বিশ্ব নামক ট্রেন চালাচ্ছে নাস্তিকেরা(!)

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৮ জুলাই, ২০১৫, ১১:৫৯:৩৩ সকাল

আমাদের বাড়ির পিছনের দিকে একটি খোলা জায়গা আছে!মূলত ঐ জায়গাটা বাড়ির মহিলাদের বিকাল বেলা আড্ডা এবং বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবহার করা হয়!

আমরা ছোটবেলায়, ঐ জায়গাটাতে খুব সহজে যেতাম না।ঐ জায়গায় ছিল একটি বড় নারিকেল গাছ! আর গাছটির পাতার খুব কাছেই ছিল, জাতীয় গ্রীডের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুত লাইন!যার কারনে সামান্য বাতাস হলেই, নারিকেল গাছের পাতা বিদ্যুত্যের তার গিয়ে লাগত!আর ভয়ানক শব্দ করে আগুন জ্বলে উঠত!

দাদু বেশ কয়েকবার লোক লাগিয়ে, নারিকেল গাছের সব ডালপালা কাটার ব্যবস্থা করেছিলেন।কিন্তু কিছুদিন পর নতুন ডাল এবং পাতা গজিয়ে আবারো বিদ্যুতের তারে গিয়ে লাগত! এর ভুক্তভোগী শুধু আমরা একাই ছিলাম না।আমাদের বাড়ির আশেপাশের মানুষরাও খুব আতঙ্কের ভিতরে থাকতেন।

একদিন বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হল, গাছটির শিকড়সহ কেটে ফেলা হবে।কিন্তু কোন কাঠুরে কাটবে সেটাই ছিল প্রশ্ন(!)

দুইজন কাঠুরে আসল!কিন্তু শর্ত হল, তাদেরকে বেশ চড়া দাম দিতে হবে!তারপর সেই কাঠুরেরা দির্ঘক্ষন সময় নিয়ে কোন ধরনের বিপদ ছাড়াই গাছটি কেটে ফেলতে সমর্থ হয়!

আজকের নাস্তিক্যতার রূপ অনেকটা নারিকেল গাছটার মতোই!

নাস্তিক সমস্যাটার ভুক্তভোগী শুধু হেফাজত কিংবা জামায়াত ইসলাম নয়!তাবলীগ জামায়াত থেকে শুরু করে চোরমোনাই পীর সাহেবরাও এর ভুক্তভোগী!হয়তো কেউ বুঝতে পারতেছে আর কেউবা একটা নির্দিষ্ট দলের বিরোধীতা করতে গিয়ে নাস্তিক্যতাবাদকেও নীরবে সহ্য করেরে যাচ্ছে!

তবে দুই একটা মিছিল মিটিং করে নাস্তিকদের দমন করা সম্ভব নয়!এর জন্য প্রয়োজন তাদের শিকড়সহ উৎখাত করা।তবে কি আমরা চাপাতি হাতে তুলে নিবো?

১৯৪০ সালের দিকের ঘটনা।তখন জামায়াত ইসলামের অগ্রযাত্রা সবে শুরু হয়েছে।জামায়াতের প্রতিষ্ঠাকালীন এক সভায়, একজন মাওলানা মওদূদীকে নাস্তিক্যবাদ নিয়ে প্রশ্ন করেন।তাঁর প্রশ্নটা ছিল নাস্তিক্যবাদের শিকড়কে আমরা কি করে উৎখাত করতে পারি?

জবাবে মাওলানা মওদূদী বলেছিলেন, গোটা বিশ্বটা একটা ট্রেনের মতো।আর এই ট্রেন পরিচালকের আসনে বসে আছে নাস্তিকেরা।যার কারনে ট্রেন পরিচালকের আসনে নাস্তিকেরা ট্রেনের ইঞ্জিনকে যেদিকে নিয়ে যেতে চাইবে ট্রেনের বাকি বগিরাও সেদিকে যাবে।

যার অর্থ হচ্ছে, নাস্তিক্যবাদকে দমন করতে হলে আমাদেরকে তাদের থেকেও জ্ঞানী হতে হবে।তাদের থেকেও প্রজ্ঞাবান হতে হবে।আমরা যখন তাদের থেকে জ্ঞানী হবো,তখন ট্রেন পরিচালনার দায়িত্বটাও নিয়ে নিতে পারবো।তখন আমরা ইঞ্জিন যেদিকে নিয়ে যাবো বাকি বগিরাও সেদিকে যাবে।নাস্তিক্যবাদও সম্পূর্নরূপে নির্মূল হয়ে যাবে।

এজন্য প্রচলিত নিয়মে আন্দোলনের পাশাপাশি জ্ঞান অর্জন করতে হবে।কুরআনের জ্ঞানকে নিজেদের আয়ত্তে আনতে হবে।

মিলিয়ে দেখুন, স্বীকৃত নাস্তিক তসলিমা নাসিরন থেকে শুরু করে নাস্তিক্যবাদকে উসকে দেয়া কবি সুফিয়া কামাল,হুমায়ূন আজাদ,আহসান উল্লাহ মাষ্টার,অভিজিৎ রায়, আব্দুল লতিফ সিদ্দিকী এবং সর্বশেষ আব্দুল গফুল চৌধুরীরা সকলেই আওয়ামিলীগ।

অতএব সমীকরন দাড়াল, সকল আওয়ামিলীগ নাস্তিক না হলেও সকল নাস্তিক-ই আওয়ামিলীগ।

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329148
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
অনেক পথ বাকি লিখেছেন : মুসলমানরা আউগাইতে না পারলে তো তারা চালাবেই। মুসলানরা আছে নিজেদের নিজেরা হত্যায় ব্যস্ত। তাদের এসব নিয়ে ভাবার সময় কৈ
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
271472
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জি সেটাই তো এখন মূল সমস্যা!এখন আর ইসরাঈলী বাহিনীকে প্রটেসটিভ এজ নামে অপারেশন চালাতে হচ্ছে না!এক আইএস-ই এখন যথেষ্ঠ!
329154
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:১০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সেই তো নিজের পছন্দের দলকেই ফোকাস করলেন আর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ এনে মনের ঝাল মেটালেন। আর লেখার শিরোনামের সাথে ভেতরের বিষয়বস্তুর মোটেও মিল নেই, এটাকে ব্লগীয় ভাষায় অদক্ষ ব্লগীং বলে। গোটা বিশ্ব কি এই রাজনৈতিক দলটা চালায়? আবার যারা চালায় তাদেরকে আপনারা ইফতার পার্টিতে আমন্ত্রণ করেন, হরতালে তাদের গাড়িতে টোকা লাগলে ক্ষতিপূরণ দেন, তাদের থিওরী অনুযায়ী রাজনীতি করেন। ভাই রাগ করবেননা, দলীয় মানষিকতার বাইরে বের হয়ে আসুন। সুরা ইসরা, সূরা কাহাফের সাথে বুখারীর ৮১ নাম্বার অধ্যায় ও মুসলিমের ৫৪ নাম্বার অধ্যায়টা মিলান নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। আরবি শিখুন কোরানিক ফর্মটা, আলেমদের সাথে বসুন দ্বীনের সঠিক বুঝটা অর্জনের জন্য অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। খুবই হাস্যকর যুক্তি জ্ঞান দিয়ে বিশ্বজয় অন্তত আমার কাছে কারণ গত ৪বছর বিভিন্ন ব্লগে ব্লগিং করেছি, নাস্তিকরা আমার কাছে আমার কাছে একবার দুবার না, শত শতবার তর্কে হেরেছে কিন্তু এতে কি কোন লাভ হয়েছে?? তারা কি তাদের কর্মকান্ড থামিয়ে দিয়েছে? আর বেশি কিছু বলার নেই। বাংলাদেশের ইসলামি, নন-ইসলামি কম বেশি সবাই ইসলাম বিদ্বেশ লালন-পালন করে বুঝে অথবা না বুঝে, কেউ ইচ্ছে করে, কেউ অনিচ্ছাকৃতভাবে তাই একটি রাজনৈতিক দলকে টার্গেট সঠিক মনে করিনা।
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
271470
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আমি যে অদক্ষ তা স্বীকার করতে আমার সামন্য পরিমানও আপত্তি নেই!আপনি আমাকেও তর্কের মাঝে ফেলে নাকানি চুবানি খাওয়াইতে পারেন!কারন আপনি অবশ্যই আমার থেকে অনেক জ্ঞানী! কিন্তু কুরআনের ভাষায়,তোমরা তর্ক কর উত্তম পন্থায়! এ জায়গাটা অটুট থাকবে কিনা সেটাও একবার ভেবে নিন! আমি চেষ্ঠা করি তর্ক কিংবা বিতর্ক থেকে দূরে থাকবার।ধন্যবাদ আপনাকে
০৮ জুলাই ২০১৫ রাত ০৯:৫০
271495
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তর্ক থেকে দূরে নয় যুক্তি ও প্রমাণ যুক্তে বিতর্কে এগিয়ে আসুন। যুক্ততর্ক থেকে পাঠক উপকৃত হয়।
০৮ জুলাই ২০১৫ রাত ১০:০৫
271505
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আমি ব্লগে নতুন!বলতে দ্বীধা নেই আমার জ্ঞানের পরিসীমাও খুব কম।যার কারনে তর্ক কিংবা বিতর্ক থেকে দূরে থাকবার চেষ্ঠা করছি। তবে প্রশ্ন করলে জবাব দেবার চেষ্ঠা করবো ইনশা আল্লাহ।
০৮ জুলাই ২০১৫ রাত ১০:০৬
271506
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আমি ব্লগে নতুন!বলতে দ্বীধা নেই আমার জ্ঞানের পরিসীমাও খুব কম।যার কারনে তর্ক কিংবা বিতর্ক থেকে দূরে থাকবার চেষ্ঠা করছি। তবে প্রশ্ন করলে জবাব দেবার চেষ্ঠা করবো ইনশা আল্লাহ।
০৯ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৫
271592
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : প্রিয় ভাইটি শুনুন। আসলে এই ব্লগটার পরিবেশ টোটালি আলাদা। এখানে সবাই সুন্দর সুন্দর মন্তব্য করে আপনার মন ভরিয়ে তুলবে কিন্তু আপনার ভুলটা ধরিয়ে দেয়ার মত লোক বলতে গেলে পাবেননা সমস্যাটা এখানেই। আপনি যখন সুন্দর সুন্দর মন্তব্যগুলো পড়বেন নিজের পক্ষে মন্তব্য পাবেন তখন আপনি আত্নতুষ্টিতে ভুগবেন ফলে আপনি যখন অন্য ব্লগে যাবেন, তখন আপনি যুক্তিতে কখনোই তাদের সাথে পেরে উঠবেন না, তর্কে হেরে যাবেন আর তারা আপনাকে এতটাই অপমানজনক অবস্হায় ফেলে দিবে যে, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসবে নিজেকে অসহায় মনে হবে,সাহায্যকারী হিসেবে কাউকে পাবেননা। এজন্য আমি যেটা বলছি সেটা "আমি যুক্তি-প্রমাণ-তর্ক ইত্যাদি" দিয়ে ইনশাআল্লাহ নিজের কথাটা অবশ্যই প্রমাণ করতে পারবো এমন সাহস, মনোবল থাকতে হবে। আর ব্লগ মানেই তো তর্ক-বিতর্ক, যুক্তি-পাল্টা যুক্তি এখানে তো কেউ আপনাকে ছাড় দিবেনা আর এভাবেই তো আপনি নিজেকে আরো ঝালাই করা শিখবেন,বার বার নতুনভাবে আবিষ্কার করবেন। যেটাকে সত্য বলে জানেন, সেটি আসলেই কতটুকু সত্য-যৌক্তিক ইত্যাদি যাচাই বাছাই করবেন ফলে আরো পরিণত হতে পারবেন। এমন আবেগী হলে তো ভাইটি মোটেও চলবেনা, আবেগ দিয়ে তো বাস্তবতা চলেনা। আল্লাহ আপনাকে আরো পরিণত করুক। Good Luck Good Luck
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৯
271602
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : সুম্মা আমীন।কথাগুলো ভাল লাগলো
329181
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : চড়া দামের কাঠুরিয়া পাওয়া গেলে শিকড় সহ উপড়ে ফেলা যেতে পারে৷ অপেক্ষা সেই কাঠুরিয়ার৷
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
271471
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আল্লাহপাক চাইলে হয়তো খুব শীগ্রই সেই কাঠুরিয়ার দেখা মিলবে!
329198
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:২১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শিরোনামটা গ্রহণ যোগ্য নয়! তবে লেখাটি ভালো লাগলো।
০৮ জুলাই ২০১৫ রাত ০৯:৪২
271489
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ধন্যবাদ আপনাকে!
329408
০৯ জুলাই ২০১৫ রাত ১১:৪০
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : লেখার হাত আছে মাশা আল্লাহ। লেগে থাকলে অনেক দূর যাবে আশা করা যায়। আল্লাহ এই লেখনির মেধাকে তার দ্বীনের জন্য কবুল করুন। আরো ভালো ভালো লেখা আশা করছি----------
১০ জুলাই ২০১৫ রাত ০৩:৫১
271742
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আমীন।সুম্মা আমীন।চেষ্ঠা করব ইনশা আল্লাহ
329522
১১ জুলাই ২০১৫ সকাল ১১:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নাস্তিকতা একটা চরম মানসিক রোগ। বর্তমানে নাস্তিকতাকে প্রাতিষ্ঠানিকরূপ দেয়া হয়ে দেশে.. ধন্যবাদ,আরো লিখুন..
১১ জুলাই ২০১৫ রাত ০৮:০৮
271878
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্রাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File