আমরা শুয়ে আছি জীবন নামক এক রেল লাইনে!কিন্তু সময়ের ব্যবধানে আমরা ভুলতে বসেছি, মালাকল মউত নামের ট্রনে গাড়িটি আমাদেরকে চাপা দিতে-ই এগিয়ে আসতেছে!

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০২ জুলাই, ২০১৫, ১০:০৩:৪৭ রাত

২০১০ সালের ঘটনা।আমি স্কুলে থাকতে স্কাউট করতাম।ঐ সালে,রংপুর জেলা স্কাউট সমাবেশে রংপুরের অদূরবর্তী উপজেলা কাউনিয়াতে যাই!

আমাদের সমাবেশ স্থলের পাশ দিয়ে চলে গেছে, ঢাকা-লালমনি আন্তঃ রেল লাইন।সমাবেশের দ্বিতীয় রাতের ঘটনা।

সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি ঘুমাতে পারছি না।কি এক অজানা কারনে, মাঝে মাঝে রাতে ঘুমাতে পারি না।সেই না ঘুমানো রোগ আজও রয়ে গেছে!

ঘুম না আসার কারনে, আমি তাবু থেকে বের হয়ে রেল লাইনের দিকে হাটা শুরু করি!এমন সময় পিছন থেকে কে যেন আমার হাতটা টেনে ধরল!দেখলাম, আমার স্কুলের আর এক স্কাউট টিম মেম্বার!

বলল, কোথায় যাচ্ছিস?

বললাম,ঘুম আসে না রে!রেল লাইনে একটু হাটব!

কি মনে করে যেন, সেও আমার সঙ্গে রেল লাইনে হাটতে চলে আসল!আমরা হাটদে হাটতে বেশ খানিক দূরে চলে আসলাম।কিছুটা ক্লান্ত লাগার কারনে, আমি রেল লাইনে শুয়ে পড়লাম। আর ও মনের সুখে, গান শুরু করল! ওর গান শুনতে শুনতে কখন যে দুচোখে ঘুম লেগে গেছে বুঝতে পারি নি!

ও আমাকে হাত ধরে টেনে তুলল!বেশ রাগ নিয়ে বলল, তুই তো ভারি পাগল মানুষ! রেল লাইন কি ঘুমানোর জায়গা? এমন করে শুয়ে ঘুমাই পড়লি যেন এটাই তোর চির স্থায়ী থাকার জায়গা! এখন ট্রনে চলে আসলে তুই তো বুঝতেও পারতি না। ট্রেন চাপা দিলে তো, মুখ দিয়ে “আল্লাহ” শব্দটাও বের করারও সময় পাইতি না!

তখন আমার মনে হল, আমরা তো জীবন নামক একটি রেল লাইনে-ই শুয়ে আছি!আর এখানে আমরা ডাক্তার,ইঞ্জিনিয়ার আর টাকা কামানোর ধান্দায় এতোটাই বিভর হয়ে আছি যেন, এটাই আমাদের চির স্থায়ী আবাসস্থল!

কিন্তু মালাকল মউত নামক রেল গাড়িটি যখন চলে আসবে আমরা বুঝতেও পারবো না।হয়তো মুখ দিয়ে আল্লাহ বলারও সময় পাবো না।তার আগে জান কবজ হয়ে যাবে!তখন আমার ডাক্তার, ইঞ্জিনিয়ারের কোন সার্টিফিকেট কিংবা কোটি টাকা কাজে আসবে না। সেদিন কাজে আসবে শুধূমাত্র নেক আমল!

কিন্তু আমরা কয়জন ডাক্তার ইঞ্জিনিয়ার হবার মতো,নেক আমল অর্জনে বিভর হয়ে আছি?

আল্লাহপাক আমাদের সঠিক বুঝদান করুন এবং নেক আমল অর্জনের তৌফিক দান করুন।আল্লাহুম্মা আমীন।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328356
০২ জুলাই ২০১৫ রাত ১০:৪৮
মাজহারুল ইসলাম লিখেছেন : দুনিয়ার মোহ ছেড়ে আমরা আখিরাতের মোহে পড়লে আমাদের আজ এক অবস্থা হতো না।
০২ জুলাই ২০১৫ রাত ১১:৪২
270652
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ঠিক তাই!কিন্তু রাত ফুরালে আবারো দুনিয়া দুনিয়া এবং দুনিয়া
328359
০২ জুলাই ২০১৫ রাত ১১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আমরা এখন শুধু ভুলে যাই না বরং ভুলে থাকতে চাই মৃত্যুকে।
০২ জুলাই ২০১৫ রাত ১১:৪২
270653
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
270833
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভুলে থাকতে পারাটাই যেন এখন বীরত্ব
328512
০৪ জুলাই ২০১৫ রাত ০৩:৪০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:০২
270801
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।ধন্যবাদ ভাই
328622
০৪ জুলাই ২০১৫ রাত ০৮:২০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক দামী কথা বলেছেন । আল্লাহ যেন আমাদের বুঝে আমল করার তৌফিক দেন । আমীন ।
০৭ জুলাই ২০১৫ রাত ১০:২৬
271256
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।সুম্মা আমীন
০৭ জুলাই ২০১৫ রাত ১০:২৭
271257
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।সুম্মা আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File