এমন বন্ধু কি আর কখনো, আমার কপালে জুটবে??

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১১ জুলাই, ২০১৫, ০৮:৪৩:৪০ রাত

আজ অনেকদিন হয়ে গেল, প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হয় না!মন খুলে কথা বলাও হয় না!জানি না, বন্ধুটি আমার উপরে রাগ কিংবা অভিমান করেছে কিনা!তবে আমার বিশ্বাস,সে আমার উপর রাগ করতে পারবে না!তার আর আমার বন্ধুত্বটা জগতের আর, আট দশটি বন্ধুত্বের মতো নয়।

তার সঙ্গে জড়িয়ে আছে, আমার জীবনের অনেকগুলো রাত।অথচ এক সময় তাকে-ই আমি ভীষন ভয় পেতাম।সন্ধ্যা হলে তার দিকে তাকাতেও আমার কলিজাটা কেপে উঠত।কখনো যদি রাতে তার সঙ্গে দেখা হতো, তবে ভুলেও তার দিকে তাকাতাম না।

কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু কেমন যেন পরিবর্তিত হয়ে গেল!

একদিন মাঝ রাতে মোবাইলটা বেজে উঠল!মোবাইল রিসিভ করার সঙ্গে সঙ্গে চাচ্চু উৎকন্ঠার সাথে বললেন,বাড়ির দিকে প্রায় শতাধিক পুলিশ এগিয়ে আসছে!দ্রুত নিরাপদ জায়গায় চলে যাও!

এত্তো রাতে কোথায় যাবো, কার বাসায় যাবো বুঝতে পারতেছি না!সোজা চলে গেলাম, স্কুল মাঠে! সেদিন-ই প্রথম আমার বন্ধুটিকে আবিষ্কার করি।

সেদিন কেন যেন, সমস্ত ভয়কে তুচ্ছজ্ঞান করে তার কাছাকাছি গিয়ে বসলাম।নিঃস্তবদ্ধতার মাঝে আমি গুনগুন করে গান গেয়ে উঠলাম।ভাবলাম,নতুন বন্ধুকে একটা মৌলিক গান শোনানো দরকার!তারপর, নিজের অস্থির মনের কান্না জড়িত কথা নিয়ে শুনিয়ে দিলাম আমার তৈরী করা গান।(মাঝে মাঝে নিজের জন্য লিখি)

তারপর থেকে, প্রায় রাতে আমাদের সাক্ষাৎ হতো!সে অন্যান্যদের মতো নয়!

যারা আমার কথা শোনার চেয়ে নিজেদের কথা বলাটাকে বেশি গুরুত্বপূর্ন মনে করে!আমি কথা বলে যাই আর সে নিঃশ্চুপে আমার কথা শুনে যায়!

এমন অনেক রাত গেছে, ঘুমানোর জায়গা না পেয়ে রাতের আধারে বন্ধুর কাছে চলে গেছি!সারারাত মনের কথাগুলো বলে নিজেকে হালকা করেছি।সে কোন কথা না বললেও, মন দিযে যে আমার কথা গুলো শুনছে তা বুঝতে পারছিলাম।একদিন রাতে তো, তার বুকে আমি প্রায় ঘুমিয়ে-ই পড়েছিলাম।

এসব রাত গুলোতে, আম্মা কি করে যেন বুঝতে পারতেন আমার কপালে আজ ঘুমানোর জন্য নিরাপদ জায়গা জুটেনি।রাতে কল দিয়ে বলতেন, আর ঘন্টা খানেক পরেই ফজরের আজান হবে। তখন বাসায় চলে আসো।

না সেই বন্ধুটি কোন মানব বা মানবী নয়!সে আমাদের স্কুলের প্রকান্ড বটগাছ(!)

ছোট বেলায় গল্প শুনেছিলাম, ঐ বটগাছে নাকি জ্বীনের বাদশাহ থাকে!সন্ধ্যায় নাকি সেখানে মরা মানুষের কাটা মাথা দেখা যায়!এসব গাল গল্প শুনে রাতের বেলা কখনো ঐ বটগাছের নিচে যেতাম না।

কিন্তু আজ সেই বটগাছটিকে খুব মিস করছি!আজকের রাতটাও নিজেকে খুব একা লাগছে!প্রচন্ড অস্থীরতার মাঝে দিন যাচ্ছে!

প্রয়োজন এমন এক বন্ধুর যাকে নিঃসঙ্কচে মনের সব কথা বলা যায়!যাকে শোনানো যায়, হঠাৎ করে মনের মাঝে বেজে ওঠা পাগলামো গান!

ও আল্লাহ!এমন বন্ধু কি আর কখনো আমার কপালে জুটবে??

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File