ইসলামী বিষক্রিয়া : লাজুক স্বভাবের মেধাবী ছাত্রী যেভাবে আত্মঘাতী!

লিখেছেন লিখেছেন অপি বাইদান ০৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৫:৪৬ রাত



ফার্মাকোলজির সেই ছাত্রীটিই হয়ে গিয়েছিল জঙ্গি! বনেদি পাকিস্তানি পরিবারের মেয়ে তাশফিন মালিক বড় হয়ে উঠেছিল সৌদি আরবে। বাহারুদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজির ডিগ্রি নিয়ে ২০০৭ সালে মালিক ফিরে আসে পাকিস্তানের মুলতানে। তার পৈর্তৃক বাড়ি থেকে একশো মাইল দূরে।

সেই তাশফিন মালিক, সান বার্নারডিনোতে হামলার পর যার বুলেটে ক্ষতবিক্ষত দেহটি পড়ে ছিল রাস্তায়।

২৯ বছর বয়সী তাশফিনের ঘনিষ্ঠ বান্ধবী আবিদা রানি সাংবাদিকদের জানিয়েছেন, ২০০৯ সাল থেকেই দ্রুত বদলে যেতে শুরু করে তাশফিন। ফার্মাকোলজি নিয়ে পড়াশুনো ছেড়েছুড়ে ঝুঁকে পড়ে ইসলামিক স্টাডিজে। ওই সময় প্রায় প্রতি দিনই তাশফিন যেত শহরের বিভিন্ন মাদ্রাসায়। সারা সন্ধ্যাটা ওই মাদ্রাসাগুলিতেই কাটাত তাশফিন।

বান্ধবী রানি জানিয়েছেন, বরাবরই খুব লাজুক স্বভাবের ছিল তাশফিন। বাইরে তো বটেই, ঘরেও বোরখা পরে থাকত। ক্লাসে কখনো প্রথম বেঞ্চে বসতে চাইত না। অচেনা যুবকদের সঙ্গে চট করে কথা বলতে চাইত না।

ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক আতিফ নিসার আহমেদ জানিয়েছেন, ‘গোঁড়া হলেও খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল তাশফিন। বোরখা পরা অবস্থায় ছাড়া নিজের ছবি তুলতে দিতে চাইত না।’

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352964
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৭
শেখের পোলা লিখেছেন : আপনাদের সংষ্পর্শে গিয়েই মেয়েটা জঙ্গী হয়ে গেল৷ মাদ্রাসা চেষ্টা করেও ঐ বীজ সরাতে পারেনি৷
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:০৭
293004
মোহাম্মদ রিগান লিখেছেন : হাহাহাহহাহাহ মজা পাইলাম || Crying
352988
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৭
বেআক্কেল লিখেছেন : আমনে এত্ত জঙ্গী, ফঙ্গীর খবর কিভাবে রাখেন? আমনে কি এই মহিলার ঘরের কাজের বুয়া আছিলেন নাকি?
353022
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ওমা বাইদানি দেহি ইহানে...!সাড়া পাড়া খুইজা পাইনা তুমি যে কি শুরু করলা প্রানের বাইদানি সংসারধর্ম কিছু আছেতো...আমার কথা না হয় বাদই দিলাম পেলোপনগুলার কথাতো একটু ভাববা...? দিনকাল এমনিতেই বালানা...আসো ঘরে আসো নিজের খাইয়া ধর্মের গীত গাওন লােবোনা...,আমার প্রিতমা বাইদানি... Big Hug Big Hug Big Hug Rose Rose Rose
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫১
297766
বিবর্ন সন্ধা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File