃতমূলক কিছু অনুষ্ঠান করায় যার জন্য ইসকনরা তাদের টাকা দেয়, টাকা ছাড়া মানুষ কাজ করে না তার উপর একটা ফালতু কাজ এর জন্য ইসকনরা তাদের মোটা অঙ্কের টাকা দেয় বোকা হিন্দুদের রক্ত চুছে।



শুরুতে বলেছিলাম ইসকনরা ঢপের চপ দেয়, এই ঢপ গুলো বোকা হিন্দুদের প্রাপ্য।



যেমনঃ আমাদের দেশে ইত্যাদি নামক একটা জনপ্রিয় অনুষ্ঠান আছে সেখানে হানিফ সংকেত বিভিন্ন দেশের মানুষ জোগাড় করে আমাদের দেশের সংস্কৃতিমূলক অনুষ্ঠান করে দেখায়, এর মানে এই না তারা বাঙালি phbbbbt

ইসকনদের টার্গেট তারা পুর আমেরিকা কে হিন্দু বানাবে ঐসব সংস্কৃতি পালন করায় যেটা বাস্তবে সম্ভব না, কারন আমেরিকারা খুব বর্ণবাদী একদম ইহুদের মত হিংসুটে তাদের গায়ের রং সাদা বলে তারা কালো চামড়াদের মেনে নিতে পারে না কিছুদিন আগে আমেরিকায় এক শ্বেতকায় পুলিশ একজন নিগ্রকে বিনাঅপরাধে গুলি করেছিল, তার একটাই অপরাধ তার গায়ের রং কালো। ইসকনরা যখন তাদের কালো কুচকুচে দেবদেবী→কৃষ্ণ, কালী কে উপস্থাপনা করবে তারা কি মেনে নিতে পারবে ? না পারবে না। বর্ণবাদী তাদের রক্তের সাথে মিশে আছে এটা একদিনে ধুয়ে ফেলা সম্ভব না। সমগ্র আমেরিকা সমকামির মত ব্যভিচারে লিপ্ত এতে তারা খুব খুশি

ইসকনদের উচিৎ হবে তাদের ভগবান কৃষ্ণ অরফে বিষ্ণু এবং শিব সমকামি ছিল Kiss এটা বুঝালে হয় তো তারা হিন্দুদের দলে যোগ দিতেও পারে আবার নাও পারে phbbbbt Thumbs Down

বিষয়: বিবিধ

২৮৪৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328018
৩০ জুন ২০১৫ দুপুর ০১:৫৮
জ্ঞানের কথা লিখেছেন : হাহাহাহাহা শেষের উপদেটি ভালো লাগলো। আমিও ওদের সম্মন্ধ্যে শুনেছি ওরা পুরাই ভুয়া। আমাকে একজন হিন্দুই বলেছে যে ইসকন সম্মন্ধ্যে জানে। তার বাড়ি নরসিংদি।

ভালো হয়েছে লেখাটি
৩০ জুন ২০১৫ দুপুর ০২:০৩
270318
রবিন আদনান লিখেছেন : Love Struck ধন্যবাদ আপনাকে
328032
৩০ জুন ২০১৫ বিকাল ০৪:৫৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সনাতন আবার ধর্ম হল কখন। মানুষ যদি পাগল টাইপের কিছু হয় তবেই হিন্দুতে কনর্ভাট হবে। অন্যতাই নয় Winking
৩০ জুন ২০১৫ রাত ১১:২২
270378
রবিন আদনান লিখেছেন : হুম তা ঠিক, কিন্ত মালুরা আমার ফেসবুক আইডি যমের মত ভয় পায়, ভয় কমাতে বার বার রিপোর্ট করে Frustrated
৩০ জুন ২০১৫ রাত ১১:২৫
270383
রবিন আদনান লিখেছেন : এই পোস্ট তা পড়ুন, মালুরা পুরো ফায়ার http://www.monitorbd.net/blog/blogdetail/detail/11218/Robinadnan/66604#.VZLQtRuqqko
328033
৩০ জুন ২০১৫ বিকাল ০৪:৫৯
নাজমুস সাকিব গালিব লিখেছেন : Applause Applause ভালো লাগলো
৩০ জুন ২০১৫ রাত ১১:২৩
270380
রবিন আদনান লিখেছেন : ধন্যবাদ Happy
328034
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:০৬
খান জুলহাস লিখেছেন : হা হা হা শেষের উপদেশটি অসাধারণ। ভালো লাগলো ধন্যবাদ
৩০ জুন ২০১৫ রাত ১১:২২
270379
রবিন আদনান লিখেছেন : ধন্যবাদ Happy
328041
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:৫৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ জুন ২০১৫ রাত ১১:২৩
270381
রবিন আদনান লিখেছেন : ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File