আল্লাহর প্রিয় বান্দা হবার প্রতিযোগিতায় এক অগ্রগামীর গল্প!
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫১:৩৫ রাত
লাল শার্ট পরিহিত হাস্যোজ্জল ভাইটির নাম মনির হাসান মুরাদ।তাঁর মুখের হাসি দেখে মনে হচ্ছে,খুব প্রিয় কোন জায়গায় যাচ্ছেন(!) অথচ তাঁকে সেই সময় কোর্টে তোলা হচ্ছিল।এর কিছুক্ষন পরেই তাঁকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
মা বাবার একমাত্র সন্তান মুরাদ ভাই।গত পরশু মুরাদ ভাই আমি আর আমাদের আর এক ভাই সহ ঘুরতেছিলমা!এমন সময় মুরাদ ভাইয়ার আম্মু ফোন দিলেন।বললেন,কোথায় তুমি?
জবাবে তিনি বললেন, এইতো দুই ভাইয়ের সঙ্গে ঘুরতেছি।ওনার আম্মু বললেন, আব্বু তুমি তো বড় হয়ে গেছো।এখন আমাদের ছাড়াই ঘুরতে পারো!অথচ তিনি মেডিকেলের ফাইনাল ইয়্যারে পড়তেছেন।
অথচ বাবা মায়ের এতো আদরের সন্তানদের হাসিনার পুলিশরা সন্ত্রাসী জঙ্গি প্রমান করতে বদ্ধপরিকর।অথচ একদিন অবশ্যিই আসবে ইনশা আল্লাহ,এই মুরাদ ভাইয়ের মত ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট করাতেই পুলিশরাও বাধ্য হবে।কারন সৎ এবং নির্ভরযোগ্য ডাক্তারের যে আজ বড়ই অভাব।আর সেই অভাব পূরন করবে মুরাদ ভাইদের মত জঙ্গি এবং সন্ত্রাসীরা ডাক্তাররা, ইনশা আল্লাহ।
গতকাল একসঙ্গে ফজর নামায শেষে মুরাদ ভাই আমাকে কাছে টেনে বললেন,মুখটা মলিন করে রাখবা না।একদিন সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।তোমার মুরাদ ভাইয়া পাশে আছে তো।
সকাল বেলা বিদায় নেবার সময় বলেছিলেন,আর একটা ঘন্টা থেকে যাও না।প্রচন্ড তাড়া ছিল বিধায় আর থাকা হল না।কিন্তু সন্ধ্যায় এমন একটা সংবাদ শুনতে হবে তা কল্পনাও করিনি।
সত্যি মুরাদ ভাই,আপনি অনেক ভাগ্যবান।আল্লাহর প্রিয় বান্দাদের একজন হবার পরীক্ষায় আমাদের থেকে আরো এতধাপ এগিয়ে গেলেন।
আল্লাহপাক মুরাদ ভাই সহ সকল মজলুম ভাইকে হেফাজত করুন এবং সুস্থ রাখুন।আল্লাহুম্মা আমীন।
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইন শা আল্লাহ.....
মন্তব্য করতে লগইন করুন