ঈদের দিনে মুমিনের কাইজা ফ্যাসাদ এবং খুন খারাপি- মৃতের সংখ্যা- একশত............

লিখেছেন লিখেছেন অপি বাইদান ১৮ জুলাই, ২০১৫, ১২:১৯:০০ দুপুর



ইরাকে শুক্রবার ঈদ উদযাপন চলাকালে একটি ব্যস্ত মার্কেটে আত্মঘাতী গাড়িবোমা হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

রাজধানী বাগদাদের প্রায় ৩০ কিলোমিটার উত্তরপূর্বের শিয়া অধ্যুষিত খান বনি সাদ শহরে এ হামলা হয়। হামলায় নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া আইএস ইসলামিক গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণস্থল থেকে পুলিশ মেজর আহমেদ আল-তামিমি বলেন, হামলায় ‘ভয়াবহ’ ক্ষয়ক্ষতি হয়েছে।

এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলার পর ঈদুল ফিতরের উৎসব বাতিল করে তিন দিনের শোক ঘোষণা করেছে দিয়ালার প্রাদেশিক কর্তৃপক্ষ।

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330487
১৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৩২
রক্তলাল লিখেছেন : তুই এসব খেতা বালিশ নিয়া তোর ফখরুল পাগলার কাছে যা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File