মুসলিমদের মনে আল্লাহপাক ‍‍‌"ওয়াহন" মেরে দিবেন!ওয়াহন শব্দের অর্থ দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি এবং আল্লাহর পথে মৃত্যুকে ভয় করা................

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২৪ জুলাই, ২০১৫, ০৬:০০:২৯ সন্ধ্যা

কয়েক দিন আগে,আব্বার সঙ্গে তাঁর এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গেলাম।অনেকদিন পর দুই বন্ধুর দেখা হবার কারনে,তাঁরা যেন গল্পের ঝুড়ি নিয়ে বসেন।গল্পের এক পর্যায়ে চলে আসে রাজনৈতিক অবস্থা এবং আমাদের মিঠাপুকুরে ফিরে যাওয়া!

আব্বার বন্ধুর ছেলে আমাকে বললেন, কবে সমাধান হবে? তোমার ভাবিরে নিয়া মিঠাপুকুর বেড়াইতে যাবো।আব্বা বললেন,আওয়ামী সরকারের আমলে আর হবে না।

তখন আব্বার বন্ধুর ছেলে বললেন,চাচা আপনারা একটা কাজ করলেই সব সমাধান হবে।মিঠাপুকুরের এমপির কাছে গিয়ে বলেন,আজ থেকে আমরা আওয়ামিলীগ!আর জামায়াত শিবির কিংবা কোন ইসলামী দলের সাথে যোগ দিবো না।

আব্বা মুচকি হেসে বললেন,কোন দিন সম্ভব নয়!তখন উনি বললেন,আপনারা বাপ ছেলেকে গুলি করে মারবে!

তখন আমার রাসূল (সাঃ) এর একটি ভবিষ্যৎ বানীর কথা মনে পড়ে গেল!আর সঙ্গে সঙ্গে আব্বাকে শুনিয়ে দিলাম!

"হযরত সাওবান (রাঃ) থেকে বর্নিত,রাসূল (সাঃ) বলেছেন, এমনই এক সময় আসবে যখন অমুসলিম জাতি সমূহ একে অপরকে প্রতিটি অঞ্চল থেকে তোমাদের উপর আক্রমন করার জন্য আহব্বান করতে থাকবে।যেভাবে একটি পাত্রে রাতের খাবার খাওয়ার জন্য আহব্বান করে।জন সাহাবী জিঞ্জেস করেন, এটা কি এই কারনে হবে যে,মুসলিমরা সংখ্যায় কম হবে?তিনি বললেন না!তোমরা সংখ্যায় অনেক থাকবে কিন্তু তোমরা হবে বন্যার পানির উপর ভেসে যাওয়া ময়লার মতো।আল্লাহ তোমাদের অন্তরে "ওয়াহন" ঢুকিয়ে দিবেন এবং তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের প্রভাব ও ভয়কে উঠিয়ে নিবেন।একজন সাহাবী জিঞ্জেস করলেন, হে আল্লাহর রাসূল!ওয়াহন কি? তিনি বললেন,দুনিয়ার প্রতি ভালবাসা আর আল্লাহর পথে মৃত্যুকে ভয় করা"।

[আবু দাউদ-৪২৯৭,আহমদ-২২৪৫]

আজ গোটা মুসলিম বিশ্ব নির্যাতিত হচ্ছে,শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবার কারনে।যতোদিন মুসলিমরা আল্লার দ্বীনের রশি ধরে রেখেছিল,আল্লাহর রাস্তায় শহীদ হবার জন্য উদগ্রীব ছিল, ততোদিন বিশ্বের শাসনভারও মুসলমানদের হাতে ছিল।যখনই মুসলিমরা দুনিয়ার আরাম আয়েশ এবং চাকচিক্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ল এবং মৃত্যুকে ভয় করা শুরু করল, তখনই মুসলিমদের অধঃপতন শুরু হল।

আমাদের প্রত্যয় একটাই,আল্লাহর পথে অটল থাকা।আর আল্লাহর কাছে ফরিয়াদ মরতেই হবে যখন,শহীদি মরন দিও আমাকে।

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331384
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। দুনিয়ার আরাম আয়েশ আর মৃত্যুকে ভয় করাই মুসলিমদের অধঃপতনের কারন। সহমত ।
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
273649
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।জাজাকাল্লাহ।আর এটাই ধ্রুব সত্য।
331386
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
ইসলামী দুনিয়া লিখেছেন : বুঝলাম, কিন্তু সেটা জামাআত ইসলামী ভাইদের সাথে?
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
273651
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : হতে পারে না কি???
331431
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:৩২
২৫ জুলাই ২০১৫ দুপুর ০১:৩৮
273792
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।ইনশা আল্লাহ পড়ব।
331443
২৪ জুলাই ২০১৫ রাত ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ সত্য্ই দুনিয়ার লোভে আমরা আত্মবিশ্বাস ও হারিয়ে ফেলছি।
২৫ জুলাই ২০১৫ দুপুর ০১:৩৮
273791
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : দুনিয়াটা যেন একটা গোলক ধাধা!এ ধাধায় পড়ে আমরা দিশে হারা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File