"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির, হে আল্লাহ আমি হাজির- অতপর ধপাশ।

লিখেছেন লিখেছেন অপি বাইদান ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৬:৫৫ সকাল



লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শরীকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারীকা লাক।”- আমি হাজির, হে আল্লাহ আমি হাজির....। অতপর ধপাশ। প্রান বাঁচাতে হাজী'দের দিক বিদিক ছুটাছুটি।

শোক সংবাদ- আল্লাহর ঘর হারাম শরিফে আল্লাহর কাছে হাজিরা দিতে আসা ১০৭ আল্লাহর মুমিনের প্রান প্রদ্বীপ ধপাশ করে কেড়ে নিল উপর থেকে নেমে আসা এক লৌহ দানব ক্রেন।

মৃতের সংখ্যা সবে মাত্র ১০৭, এ সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অসংখ্য আহত মুমিন এখনো মক্কার হাসপাতালে বেঁচে থাকার আহাজারি করছেন।
বিস্তারিত এখানে : Click this link

হে আল্লাহ, তুমি মুস্লিম'দের রক্ষা কর!!??

বিষয়: বিবিধ

১৬৫০ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341178
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪৯
হতভাগা লিখেছেন : এখন এদের কবর দেওয়া হবে জান্নাতুল মাওলাতে যেখানে কবরের আযাব হয় না । এটা অনেক হাজির আরাধ্য ।
আল্লাহ উনাদেরকে পরকালে বেহেশতে দাখিল করবেন -আমিন

কাফের মুশরিকদের সেই চান্স নেই , এদের যা কিছু সব দুনিয়াতেই । পরকালে এদের কোন অংশ নেই ।
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০০
282624
অপি বাইদান লিখেছেন : ধপাশ ঠেকাতে পারেন্না??
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৪
282627
হতভাগা লিখেছেন : আপনার মৃত্যু যদি আল্লাহ লিখে রাখেন তাহলে সেটা কেউ ঠেকাতে পারবে না । যদি আপনি ব্যাংকের ভল্টের ভেতর ঢুকে থাকেন তারপরও সেটা আসবেই ।

মুমিন আর কাফেরের মৃত্যু একই হলেও মুমিনের জান্নাতের আশা আছে , কাফেরদের সেটা নেই।

আর মৃত্যু কোন শাস্তি নয় , এটা মানুষের একটা পরিনতি যা অবশ্যম্ভাবী । এটা একজন মুসলমানেরও হবে , কাফেরেও হবে । যেটা উদ্বেগের বিষয় সেটা হল মৃত্যুর পর কি অপেক্ষা করছে সেটা ।
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৭
282628
অপি বাইদান লিখেছেন : যে আল্লা নিজ ঘরের ছাদ রক্ষা করতে পারেন্না তিনি পরকালে মুমিনদের জন্য কি কচু করবেন?
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫২
282644
হতভাগা লিখেছেন : আল্লাহ মুমিনদের জন্য পরকালে অনেক বড় ধরনের পুরষ্কার রেখেছেন । আর আপনাদের আতিতেয়তার জন্য রেখেছেন আগুন , উত্তপ্ত গলিত পূঁজ......
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৪
282714
অপি বাইদান লিখেছেন : বিদ্যা, বুদ্ধি, বিবেক....... অন্ধকুপে গুজে রাখলে যা হয় আর কি?
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০০
282727
হতভাগা লিখেছেন : আপনার এরকম অগাধ বিদ্যা বুদ্ধি পরকালে কিন্তু আল্লাহর শাস্তি থেকে রেহাই দিতে পারবে না
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৭
282734
অপি বাইদান লিখেছেন : পরকালের ঘ্যানর/ঘ্যানর?
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৩
282736
হতভাগা লিখেছেন : ইহকালে যে মজা নেয় পরকালে সে মজা চাখে , রেডি হয়ে যান ।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৯
282739
অপি বাইদান লিখেছেন : মুমিনের পরকালে যদি সত্যি সুমধুর হবে তো মুমিনদেশ ডাক্তার, হসপাতাল, ঔষধ এর কি দরকার??: Rolling on the Floor
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪০
282747
হতভাগা লিখেছেন : রোগ শোক আল্লাহই দেন মানুষকে পরীক্ষার জন্য, আবার তিনিই সেটা থেকে পরিত্রানের ব্যবস্থাও করে রেখেছেন ।

নিজেকে রক্ষা করার চেষ্টা সবাই করে , মুমিন বা কাফের । কিন্তু যখন যার সময় চলে আসে তখন কিছুতেই কিছু হয় না ।

না হলেও মুমিন যেহেতু আল্লাহ ও পরকালে বিশ্বাসী সেহেতু তার জন্য সেখানে পুরষ্কার রেখে দিয়েছেন স্বয়ং আল্লাহ ।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪০
282754
অপি বাইদান লিখেছেন : আপনার লেজকাটা আল্লার এত গুনাবলি?
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৪
282852
হতভাগা লিখেছেন : যদি পৃথিবীর যত সমুদ্র আছে তার সাথে যদি দ্বিগুন পরিমান যোগ হয়ে দোয়াতের কালি হয় এবং পৃথিবীর সব গাছ কলম হয়ে যায় তবুও আমার আল্লাহর গুনাবলী লিখে শেষ করা যাবে না।
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৪
282853
হতভাগা লিখেছেন : যদি পৃথিবীর যত সমুদ্র আছে তার সাথে যদি দ্বিগুন পরিমান যোগ হয়ে দোয়াতের কালি হয় এবং পৃথিবীর সব গাছ কলম হয়ে যায় তবুও আমার আল্লাহর গুনাবলী লিখে শেষ করা যাবে না।
341182
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৮
মাটিরলাঠি লিখেছেন : @অপি, আপনি কি নাস্তিক?
341184
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০২
সুমন আহমেদ লিখেছেন : অপি কি মহিলা কি মহিলা না পুরুষ? বলবেন
341185
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৭
সুমন আহমেদ লিখেছেন : জাত কি হিন্দু না অন্য কিছু পরুিচয় হীন জারজ নাকি এমন ভাবে লিখে।
341186
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৮
মোহাম্মদ কাশেম মরিচ্যা লিখেছেন : এই,রকম মৃত্যু সবার কপালে জুড়েনা,হে আল্লা হ এত শহিদের ভিতরে আমি নগন্য ব্যক্তিকেন হলাম না আল্লাহ আপনি সকল শহিদ কে,,জান্নাতুল ফেরদাউসে কবুল করে নিন,/////অপি বাদাইন,আমরা সবসময় আল্লাহর কাছে শহিদ হবার আশায় থাকি!
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩১
282718
অপি বাইদান লিখেছেন : হুমম! এজন্যই আহতরা হাসপাতালের বেডে বেঁচে থাকার জন্য আহাজারি করছে।
341188
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অপি বাইদান পরিচিত নাম অনেকেই পছন্দ করেন্না তার দৃষ্টতার জন্য,আমি তার জন্য দোয়া করি সে যেন আল্লাহকে অন্তর দিয়ে চিনতে পারেন...,আপি আপনার অন্তরের ঘৃণায় আল্লাহ রহমত বর্ষন করুক দোয়া করি,আই লাভ ইউ আপি.... Love Struck Love Struck Love Struck Love Struck Big Hug অনেক ধন্যবাদ
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৮
282720
অপি বাইদান লিখেছেন : হাজির, হে আল্লাহ আমি হাজির- অতপর ধপাশ।
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫২
282816
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনার চোখে মুখে ধপাস থেকে আত্মতৃপ্তির হাঁসি দেখে আমারও হাঁসি পাচ্ছে...কিপ ইট আপ...মুন্সীর দাওয়াত মনে পরবে।
341202
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২২
হলুদ রঙ মেঘ লিখেছেন : আজকাল দেখি টুডে ব্লগে ও মুত্রমনার সন্ধান মেলে।।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪০
282721
অপি বাইদান লিখেছেন : আমি হাজির, হে আল্লাহ আমি হাজির- অতপর ধপাশ। আল্লার ঘর হুড়মুর করে ভেংগে গেল।

এই নাকি আপনার আল্লার দৌড়? Rolling on the Floor Rolling on the Floor
341215
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৯
নাবিক লিখেছেন : আলহামদুলিল্লাহ যে হাজী সাহেবানরা ওখানে ইন্তিকাল করেছেন সবাই জান্নাতী হবে। এরচেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে?
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪২
282722
অপি বাইদান লিখেছেন : যিনি ইহকালে নিজের ঘর রক্ষা করতে পারেন্না তিনি পরকালে জান্নাত দিবেন?? Rolling on the Floor
341236
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৫
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : সারা বিশ্ব মুসলিম ো শোকাহত আর বিকৃত মস্তিসক কিছু লোক বেজায় খুশি , তবে মুমিনের জন্য এমন মৃত্যু কাম্য ও বটে , মুমিনের জন্য পরকাল আর নাস্তিকদের জন্য ইহকাল তবে ইহা ও সীমিত আর ঘৃনিত
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
282723
অপি বাইদান লিখেছেন : যিনি ইহকালে নিজের ঘর রক্ষা করতে পারেন্না তিনি পরকালে জান্নাত দিবেন??
১০
341259
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৫
প্রক্সিমা লিখেছেন : কোর আন বা হাদিসের কোথাও কি আছে ?
** মক্কা শরিফে দুঃর্ঘটনা ঘটবে না !

**ঈমান আনলে তাদের কোন বিপদ হবে না !

**আল্লাহ যদি এভাবে মুমিনদের বাঁচিয়ে দিতেন ,
আপনার মতো অবিশ্বাসী তো পৃথিবীতে থাকতো না,
আল্লাহ চান আমরা যেন তাকে না দেখে বিশ্বাস করি এবং এটাই পরীক্ষা !
যাহোক মৃত্যু নিয়ে আপনার এ পোস্ট আমার কাছে অযৌক্তিক ও নিন্মমানের মনে হয়েছে কারন আল্লাহ কখোনো বলেন নি আমি মুমিনদেরকে মৃত্যু থেকে রক্ষা করবো বা মক্কায় কখনো দুঃর্ঘটনা ঘটবে না ।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৬
282724
অপি বাইদান লিখেছেন : যিনি নিজের ঘরে নিজের অতিথী'দের নিরাপত্তা দিতে পারেন্না তিনি পরকালে মুমিনদের কি কচু দিবেন??
১১
341314
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৬
সুমন আহমেদ লিখেছেন : যার মধ্যে নম্র ভদ্রতার লেষমাত্র নেই তার কাছে এসব কি লাভ। আপনার বলচেন আার ও অভদ্র ভাবে একরা কথাই বার বার বলে যাচ্ছে।
১২
345642
১৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৪
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : টুডে ব্লগে এরকম ধর্মীয় অনুভুতিতে আঘাত দিচ্ছে। তাই কতৃপক্ষের দৃষ্টি আকশর্ন করছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File