INDIAN CRIMES TRIBUNAL (ICT)-এর কিলিং মিশনের রায় পাঠ করলেন সিনহা বাবু?

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৮ মার্চ, ২০১৬, ০৬:৩৬:০১ সন্ধ্যা



1) সাজানো রায় পাঠ করলেন সিনহা বাবু :

আজ ৮ মার্চ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।



২) জমায়াতের প্রতিক্রিয়া :

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে সরকার ‘হত্যার ষড়যন্ত্র’ করছে এমন অভিযোগে এনে এর প্রতিবাদে ও কাসেম আলীসহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।



পরিবারের প্রতিক্রিয়া :

জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে আদালতে যে সাক্ষ্য প্রমাণ আনা হয়েছে, তা কোনোভাবেই অপরাধ প্রমাণে যথেষ্ট নয় বলে দাবি করেছে তার পরিবার।

আপিল বিভাগ মঙ্গলবার মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণার পর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খানম মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, পূর্নাঙ্গ রায় প্রকাশের পর আমরা রিভিউ আবেদন করব।’

এতে বলা হয়, এ মামলার যুক্তিতর্ক চলার সময়ে প্রধান বিচারপতির বিভিন্ন মন্তব্য থেকে প্রতীয়মান হয় যে মীর কাসেমকে এ মামলায় মৃত্যুদণ্ড বহাল রাখার মত কোনো আইনগত ভিত্তি নাই।

বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন মন্ত্রীর প্রকাশ্যে প্রধান বিচারপতিকে হুমকি, ধামকি এবং রায় প্রকাশের পূর্বমুহূর্তে আদালত কর্তৃক বার বার সিদ্ধান্ত পরিবর্তন আমাদের মনে একটাই প্রশ্নের জন্ম দেয়, যা কিনা সারা দেশের জনগনেরও প্রশ্ন যে বিচার বিভাগ কি আসলেই স্বাধীন?’



৩) আইনজীবীর প্রতিক্রিয়া:খন্দকার মাহবুব হোসেন



ইতিহাস একদিন এই রায়ের বিচার করবে:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একাত্তরে গণহত্যার দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিক্রিয়ায় আসামি পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব বলেছেন ‘ইতিহাস একদিন এই রায়ের বিচার করবে।’

মঙ্গলবার সকালে এই রায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘ইতিহাস একদিন রায়ের বিচার করবে। যেহেতু সর্বোচ্চ আদালতের রায় তাই আমি মন্তব্য করবো না। তবে আমি একটি কথাই বলবো এই রায় একদিন ইতিহাস বিবেচনা করবে।’

উল্লেখ্য, মঙ্গলবার সকাল নয়টায় সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।সুপিরিয়র রেসপন্সিবিলিটি (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) হিসেবে মুক্তিযুদ্ধে আলবদর বাহিনী ও ছাত্রসংঘের অপরাধের দায় বর্তেছে তার ওপরে।চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের এই মূল হোতার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আটজনকে হত্যা-গণহত্যার দায় প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় আপিল মামলার রায়ে।

৪)বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ-বিক্ষোভ :



সংঘর্ষ-



রাজধানীর মগবাজার ও মৌচাকের মাঝামাঝি এলাকার সুধী সমাজ গলিতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের শর্টগানের গুলিকে সুমন (২১) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৮ ‍মার্চ) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। বাংলানিউজকে বিষয়টি জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

ওসি বলেন, সকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামল‍ার রায়ে সুপ্রিমকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখায় বেলা সাড়ে ১২টায় মগবাজার এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে।

পুলিশ মিছিলের দিকে এগিয়ে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছুড়লে জামায়াত কর্মী সুমন আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে কড়া প্রহরায় রাখা হয়েছে।

৫)রাজনৈতিক সিদ্ধান্তেই যুদ্ধাপরাধীদের বিচার অ্যাটর্নি শয়তান?

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মীর কাসেমের মতো সব যুদ্ধাপরাধীর বিচার রাজনৈতিক সিদ্ধান্তেই হচ্ছে।

রাজনৈতিক ভাবে বিচার হলে এত নাটকের দরকার কি ?



বিচার না কিলিং মিশন-এই প্রশ্ন দেশবাসীর ?

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361820
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ইতিহাস একদিন রায়ের বিচার করবে। যেহেতু সর্বোচ্চ আদালতের রায় তাই আমি মন্তব্য করবো না। তবে আমি একটি কথাই বলবো এই রায় একদিন ইতিহাস বিবেচনা করবে।’ ইনশাআল্লাহ, ঐ সময়টা খুব দ্রত আসবে।
361824
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই অবৈধ রায়ে আমরা সংক্ষুব্ধ
ইতিহাস একদিন এই রায়কারীদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করাবে জানি কিন্তু আমরা এই সোনার মানুষটিকে হয়তো পাবনা
361832
০৮ মার্চ ২০১৬ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : আমরা অনেককেই আর পাবনা তবে যারা এই নাটকের কলাকুশলী তাদের অনেককেই পাব৷ তাদের কিছু করার মঞ্ছ বানাতে পারব কিনা জানিনা৷ জনগন, যারা ঐ মঞ্ছের কারিগর তারা আজ বড়ই ক্লান্ত বড়ই নিরাশ, আল্লাহ তাদের বল শক্তি দিয়ে মোকাবেলা করার তৌফিক দাও৷
361879
০৮ মার্চ ২০১৬ রাত ১১:৪৬
361920
০৯ মার্চ ২০১৬ সকাল ০৯:১৪
হতভাগা লিখেছেন : এরকম পোস্ট দেওয়া উচিত না যাতে ব্লগ আবারও ব্যানের আওতায় এসে যায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File