বাংলার মজলুম ভূ-খণ্ড ‘মিঠাপুকুর’
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২৬ জুন, ২০১৫, ০৯:৪৭:৩৪ সকাল
গত রমজান মাসের ঘটনা।
রমজানের প্রথম শুক্রবার।যার কারনে মসজিদে বেশ আগে ভাগেই গেলাম।আমাদের মসজিদের খতিব সাহেব,স্থানীয় একটি নামকরা ফাজিল মাদ্রাসার সহকারী সুপার।তিনি প্রতি জুম্মায় ইসলামী বিশ্ব এবং বিশ্ব রাজনীতির উপর বেশ জ্ঞানগর্ভ আলোচনা রাখেন।
তখন চলছিল ইসরাঈল ফিলিস্তিনের যুদ্ধ!ইসরাঈলিরা অপারেশন প্রটেসটিভ এজের নামে ফিলিস্তিনিদের উপর গনহত্যা চালাচ্ছিল।
আমি ভেবেছিলাম,আজ হয়তো তিনি এই যুদ্ধ নিয়ে আলোচনা রাখবেন।কিন্তু আমি হতাশ হলাম,যখন তাঁর বক্তব্যে ফিলিস্তিনের যুদ্ধের কোন কথা শুনতে পেলাম না।
নামায শেষে অনেকটা অভিমানের সাথে তাঁকে প্রশ্ন করলাম,আজকের খুতবায় কেন ফিলিস্তিনি ভাইদের নিয়ে কথা বলেন নি?
তিনি বললেন, মাদ্রাসার প্রশাসনিক একটি জটিলতার কারনে গত এক সপ্তাহ আমাকে খুব ব্যস্ত থাকতে হয়েছে।যার কারনে আমি কোন টিভির সংবাদ কিংবা পত্রিকার একটা হেডিংও পড়তে পারিনি!
তারপর আমি পকেট থেকে মোবাইল বের করে এক এক করে ফিলিস্তিনি ভাই বোনদের নির্যাতিত ছবি গুলো দেখাচ্ছিলাম আে বর্ননা দিচ্ছিলাম।একটা ছবি দেখে তিনি আৎকে উঠলেন!ছবিটি ছিল রক্তমাখা ইফতারেরর! ফিলিস্তিনি কয়েক বোন রক্তমাখা খাবার দিয়ে তাঁদের ইফতারি করছেন।এ দৃশ্য দেখে তিনি কেঁদে উঠলেন।
পরের জুম্মায় তিনি ফিলিস্তিনিদের নিয়ে পুরো খতবা পেশ করলেন।
তারপর আমরা এলাকার কয়েক বয়োবৃদ্ধ দাদুকে নিয়ে একটা টিম গঠন করলাম।সেই টিম বাজারের প্রত্যেক দোকানে ঘুরে ফিলিস্তিনের ভাইদের জন্য টাকা কালেকশন করেছিলাম।অনেক আত্নিয় স্বজনের জাকাতের টাকা সংগ্রহ করেছিলাম ফিলিস্তিনী ভাই বোনদের জন্য!
ভাগ্যের নির্মম পরিহাস।মিঠাপুকুরের সেই খতিব সাহেব আজ নিজেই রংপুর কারাগারে বন্দী।সেই দিনের বয়োবৃদ্ধ দাদুদের অনেকেই আজ জালিমের কারাগারে বন্দী।
রংপুর কারাগারে আজ মিঠাপুকুরের প্রায় ৫০০ শতাধিক ভাই বন্দী আছেন।তাদের পরিবারগুলো আজ মাজলুমানের দিন যাপন করছেন।যে মানুষগুলো এতো দিন ফিলিস্তিনের ভাইদের জন্য জাকাতের টাকা সংগ্রহ করত! সেই মানুষগুলোর মজলুম পরিবার গুলোর জন্য আজ, শুভাকাঙ্খিদের বলতে হচ্ছে "আপনার জাকাতের টাকার একটা অংশ দয়া করে মিঠাপুকুরের মজলুমদের জন্য পাঠাবেন"।
যাদের উপর অধিকার রাখতে পারি তাদেরকে বলতেছি,"ভাইয়া মিঠাপুকুরে অবশ্যই কিছু পাঠাতে হবে"।
আমরা বিশ্বাস করি," যে কেউ আল্লাহকে ভয় করবে,আল্লাহ তার জন্যে সমস্যা ও সংকট থেকে বের হবার কোন না কোন পথ খুলে দিবেন।তাছাড়া তিনি এমন সব উৎস থেকে সুবিধা ও সহযোগিতা প্রদান করবেন,যে সব উৎসের কথা সে কখনো কল্পনা করেনি।আর মূলত,যে কেউ আল্লাহর উপর স্থাপন করবে তার জন্যে আল্লাহই যথেষ্ঠ"।(সূরা আত তালাক-২-৩)
আয় আল্লাহ!ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশের মজলুম ভূখন্ড মিঠাপুকুরের উপর রহমত দান করো।তাঁদের রিযিককে বরকতময় করে দাও। আমীন।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন