ধানমন্ডি-৩২ থেকে আল্লাহপাকের জান্নাত......................
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৩ জুলাই, ২০১৫, ১০:১০:৫৫ রাত
অনেকদিন আগে ধানমন্ডি-৩২ এ গিয়েছিলাম, শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখার জন্য!শেখ মুজিবুর রহমান এবং তার গোটা পরিবারকে মেজর ডালিম আর কর্নেল ফারুকরা কিভাবে সম্মান(!) করেছে সেই স্মৃতি দেখার জন্য আমি আর আমার কাজিন যাই!
টিকিট কেটে ভিতরে ঢুকতে যাবো,গেটে বসে থাকা পুলিশ বাবু বললেন সঙ্গে মোবাইল আছে? থাকলে ঐ রুমে গিয়ে জমা দিযে আসেন!এক কাচে মোড়ানো রুমে গিযে আমরা আমাদের মোবাইল গুলো জমা দিলাম!
তারপর গেটের সামনে দাড়িয়ে থাকতে বলল!তারা নাকি আমাদের ছবি তুলে নিবে!আর এটাই নাকি নিয়ম!তা না হলে ভিতরে ঢুকতে দিবে না!যাক, ছবি তোলা পর্ব শেষ করে আমাদের কে একটি কার্ড দিল!আর বলল, এটা বুকে ঝুলিয়ে নিয়ে ভিতরে চলে যান!
এরকম একটি সংরক্ষিত জায়গায় ঢুকতে কতো শর্ত জুড়ে দিয়েছে!তাহলে সর্বশ্রেষ্ঠ সংরক্ষিত স্থানে যেতে আমাদেরকে নিশ্চই কিছু শর্ত মানতে হবে।জি, আল্লাহ পাক তাঁর নিকট সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতে প্রবেশের জন্য পূর্ব শর্ত দিয়েছেন। আর সেই শর্ত গুলো হল,
“তোমরা তোমদের প্রভূর সাথে কোন কিছুকেই শরিক করবে না।পিতামাতার সাথে ভালো ব্যবহার করো এবং তাদের প্রতি কর্তব্য পালন করো।দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না।গোপনে কিংবা প্রকাশ্যে ফাহেশা-অশ্লীল কাজের নিকটেও যেয়োনা।কোন ব্যক্তিকে হত্যা করো না- যা আল্লাহ হারাম করে দিয়েছেন।এতিমের অর্থ সম্পদের কাছেও যেয়োনা তা বৃদ্ধি করবার উদ্দেশ্য ছাড়া- যতোদিন না সে সাবালক হয়। মাপ ও ওজন পূর্ন ও সঠিকভাবে করো”।[ সূরা আল আন’আম ১৫১-১৫৩](তাফসীরে বিস্তারিত দ্রষ্টব্য)
উপরোক্ত শর্তগুলো ঠিকঠাক ভাবে পালন করতে পারলেই আমরা সংরক্ষিত জান্নাতে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করতে পারবো ইনশা-আল্লাহ।আল্লাহ পাক আমাদের কে সেইসব শর্তগুলো সঠিক ভাবে পালন করে জান্নাতে প্রবেশ করবার তৌফিক দান করুন।আল্লাহুম্মা আমীন।
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শর্তগুলো সঠিক
ভাবে পালন করে
জান্নাতে প্রবেশ করবার তৌফিক
দান করুন।আল্লাহুম্মা আমীন।
জান্নাতে যেতে হলে এমন কেউ কি আছে যাদের জন্য আল্লাহর উপরোক্ত আদেশগুলি শিথিল বা না মানলেও চলবে ?
কিসের সাথে কিসের তুলনা !!
মন্তব্য করতে লগইন করুন