ফ্রান্সে বিশাল মুসলিম সম্মেলন পন্ড করে দিল দুই টপলেস নারী..
লিখেছেন লিখেছেন অপি বাইদান ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৪:৫৩ সকাল
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি মুসলিম সম্মেলন চলাকালে হঠাৎ ঢুকে পড়লেন দুই টপলেস নারী। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই নারীদের কোমর থেকে শরীরের অনাবৃত উর্ধাঙ্গে নানা ধরনের স্লোগান লেখা ছিল। তাঁদের জোর করে মঞ্চের নিচে নামানো হয়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়েছে। নারীবাদী ওই বিক্ষোভকারীদের বুকের ওপর লেখা ছিল- “Nobody makes me submit, nobody owns me, I’m my own prophet!”- ( বাংলা : আমি কারো ধারধারি না, আমি কার অধিন নই, কিসের নবী, কিসের কি?, আমি নিজেই নবী")
বিক্ষোভকারীরা ফেমিন নামের এক সংগঠনের সদস্য।
আক্ষেপ- এত কিছুর পরও মুমিনের আল্লা কিছুই করতে পারলেন্না।
ভিডিও দেখতে এখানে - Click this link
বিষয়: বিবিধ
১৮০৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাস্তিকদের যে জন্ম পরিচয় হীন তা এই মেয়েদের থেকে শিক্ষা নেওয়া দরকার ।কিন্তু যাদের জন্ম এরকমই তারা কি শিক্ষা নিবে ?
আর এ মেয়দের প্রতিবাদ থেকে বুঝা যায় ,পৃথিবীর ভিতরে মানুষরুপি পশুরাই একমাত্র ইসলাম ও মুসলিমদের বিরোধিতা করে।
এখন আপনিও নিজের মা-বোন, স্ত্রী-কন্যা নিয়ে সদা প্রস্তুত থাকবেন আর ইসলামী অনুষ্টান পেলে শরীরে ক্রিম মেখে অনুষ্ঠানে ঢুকে পড়বেন।
ক্রেন পড়ে মানুষ মরেছে কাবার দুরের সীমানায়। কোন না কোনভাবেই মানুষ মরবে। মানুষ মরনশীল তাই মানুষ পুড়ে মরবে, যুদ্ধে মরবে, পানিতে মরবে, পদদলিত হয়ে মানুষ মরবে।
প্রতি বছরই বিভিন্ন দুর্ঘনায় মানুষ মরে। মক্কায় পৃথিবীর বেশী সংখ্যক মানুষ হাজির হয়। স্বাভাবিক ভাবে একমাসে সেখানে যত মানুষ মারা পৃথিবীর আর কোথাও এমনটি হয়না। হাজিরা সেখানে গিয়ে মরতেই চায়, তা ক্রেন পড়ে মরুক আর ইট পড়ে মড়ুক।
আল্লাহয় তো ওয়াদা করেনি যে, সেখানে গেলে মানুষ মরবে না। তিনি ওয়াদা করেননি যে, বাতাস আসলে ক্রেনকে তুলার মত হাওয়ায় ভাসবে। আল্লাহ তার পছন্দনীয় মানুষকে পূর্ব ঘোষনা দিয়ে মৃত্যু দিয়েছে এর চেয়েও কঠিন পদ্ধতিতে।
আবরাহার বিরুদ্ধে আল্লাহ পাখি পাঠিয়েছিল, কেননা আবরাহা কাবা ধবংস করতে এসেছিল।
ক্রেনকে আল্লাহ আলগিয়ে রাখেনি কেননা ক্রেন কাবাকে ধ্বংস করতে বসানো হয়নি, কাবার চারিদিক মেরামত করতে বসানো হয়েছে।
দেখুন বোতল টানলেও একটু দামীটা টানুন, ঘোষবাড়ীর বাংলাটা টানলে চতুষ্পদ গাধাকে নিজের স্বামী মনে করে লটকে পড়লে খবর আছে।
আল্লহা কবুল করুন।
কাফেরদের জন্য এই দুনিয়াতে কিছু সময় ছাড় দেয়া মাত্র। হাতের আংগুল গুলো যা করে তার হিসেব দিতে হবে @কফেরঅপি।
আথচ কোরান বলেছে :
সুরা আল ইমরান -৩: ৯৭: এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে, লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে।
ক্রেন পড়ে মানুষ মরেছে বলে আপনি বলছেন আল্লাহ নিরাপত্তা দিতে পারেনি।
সেখানে স্বাভাবিক ভাবেও বহু মানুষ মরে, তারাও কি আল্লাহর নিরাপত্তা গাফেলতির কারণে মরে? সেটা তো বললেন না।
নিরাপত্তা লাভের এই আয়াত নাজিল হবার পর মক্কা বিজয় হয়েছে রাসুল (সাঃ) নেতৃত্বে। সেদিনও মাকামে ইব্রাহীমে ছিল এমন কতেক নিহত হয়েছিল। ১৫ শত বছরেও আপনার মত মাতলামি প্রশ্ন কেউ করেনি। কেননা এর অর্থ ভিন্ন তাই কোটি কোটি মানুষ বুঝেছে, বিকৃত মস্তিস্ক কেউ বুঝেনি! সেটা ক্রেনের ব্যর্থতা নয়।
প্রথম কথা হল আপনি মুসলমানের কল্যানের জন্য বলছেন না বরং ঘৃণা প্রকাশার্থে করেছেন।
মুসলমান মরলে আপনি খুশী হন,
মুসলমানের লোকসান হলে আপনি উলঙ্গ নাচেন,
মুসলমানের ক্ষতি হলে আপনি উৎসুক হন,
মুসলমানের হাতে কেউ নিহত হলে আপনি উত্তেজিত হন,
মুসলমানের বিজয় হলে, আপনার কান্না আসে,
মুসলামানের লাভ হলে, আপনি প্রতিহিংসায় নিজেকে আঘাত করেন।
এটাই যখন আপনার চরিত্র, তখন আপনার পোষ্টে উত্তর দেওয়া না দেওয়া সবই একই। কেননা কানাকে লিঙ্গ দেখালেও যেই, না দেখালেও সেই।
আপনার কি মনে হয় তারা ভাল কাজ করেছে? নাকি তাদের নিচের কাপড়টা খুলে না দিয়ে মুমিনগণ ভুল করেছে?
পুরা ব্লগই তছনছ হয়ে যাবে।
মন্তব্য করতে লগইন করুন