হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলীনা জলির ইন্ট্রাগ্রাম ফটোর বাংলা অনুবাদ.........................

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৬ নভেম্বর, ২০১৫, ০৯:১৫:৪৯ রাত



গতকাল এক আইএস সদস্য, এক খ্রীষ্টন দম্পতির গাড়ি থামায়! গাড়ি থামিয়ে সে প্রশ্ন করে, তোমরা কি মুসলিম? জবাবে খ্রীষ্টান লোকটি বলেন, হ্যাঁ আমরা মুসলিম।

তখন আইএস এর সদস্য বলেন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো তাহলে কুরআন এর একটি আয়াত পড়ে শোনাও।

খ্রীষ্টান লোকটি, বাইবেল থেকে একটি ক্ষুদ্র বাক্য পড়ে শোনাল।

তখন আইএস এর সেই সদস্য বলল, ঠিক আছে যাও!

কিছুক্ষন পরে সেই খ্রীষ্টান লোকটির স্ত্রী বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এতোবড় ঝুঁকিটা কি করে নিলে(!) কেন তুমি তাকে বললে, আমরা মুসলিম! সে যদি বুঝতে পারতো তাহলে আজ আমাদের দু’জনকেই মরতে হতো।

তখন খ্রীষ্টানে লোকটি বলল, চিন্তা করো না! যদি তারা সত্যি কুরআন জানতো তাহলে কখনও মানুষ হত্যা করতো না।( আল্লাহু আকবার)

জলির ফটো লিংক

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349982
১৬ নভেম্বর ২০১৫ রাত ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দৈত্যকূলে প্রহ্লাদ!!
350014
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫৭
হতভাগা লিখেছেন : জোলির দেশের নেতারা তো আফ্রিকা ,মধ্যপ্রাচ্যে লাখ লাখ লোক মেরেছে / মারছে আর জোলিদের সুযোগ করে দিয়েছে মায়াকান্না দেখানোর জন্য । ছবি বানিয়ে অস্কার বানানোর জন্য ।

এদের নেতারা যে W.M.D. এর মিথ্যে অজুহাতে লাখে লাখে ইরাকী মারলো সেটা কি খৃষ্টান ধর্ম অনুমোদন করে ?


এসব হিপোক্রেটরা যখন মানবতার বানী শুনাতে চায় তখন বলা উচিত

'' আপু , থামলে ভাল লাগে ।''
২১ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫৯
291024
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy>-
350154
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হাজারো খারাফের মাঝেও যে ২/১ জন ভাল থাকে এটাই তার প্রমাণ। সত্য কখনো গোপন থাকেনা, যার মুখ দিয়েই হোক তা প্রকাশ পাবেই। ধন্যবাদ আপনাকে।
350195
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ ..
350292
১৯ নভেম্বর ২০১৫ রাত ০১:১৫
এটোম বোম লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File