শিবির সত্যিই এক আজব প্রাণী!!

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:০২:৩৪ রাত

২০১৪ সালের ২ ফেব্রয়ারী।

আমার আব্বা এবং মারজান চাচ্চু মিছিল থেকে একসঙে গ্রেফতার হয়ে গেলেন। তাঁদের দু’জনের গ্রেফতারি ঘটনার পর মিঠাপুকুরে পুলিশের সাড়াসি অভিযান শুরু হল। চারদিকে দারুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। তখন প্রায় প্রতিটা রাতই নির্ঘূমে থাকতে হতো! কখওনবা ধান ক্ষেতে বসে মোশার কামড় খেয়ে রাত পার করতে হতো!

ফেব্রয়ারীর ৮ তারিখ! পুলিশের কয়েকটি ভ্যান বেগম রোকেয়ার আবাসস্থল পায়রাবন্দের দিকে যাচ্ছিল! সংবাদটি আমরা আগেই পেয়ে যাই। পায়রাবন্দে আমার ফুফাতো ভাই লাবীব আহসানদের বাড়ি। লাবীবকে কয়েকজন ফোন করে বলল, পালাও পুলিশ! সে সময় লাবীব ওর এক বন্ধুকে অংক করাচ্ছিল।

লাবীব ভাবল, পুলিশ আসতে হয়তো আরও কিছুক্ষণ দেরি আছে! তাই অংকটা শেষ করেই যাই! অংক আর শেষ করা হলো না! রাতের নির্জনতাকে ভেদ করে চাপা বুটের শব্দ ধীরে ধীরে তাদের বাসাটিকে গ্রাস করে ফেলল। লাবীব রুম থেকে বেরিয়ে দেখে, পুলিশ!

এরপর লাবীব এবং লাবীবের বন্ধুটির হাতে হাতকড়া পরানো হল! লাবীব তখন পুলিশের অফিসারকে বলল, ওকে ছেড়ে দিন! ও সংগঠন করে না। আম পাবলিক। তাছাড়া ও খুব গরীব আর অসহায়! ওকে নিয়ে গেলে ওর আম্মু হয়তো কাঁদতে কাঁদতে মারাই যাবে! পুলিশবাবুদের মনে হয়তো একটু দয়ার সঞ্জার হলো। ওরা ছেলেটিকে ছেড়ে দিয়ে লাবীব কে নিয়ে নেক্সট অভিযানে গেল!

এরপর তারা গেল পায়রাবন্দের আরও ভিতরে! সেখানে গিয়ে তারা এক বুদ্ধকে গ্রেফতার করল। সেই বৃদ্ধছিল স্থানীয় মসজিদের ইমাম। সেই ইমামকে যখন গ্রেফতার করা হলো,তখন তার বৃদ্ধা স্ত্রী মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করল। আর সেই দৃশ্য দেখে, বৃদ্ধ নিজেও দুর্বল হয়ে গেল! প্রায় কেঁদেই ফেলতে যাচ্ছিল। তখন লাবীব বলল, নানা! ভয় পাচ্ছেন কেন? গাড়িতে চড়ে বসেন! আমি আছি তো! আল্লাহ ভরসা!

লাবীবদেরকে নিয়ে পুলিশরা যখন মিঠাপুকুর থানার দিকে যাচ্ছিল, তখন দুই কনষ্টেবল লাবীবকে প্রশ্ন করে, তুমি কোথায় আর কিসে পড়? লাবীব বলল, আমি কারমাইকেলে ইন্টার ফাষ্ট ইয়ারে পড়ি। একজন পুলিশ বলল, তোমার এস.এস.সি রেজাল্ট কি? লাবীব বলল, এ প্লাস!

তখন এক পুলিশ বলল, এই শিবিরের ছেলেরা কি খায়? এরা সারাদিন মিছিল মিটিও করে, আবার পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্টও করে! শিবির সত্যিই এক আজব প্রাণী!!

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359435
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আলহামদুলিল্লাহ...
সামগ্রিক মান আরো বাড়াতে হবে-
Praying Praying Praying Praying
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
359457
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:২৮
শেখের পোলা লিখেছেন : হাঁ, সত্যই শিবির এক আজব প্রানী৷ সে প্রানে ভয়ডর নেই ভাল বাসা ও আল্লাহ প্রেমে ভরপূর৷ ধন্যবাদ৷
359472
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঘুষ দিয়ে চাকরি পাওয়া পুলিশদের কি আর ততটুক চিন্তার বুদ্ধি আছে!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File