লাকির নেতৃত্বে প্রীতিলতা ব্রিগেড গঠন
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ শফিকুল ইসলাম ৩১ মে, ২০১৫, ০৮:০৮:৩৩ সকাল
ছোটবেলায় আব্দুল্লাহ আল মুতী স্যারের একটি গবেষণাভিত্তিক প্রবন্ধে পড়েছিলাম, প্রাচীনকালে পুরোহিতরা সভ্য সমাজের মুখপাত্র হিসেবে বিবেচিত হতো। তখনকার সাধারণ মানুষ এমনকি রাজা - বাদশাহ সকলেই পুরোহিতদের কথা মেনে চলতো। পুরোহিতরা তখন পৃথিবীর অবস্থান সম্পর্কে একটি মতবাদ দিয়েছিল, “এই পৃথিবী হলো মস্ত বড় একটা ফুটবল, যা দাঁড়িয়ে আছে বিশাল এক থালার উপরে, থালাটি দাড়িয়ে আছে মস্ত বড় এক হাতির পিঠের উপর; আর হাতি দাঁড়িয়ে আছে বিশাল বড় এক কাছিমের পিঠের উপরে।” কিন্তু এত বিশাল বড় কাছিমই বা কিসের উপর দাঁড়িয়ে আছে এই প্রশ্নের জবাবে তখনকার এসব কবিরা ছিল নীরব...
কিছুদিন আগে কয়েকটি অনলাইন পত্রিকায় পড়লাম, ‘নারীর নিরাপত্তা রক্ষার্থে কয়েকটি বাম ছাত্রী সংগঠনের নেতৃত্বে প্রীতিলতা ব্রিগেড গঠন করা হচ্ছে। যার নেতৃত্বে থাকবেন অগ্নিকন্যা লাকি আক্তার।’
আমার প্রশ্ন হলো, লাকির নিরাপত্তা রক্ষা করবে কে?
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর ফলে সরকার বাধ্য হয়েছিল যাবতজীবন সাজা পাওয়া কাদের মোল্লার পুনরায় বিচার করাতে । এরই ধারাবাহিকতায় অন্য রাজাকারদেরও কঠিন সাজা হচ্ছে ।
জাশির জন্য লাকি আন্লাকি হলেও বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য লাকি লাকি ।
এখন বাংলাদেশের আরেকটা সমস্যা যে মাথা চাড়া দিয়ে উঠছে তা হল নারীর প্রতি যৌন হয়রানি । লাকির মত ইফেক্টিফ নেত্রী এ কাজে হাত দিলে , মাঠে নামলে আগেরটার মত এখানেও সাফল্য আসবে নিশ্চিত ।
তবে লাকিদের অনুরোধ করবো গতবারের মত শাহবাগের মোড়ে অবস্থান না নিয়ে টিএসসির চত্বরে অবস্থান নিন ।
মন্তব্য করতে লগইন করুন