বঙ্গবন্ধু কবরস্থানে পরিনত হবার কত দেরী???

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৩ আগস্ট, ২০১৫, ১১:০১:৩০ রাত

বেশ কিছুদিন আগে আব্বাসহ বায়তুল মোকাররম মসজিদে মাগরিবের নামায পড়লাম!আমরা দ্বিতীয় কাতারে দাড়িয়েছিলাম!আযান দেবার পর যখন মুয়াজ্জিন সাহেব আমাদের সামনে আসলেন,তখন দেখি ওনার গায়ে মুজি কোর্ট শোভা পাচ্ছে!বিষ্ময়ে হতভম্ব হয়ে গেলাম!

নামায পড়ে বেরিযে মূল গেটের সামনে দাড়ালাম!সেখানে পবিত্র কাবা শরীফের গিলাফ ঝুলানো আছে!আর গিলাফের নিচে লেখা আছে,রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সৌদি বাদশাহ আব্দুল আযীয উপহার দিয়েছিলেন!

তখন আব্বা এক মুসুল্লিকে ঠাট্রা করে জিজ্ঞেস করলেন,ভাই এটাকি ভুলে ঝুলিয়ে রেখেছে!এখানে তো মুজিবের নাম থাকার কথা!মুসুল্লি ভাই প্রথমে আব্বার ঠাট্রাটা বুঝতে পারেননি!উনি বললেন,না না ঠিকই তো আছে!

আব্বা বললেন রাতারাতি ইতিহাস পাল্টে সবখানে মুজিবের নাম শোভা পাচ্ছে!আর এখানে জিয়ার নাম ঝুলিয়ে রেখে কি লাভ(!)

তখন আল্লামা সাঈদী সাহেবের একটি ওয়াজের খন্ডিত অংশ মনে পড়ে গেল!তিনি একটি রম্য রচনার চুম্বকিয় অংশ বলেছিলেন!(লেখকের নাম এই মুহূর্তে স্মরন নেই)

এক ব্যক্তি বিদেশ থেকে বাংলাদেশে বেড়াতে এসছেন!তিনি উত্তরবঙ্গ থেকে বাসে করে ঢাকা আসতেছেন! যমুনা নদীর উপর নয়াভিরাম ব্রীজটি দেখে তিনি তার পাশের সিটের লোককে বললেন,ভাই এই ব্রীজের নাম কি? জবাবে তিনি বললেন,বঙ্গবন্ধু সেতু!

রাতে ঢাকায় এসে পৌছলেন! জাতীয় ষ্টেডিয়ামে তখন ফ্লাট লাইটের আলোয় ফুটবল খেলা চলতেছিল!তিনি এক পথচারীকে জিজ্ঞেস করলেন,ভাই এই ষ্টেডিয়ামের কি নাম কি?আর এখানে কি হচ্ছে? পথচারী জবাবে বললেন,এই ষ্টেডিয়ামের নাম বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়াম!আর এর ভিতরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলতেছে!

আর একটু সামনে এগিয়ে প্রচন্ড জ্যাম দেখতে পেলেন!একজন কে জিজ্ঞেস করলেন,এই জায়গার নাম কি? তিনি জবাবে বললেন, বঙ্গবন্ধু এভিনিউ!

বেচারা প্রচন্ড ভিড়ের মাঝে ছিনতাইকারীর কবলে পড়লেন!তারপর জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হলেন!যখন জ্ঞান ফিরল তিনি তার আশে পাশের মানুষদের জিজ্ঞেস করলেন,আমি কোথায়? একজন জবাবে বললেন,আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আছেন!বেচারা তখন আৎকে উঠে বললেন, ভাই আপনাদের কাছে মাফ চাই!দয়া করে এর পরে আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবেন না!

দেশে যে হারে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন হতে চলেছে,তাতে ৬০০ কোটি টাকা দূর্নীতি করেও হাইরা পায় সরকারী প্রটোকল আর মাহমুদুর রহমানদের দূর্নীতি না করেও ৩ বছরের জেল হয়!নবী রাসূলকে নিয়ে কটূক্তি করলে তাদের ভাগ্যে জোটে শাহবাগের বিরিয়ানী আর হাসিনাকে নিয়ে কটূক্তি করলে জাবির শিক্ষকের হয় তিন বছরের জেল!

বাংলাদেশ, বঙ্গবন্ধু কবরস্থানে পরিনত হবার কত দেরী,পাজ্ঞেরী??

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335721
১৩ আগস্ট ২০১৫ রাত ১১:২৭
আব্দুল গাফফার লিখেছেন : আসিতেছে শুভদিন ইনশাল্লাহ । ধন্যবাদ
১৩ আগস্ট ২০১৫ রাত ১১:৪৫
277622
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ইনশা আল্লাহ।জাজাকাল্লাহ
335756
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৭:০৮
শেখের পোলা লিখেছেন : আজিমপুরেরটায় তো এখনও নাম বাসানোর সুযোগ আছে৷ শুধু একখান ফলক দরকার৷
335764
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৭:৪৬
হতভাগা লিখেছেন : এক নেতার এক দেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File