মোরাল অফ দ্য স্টোরি (Moral of the story): পুলিশ থেকে সাবধান!

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৮ মার্চ, ২০১৬, ০৬:৩১:৪৩ সন্ধ্যা



ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের সেই চিরাচরিত, পরিকল্পিত, সাজানো নাটক অব্যাহত আছে। এ দেশের জনগণ আর পুলিশকে বিশ্বাস করেন না। পুলিশের চরিত্র জনগণ জানে।পুলিশের চেয়ে খারাপ কোন ভিলেন এদেশে আর নেই। কুকুরের চেয়ে জঘন্য এই প্রাণীটি। তাই এ ধরনের পুলিশি কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হতে হবে। বড় বড় আলেম, ওলামাদের আজ জঙ্গী, বোমাবাজ বানিয়ে দেশকে হিন্দুস্তানের করদ রাজ্য বানিয়ে নেয়ার সময় অত্যাসন্ন।


http://www.mzamin.com/article.php?mzamin=6117

ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর নুর মোহাম্মদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে সাতক্ষিরা জেলা সদরের আগরদাড়ির আবেদের হাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক বিপুল পরিমান বিস্ফোরক তৈরীর সারঞ্জাম, বোমা, জিহাদী বই সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে ২টি নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারকৃত নুর মোহাম্মদ শহরের চাকলা পাড়ার মৃত নিয়ামত আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানা চত্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর নুর মোহাম্মদ নাশকতার মামলায় দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, নুর মোহাম্মদ সাতক্ষিরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের আবেদের হাট গ্রামে জনৈক জামায়াত নেতা খালেকের বাড়িতে পালিয়ে রয়েছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে ঐ এলাকার আবেদের হাট গ্রামের বাজার থেকে নুর মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ আজ ভোরে ঝিনাইদহ শহরের হামদহ দিশারি ইনষ্টিটিউট থেকে বিস্ফোরক তৈরীর জন্য সোডিয়াম নাইট্রেট, পটাসিয়াম নাইট্রেট, সালফিউরিক এসিডসহ ১৯ ধরনের ক্যামিক্যাল যার ওজন ৪৫ কেজি সহ বিভিন্ন মালামাল এবং ১৫টি বোমা ও বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, দেশে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করার জণ্য এসব বিস্ফোরক সংগ্রহ করে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ২টি নাশকতার মামলা রয়েছে।

গত ২ মার্চ ঝিনাইদহ শহরের নতুট হাটখোলা রাস্তা থেকে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন এটা সাজানো নাটক ছিল।

-------------

সাংবাদিক নামের কলংক ও পুলিশের সহযোগী। বিবেককে বন্ধক রেখে মিথ্যাকে সত্য রূপান্তর করার কাজে সাংবাদিক নামে শয়তানরাও জড়িত। তারা জানে এ সাজানো নাটক। তারপরও সিন্ডিকেটেড রিপোর্টের মাধ্যমে ধরাকে সরা জ্ঞান করছে সাংঘাতিকরাও।

-------------

মোরাল অফ দ্য স্টোরি (Moral of the story): পুলিশ থেকে সাবধান!

জনগণ পুলিশকে বিশ্বাস করেন না, তাই এব্যাপারে সোচ্চার হওয়া প্রতিটি নাগরিকের দায়িত্বও কর্তব্য। নচেত এ ধরনের হীন, জঘন্য প্রতারণার শিকার আপনি-আমি যে কেউ হতে পারেন।


---------------------

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362828
১৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
শেখের পোলা লিখেছেন : যেকোন মুহূর্তে যে কিউ এমন ঘটনার শিকার হয়েই চলেছেন৷ এতো নতুন কিছু নয়৷ এতে পুলিশেরও বানিজ্য আছে আর সরকারেরতো আছেই৷ কি করার আছে৷ কার কাছে নালিশ দেবেন৷ আল্লাহ ছাড়া এর প্রতিকার করার কেউ নেই৷
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:২১
302039
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ স্যার।
362998
২০ মার্চ ২০১৬ সকাল ০৯:২৮
হতভাগা লিখেছেন : ঐ পুলিশ মনে হয় দাদা টাইপ পুলিশ , তাই মাসজিদে বুট সহকারেই প্রবেশ করেছে।
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:২১
302038
বার্তা কেন্দ্র লিখেছেন : দাদা টাইপের..রাইট স্যার।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File