ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আফজাল গুরুর কিছু কথা এবং তাঁর জীবনের শেষ চিঠি.........

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২২ অক্টোবর, ২০১৫, ০৯:৫১:২৯ রাত

২০১৩ সালের ৯ ফেব্রয়ারী,সকাল ৮ টা!ভারতের তিহার কারাগারের ফাঁসির মঞ্চে পৌঁছে গেছেন আফজাল গুরু!

ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে,আফজাল গুরু জল্লাদকে উদ্দেশ্য করে বলেন,“প্রচন্ড ব্যথা পেতে পারি এমন কিছু নিশ্চয়ই তুমি করবে না।জল্লাদ চোখের পানি সামলে নিয়ে বলেন,না এমন কোন কাজ-ই করা হবে না।তখন আফজাল গুরু জল্লাদকে উদ্দেশ্য করে বলেন,‘আলবিদা’!জল্লাদও আফজাল গুরুকে ‘আলবিদা’ বলে জীবনের শেষ বারের মত বিদায় জানান”।

মূলত আফজাল গুরু ভারতে দূর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তুলে ছিলেন।২০০১ সালে ভারতের সংসদে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।আর সেই হামলার ঘটনায় আফজাল গুরুকে প্রধান আসামী করা হয়!

তিহার কারাগারের এক কর্মকর্তা(নাম প্রকাশে অনিচ্ছুক) জানান,আফজাল গুরু সব সময় উৎফুল্ল ও শান্ত স্বভাবের ছিলেন।তিহার কারাগারের প্রতিটা কারারক্ষীর নাম,আফজাল গুরুর মুখস্ত ছিল!তিনি ফাঁসির মঞ্চে এগিয়ে যাবার সময়,প্রতিটা কারারক্ষীর নাম ডেকে ডেকে কুশল জিজ্ঞেস করেন এবং আলবিদা জানান।সেই কর্মকর্তা জানান,সেই দিন অধিকাংশ কারারক্ষীরাই নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেন নি!

তিহার কারাগারের সেই কর্মকর্তা জানান,আফজাল গুরুর ফাঁসিসহ এই কারাগারে সর্বমোট ২৫টি ফাঁসি কার্যকর করা হয়।তার মধ্যে ১০ টি ফাঁসিতে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল।“ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়ার কথা শুনলেই মানুষ ভয়ে কাঁপতে শুরু করে।কিন্তু হাসি মুখে ফাঁসির মঞ্চে যাওয়ার যে রূপকথা প্রচলিত রয়েছে,আফজাল গুরুর বেলায় ঠিক তাই-ই ঘটেছে”।

তিহার জেলের ওই কর্মকর্তা আরো বলেন, কোনো দুষ্ট শক্তির বিনাশ ঘটলে সবাই উচ্ছ্বসিত হয়ে উঠেন কিন্তু কোনো নিষ্পাপ ও ভাল হৃদয়ের মানুষ চলে গেলেই নেমে আসে বিষাদ।

আফজাল গুরুকে তিহার কারাগারের অভ্যন্তরে,কাশ্মীর মুজাহিদীন বাহিনীর নেতা শহীদ মকবুল বাটের পাশে কবর দেয়া হয়।

ফাঁসির আগে,আফজাল গুরু গোটা মুসলিম উম্মাহ এবং তাঁর পরিবারের উদ্দেশ্য ছোট্ট একটি চিঠি লিখে গিয়েছেন।

তিনি লিখেছিলেন,“আমাকে এই অবস্থানে উঠানোর জন্য আল্লাহপাককে শতকোটি কৃতজ্ঞতা জানাই।সকল বিশ্বাসীকেও আমার অভিনন্দন জানাই।কারন,আমরা সবাই একসঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি এবং আমাদের শেষটাও হতে হবে সত্য ও ন্যায়ের পথে।আমার পরিবারের প্রতি অনুরোধ,আমার মৃত্যুতে শোকার্ত না হয়ে,তাদের উচিত হবে আমি যে অবস্থান তৈরী অর্জন করেছি,তাকে শ্রদ্ধা করা।আল্লাহপাক তোমাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা ও সাহায্যদাতা।আল্লাহ হাফেজ”।(আফজাল গুরু)

প্রিয় ভাই,আফজাল গুরুকে আল্লাহপাক শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন

বিষয়: বিবিধ

৩১৯০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346875
২২ অক্টোবর ২০১৫ রাত ১০:০৭
নৌশাদ আল নোমানী লিখেছেন : আপনার ফেইসবুক স্টেটাসে মাত্র পড়লাম ।
২২ অক্টোবর ২০১৫ রাত ১১:১৩
288042
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ধন্যবাদ ভাই।
346876
২২ অক্টোবর ২০১৫ রাত ১০:১০
অপি বাইদান লিখেছেন : চোর, বদমাস, সন্ত্রাসীর পক্ষে জ্বালাময়ী গল্প ফেদেছেন বটেই...........
২২ অক্টোবর ২০১৫ রাত ১১:১০
288041
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : চোরের ধর্মই হল সবাইকে চোর ভাবা!আর একজন মুসলিমের কাজই হল সত্যকে সামনে তুলে ধরা!তোমার বড় দাদারা আফজাল গুরুর নামে কালি দিতে সাহস পায় না আর তুমি বাচ্চা নাস্তিক হয়ে লাফাও!কথায় আছে,পুঁটি মাছ অল্প পানিতে লাফায় বেশি!
346886
২২ অক্টোবর ২০১৫ রাত ১১:২১
সালসাবীল_২৫০০ লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ
346888
২২ অক্টোবর ২০১৫ রাত ১১:২৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সেই সংগ্রামী মানুষের সারিতে
আমাকেও রাখিও হে রহমান...

Praying
346892
২৩ অক্টোবর ২০১৫ রাত ০২:০৯
নাছির আলী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবা।
346901
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৪:১৪
শেখের পোলা লিখেছেন : ফাঁসীর মঞ্ছ যাদের নির্যাতন থেকে শান্তির আলয়ে পাঠায় তাদের দুঃখ করতে নেই৷ অন্তরে ইমান আর চেহারায় হাঁসিই তাদের সাজে৷ ধন্যবাদ
346918
২৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩১
আবু জান্নাত লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আফজালগুরু সত্যি্ জুলুমের শিকার।
আল্লাহ তায়ালা উনাকে পরিপূর্ণ শহীদ হিসেবে কবুল করুক।

জাযাকাল্লাহ খাইর

346925
২৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
আফজালগুরু সত্যিই জুলুমের শিকার।
আল্লাহ তা'য়ালা উনাকে পরিপূর্ণ শহীদ হিসেবে কবুল করুক। আমিন! জাযাকাল্লাহু খাইরান।
347332
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩২
আহমেদ ফিরোজ লিখেছেন : আফজাল গুরুরা বাংলাদেশেও বিরাজমান। ভবিষ্যতে আরো চক্ষুষ্মান হবে। আল্লাহ তাদের বেহেস্তের সর্বোচ্চ মর্জাদা দান করুন।
১০
348271
০২ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৪
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : Bless for him
১১
349120
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন। ওনি আমাদের জন্য অনুপ্রেরণার উজ্জল বাতি হয়ে থাকুক!
১২
350356
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হৃদয়স্পর্শী। অনেক আগে তার কথা পড়েছিলাম ফেসবুকে ধন্যবাদ ভাইয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File