Goodbye, সাকা-মুজাহিদ : ইন্নালিল্লাহে ওয়া ইন্না............

লিখেছেন লিখেছেন অপি বাইদান ৩১ জুলাই, ২০১৫, ০৫:২৫:৪৫ সকাল



আল্লার দুই পেয়ারা বান্দা সাকা-মুজাহিদ। উকিল, ব্যারিস্টারের দৌড় ঝাপ শেষ। এখন শুরু হবে মুমিনের দোয়া, মোনাজাত, আল্লা, বিল্লা। কিন্তু তাতেও কাজ হবে না। শেষমেষ নিরুপায় মুমিনরা সাকা-মুজাহিদের জন্য জান্নাতের হুর, বেশ্যা, মদের বতল কবুলের আহাজারী করবে।

অফ টপিকস- গতকাল সকাল ৭টায় ভারতের হিন্দুরা আল্লার আরেক পেয়ারা বান্দা ইয়াকুব মেননকে ঝুলিয়ে দিয়েছে। সেই শোকে মুমিনকেল্লা/বাঁশেরকেল্লায় এখনো কাঁন্নার মাতম চলছে।

মুমিনের আল্লা নাকি পাখি বাহিনী, ফেরেস্তা বাহিনী পাঠিয়ে নমরুদ, ফেরাউন, কাফেরদের জব্দ করেছেন। কিন্তু বিজ্ঞানের এই যুগে আল্লার রংবাজি/চাপাবাজি এখন আর কাজে আসে না।

দুষ্ট লোকে বলে- যে আল্লা ইহকালে পেয়ারা বান্দার ফাঁসি থামাতে পারেন্না সেই তিনি পরকালে মানকচু ছাড়া কি দিতে পারবেন?

বিষয়: বিবিধ

১৬১৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332828
৩১ জুলাই ২০১৫ সকাল ০৬:০৫
রক্তলাল লিখেছেন : গুড বাই অভিজিৎ, রাজিব, মুজিব ঐসব লেখ Happy
৩১ জুলাই ২০১৫ সকাল ০৬:৩২
275027
অপি বাইদান লিখেছেন : দুঃখিত- অভিজিৎ, রাজিব, মুজিব কে অন্ধকার প্রকষ্ঠে বলে কয়ে, দিন তারিখ ঠিক করে খুন করে নি।
৩১ জুলাই ২০১৫ সকাল ০৮:২৮
275036
রক্তলাল লিখেছেন : So what you are saying is you support the way people are executed in Saudi, Iran?
৩১ জুলাই ২০১৫ সকাল ০৯:৩৪
275046
অপি বাইদান লিখেছেন : এটা সৌদি, ইরানের কাজীর বিচার না। দেশের সর্বচ্চ আদালত উন্মুক্ত সুষ্ঠ বিচার করে তাদের মৃত্যু পরওয়ানা জারি করেছে। পাপের শাস্তি এ ভাবেই পেতে হয়।
৩১ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৩
275049
রক্তলাল লিখেছেন : এমন হাস্যকর কথা ফাগলেও বলবেনা!
সর্বোচ্চ আদালত? কিত... তামশা! মানিক রে ডাক দেই ডাব নিয়া আসুক...
৩১ জুলাই ২০১৫ সকাল ১০:০৪
275050
অপি বাইদান লিখেছেন : ফাঁসি ওদের জন্য অতি মানবিক শাস্তি। তারচেয়ে বরং পাথর ছুড়ে কতল করলে কেমন হয়? এতে আল্লা খুশি হবেন এবং সেই সাথে সাকা-মুজাহিদের আজন্ম লালিত শরিয়া শাসনের স্বপ্ন কিছুটা হলেও পুরন হবে।

ঠিক কিনা, @ ছাগুলাল??
332835
৩১ জুলাই ২০১৫ সকাল ০৭:১৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আমাদের আফিসে কমছে কম ২-৩টা পুরা নাস্তিক মানে আপনার মতন আছে । ওদের কাছে গড নিয়ে আজেবাজে কথা কখনো শুনিনি । কিন্তু চরম সন্ধেহবাদি । জীবন থেকে ওদেরো সময় গড়িয়ে যাচ্ছে, বাকীদেরো যাচ্ছে । যার যার বিশ্বাস তার কাছেই থেকে যাচ্ছে । মৃত্যু থেকে আমিও রেহাই পাবোনা, তেমনি ওরাও ।

মহান আল্লাহ দুনিয়াটাকে মাছির ডানার সমতূল্য দাম যে দেননা তাতো আপনাদের মত বিজ্ঞানের আলোয় অধিক আলোকিত মানুষগুলোর বেশী জানার কথা । ইন্টারনেটে অসংখ্য ভিডিও রয়েছে দেখুন । এ মহাবিশ্বে পৃথীবির অবস্হান মাছির ডানার সমতূল্যও নয় ।
বিজ্ঞানীরা সাধারনত বড়বড় কথা বলেনা, কারন বেশী জানতে গিয়ে দেখে যে আসলে তেমন কিছুই জানেনা । সমস্যা ঐ বিজ্ঞানমনষ্কদের নিয়ে ! অনেকটা অল্প পানিতে পুটি মাছ বেশী লাফায় এ জাতীয় ।
৩১ জুলাই ২০১৫ সকাল ০৮:০৯
275033
নাবিক লিখেছেন : দারুণ বলেছেন, সহমত।
৩১ জুলাই ২০১৫ সকাল ০৮:২৬
275035
রক্তলাল লিখেছেন : কারে বিজ্ঞানের আলোয় আলোকিত বলতেছেন?

নাস্তিক গুলা বেশির ভাগ নন-সায়েন্স এর পাবলিক।

কে বিজ্ঞানমনস্ক? ফিযিক্স, এস্ট্রফিযিক্স এর স্বরে অ টা জানে কি না জিজ্ঞেস কইরেন ত!
৩১ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৯
275047
অপি বাইদান লিখেছেন : আল্লাহ দুনিয়াটাকে মাছির ডানার সমতূল্য দাম দেননা???

তাই নাকি? কিন্তু আমরা তো জানি, পৃথিবীর তাবত কাফেরাই আল্লার ঘুম হারাম করে দিয়েছে। যেজন্য তিনি এত কষ্ট করে দোজগ বানিয়েছেন প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। তিনি নিজই নাকি গরু/ছাগলের মত কাফেরদের তাড়িয়ে আগুনে নিক্ষেপ করবেন। তারপর নিজ হাতে উল্টে/পাল্টে শিক কাবাব বানাবেন।
তো, ভাই মাছির ডানার সাথে এত বড় দৈত্যের এত মন কশাকশি কেন??
332880
৩১ জুলাই ২০১৫ বিকাল ০৪:১২
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : A dog always barks. It is his nature. But it does not mean that it is drawing anyone's attention. So, make your barking recklessly.
332894
৩১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২২
আকবার১ লিখেছেন : অপি বাইদানকে ব্যান করা হোক
332913
৩১ জুলাই ২০১৫ রাত ০৮:৫৬
প্রক্সিমা লিখেছেন : একজন মানুষ একটা খুন করলে ও একবার ফাঁসী আবার দশটা খুন করলেও একবারই ফাঁসী !
ব্যাপারটা কেমন যেন মানবতাবিরোধী অবিচার হয়ে গেলো না ?
আপনার ধর্মমতে(নাস্তিকতা) উত্তরটি জানাবেন ।
৩১ জুলাই ২০১৫ রাত ১১:৪৬
275148
অপি বাইদান লিখেছেন : না বিষয়টি ঠিই আছে। আপনি একটি শিরিক(আল্লা নামক বস্তুকে চ্যালেঞ্জ) করেন আর দশটি করেন আজন্ম দোজগের আগুনেই পুড়তে হবে। ধন্যবাদ।
334014
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫০
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : যার পরকাল এর উপর আস্থা নাই সে একজন ভাল মানুষ হতে পারে না। তার দারা অন্যায় কাজ করা খুবই সহজ।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫২
276146
অপি বাইদান লিখেছেন : বোকোহারাম, আইসিস, তালেবান, আলকায়দা, আলশাহাব, রাজাকার, আলবদর...... এরা সবাই পরকালে বিশ্বাস করে। বাংলাদেশের ৯৫% চোর, ছেঁচর, ঘুষখোর, ভেজাল, ফরমালিন, মলমপার্টি, ছিনতাইকারী..এরা সবাই পরকালে বিশ্বাস করে।

তো???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File