"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির, হে আল্লাহ আমি হাজির- অতপর ধপাশ।
লিখেছেন লিখেছেন অপি বাইদান ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৬:৫৫ সকাল
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শরীকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারীকা লাক।”- আমি হাজির, হে আল্লাহ আমি হাজির....। অতপর ধপাশ। প্রান বাঁচাতে হাজী'দের দিক বিদিক ছুটাছুটি।
শোক সংবাদ- আল্লাহর ঘর হারাম শরিফে আল্লাহর কাছে হাজিরা দিতে আসা ১০৭ আল্লাহর মুমিনের প্রান প্রদ্বীপ ধপাশ করে কেড়ে নিল উপর থেকে নেমে আসা এক লৌহ দানব ক্রেন।
মৃতের সংখ্যা সবে মাত্র ১০৭, এ সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অসংখ্য আহত মুমিন এখনো মক্কার হাসপাতালে বেঁচে থাকার আহাজারি করছেন। বিস্তারিত এখানে : Click this link
হে আল্লাহ, তুমি মুস্লিম'দের রক্ষা কর!!??
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ উনাদেরকে পরকালে বেহেশতে দাখিল করবেন -আমিন
কাফের মুশরিকদের সেই চান্স নেই , এদের যা কিছু সব দুনিয়াতেই । পরকালে এদের কোন অংশ নেই ।
মুমিন আর কাফেরের মৃত্যু একই হলেও মুমিনের জান্নাতের আশা আছে , কাফেরদের সেটা নেই।
আর মৃত্যু কোন শাস্তি নয় , এটা মানুষের একটা পরিনতি যা অবশ্যম্ভাবী । এটা একজন মুসলমানেরও হবে , কাফেরেও হবে । যেটা উদ্বেগের বিষয় সেটা হল মৃত্যুর পর কি অপেক্ষা করছে সেটা ।
নিজেকে রক্ষা করার চেষ্টা সবাই করে , মুমিন বা কাফের । কিন্তু যখন যার সময় চলে আসে তখন কিছুতেই কিছু হয় না ।
না হলেও মুমিন যেহেতু আল্লাহ ও পরকালে বিশ্বাসী সেহেতু তার জন্য সেখানে পুরষ্কার রেখে দিয়েছেন স্বয়ং আল্লাহ ।
এই নাকি আপনার আল্লার দৌড়?
** মক্কা শরিফে দুঃর্ঘটনা ঘটবে না !
**ঈমান আনলে তাদের কোন বিপদ হবে না !
**আল্লাহ যদি এভাবে মুমিনদের বাঁচিয়ে দিতেন ,
আপনার মতো অবিশ্বাসী তো পৃথিবীতে থাকতো না,
আল্লাহ চান আমরা যেন তাকে না দেখে বিশ্বাস করি এবং এটাই পরীক্ষা !
যাহোক মৃত্যু নিয়ে আপনার এ পোস্ট আমার কাছে অযৌক্তিক ও নিন্মমানের মনে হয়েছে কারন আল্লাহ কখোনো বলেন নি আমি মুমিনদেরকে মৃত্যু থেকে রক্ষা করবো বা মক্কায় কখনো দুঃর্ঘটনা ঘটবে না ।
মন্তব্য করতে লগইন করুন