কিলিং মিশন পিলখানা-সুনীতা পালের ৩০টি প্রশ্নের উত্তর কি জাতি কোন দিন পাবে না?

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০২ মার্চ, ২০১৬, ১২:১৫:৪৫ দুপুর



★পিলখানা ট্র্যাজেডি নিয়ে ভারতের কলামিস্ট সুনীতা পালের ৩০টি প্রশ্ন★

১. ২৫ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কাছে কি গোয়েন্দা তথ্য পাঠানো হয়েছিল?

২. বিডিআরের প্রয়াত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে প্রধানমন্ত্রীর সর্বশেষ কি কথা হয়েছিল?

৩. প্রধানমন্ত্রী কেন ২৬ ফেব্রুয়ারির ডিনারে যেতে অস্বীকার করেছিলেন?

৪. ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি কার নির্দেশে বিডিআর হেডকোয়ার্টারের আশপাশের লোকজনকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছিল?

৫. ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কেন লে. কর্নেল মুকিত বিডিআর সদর দফতর থেকে সেনাবাহিনী এবং বিডিআর মহাপরিচালকের বিরুদ্ধে ফ্যাক্স বার্তা পাঠিয়েছিলেন?

৬. বিডিআর সদর দফতরের ৫ নম্বর গেটে সেদিন কেন পুলিশ এবং র্যাব সদস্যদের মোতায়েন করা হয়নি?

৭.প্রধানমন্ত্রী কেন ঘটনা জানার ৪ ঘণ্টা পর নানক এবং আজমকে দায়িত্ব দিয়েছিলেন?

৮. বিডিআর বিদ্রোহীদের যে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে

বৈঠক করেছিলেন, তাদের নাম-ঠিকানা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার সময় কেন রেজিস্টি করা হয়নি?

৯. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদ্রোহীদের নেতা ডিএডি তৌহিদ

জানিয়েছিলেন বিডিআর ডিজিসহ কয়েকজন অফিসারকে হত্যা করা হয়েছে-এ বিষয়টি কেন ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত গোপন করা হলো?

১০. বাংলাদেশ টেলিভিশন সেদিন বিদ্রোহের ঘটনা কেন প্রচার করেনি?

১১. বিদ্রোহীরা কেন প্রধানমন্ত্রীকে আমাদের নেত্রী’ বলে উল্লেখ করেছিল?

১২. কিছু বিদ্রোহী কেন আওয়ামী লীগের দলীয় স্লোগান জয় বাংলা’ বলে স্নোগান দিয়েছিল?

১৩. ঘটনার সময় বিডিআর হেডকোয়ার্টারে দেশের বাইরে থেকে একাধিক ফোন কল এসেছিল। তদন্তকারীরা কি এগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন?

১৪. প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ২৭ ফেব্রুয়ারি কেন পালিয়ে যাওয়া কিছু বিদ্রোহীর সঙ্গে দেখা করতে দুবাই এসেছিলেন?

১৫. জয় দুবাই এয়ারপোর্টে কেন পালিয়ে যাওয়া বিদ্রোহীদের হাতে একটি করে ইনভেলপ দিয়েছিলেন?

১৬. আন্তর্জাতিক মিডিয়ায় দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে জয় কেন বাংলাদেশ সেনাবাহিনীর সমালোচনা করে বিদ্রোহের জন্য সেনাবাহিনীকে দায়ী করলেন?

১৭. তদন্ত শেষ হওয়ার আগে জয়কে কেন তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে নিষেধ করেছেন?

১৮. সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তি কেন নির্দিষ্ট কয়েকটি দেশের সরকারের কাছে ফোন করে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সেনাবাহিনীর বিদ্রোহ ঠেকাতে সাহায্য চান?

১৯. আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর কেন ২৭ ফেব্রুয়ারি দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন?

২০. মন্ত্রী ফারুক খান কেন বললেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং ডিসিপ্লিন ফোর্সের মধ্যে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে?

২১. সরকার কেন পুলিশের আইজিকে তদন্ত প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে?

২২. কারণ ছাড়াই কেন নবনিযুক্ত ঢাকার পুলিশ কমিশনার ইংরেজি মাধ্যমের স্কুলে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করলেন?

২৩. প্রধানমন্ত্রী বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীকে অভিযান চালাতে দিলেন না?

২৪. তথ্য সংগ্রহের নামে সিআইডি দল বিডিআর সদর দফতর থেকে কি সরিয়েছে?

২৫. বিডিআর সদর দফতরে পাহারারত পুলিশ সদস্যরা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে কি ধরনের তথ্য-প্রমাণাদি সেখান থেকে সরিয়েছে?

২৬. ২৬ ফেব্রুয়ারি আত্মসমর্পণের পর রাতের অন্ধকারে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের অন্যান্য নেতা কেন বিডিআর সদর দফতরে গিয়েছিলেন?

২৭. ঘটনার পর থেকে সাবেক ছাত্রনেতা লিয়াকত সিকদার কেন লুকিয়ে আছেন?

২৮. আওয়ামী লীগ এবং এর নেতারা কেন হত্যাকারী এবং তাদের সহযোগীদের বিচার সামরিক আদালতের পরিবর্তে বেসামরিক আদালতে দাবি করছেন?

২৯. আওয়ামীপন্থী একদল সাংবাদিক কেন অব্যাহতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন এবং বেসামরিক

আদালতে বিচার দাবি করছেন?

৩০. ভারতীয় গণমাধ্যমে যে ধরনের বক্তব্য আসছে, ক্ষমতাসীন দলের কণ্ঠে কেন সেই একই ধরনের বক্তব্য?

আরো ছবি:

https://www.google.com/search?q=bdr+massacre&espv=2&biw=1024&bih=634&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwiu3ZqCrKHLAhUECI4KHc16BcAQ_AUIBigB&dpr=1

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361064
০২ মার্চ ২০১৬ দুপুর ১২:২৯
হতভাগা লিখেছেন : সুনীতার পাল ভারতের লোক । বিডিআরের যে ঘটনা ঘটেছে তার বেনিফিশিয়ারী ভারত ।ভারতের মানুষ হিসেবে সেও এটার ভাগীদার।

এসব প্রশ্নের উত্তর তারই তো ভাল জানার কথা ।
361066
০২ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৬
কুয়েত থেকে লিখেছেন : এসব কথা তারা বলে আমাদেরকে আরো চোট করা হচ্ছে। এই গঠনার একদিন বিচার বাংলার মাটিতেই হবে ইন্শ'আল্লাহ।আপনাকে ধন্যবাদ
361068
০২ মার্চ ২০১৬ দুপুর ১২:৫২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সত্য কোনদিন গোপন থাকেনা, সত্যের বিজয় হবেই হবে। তখন শহীদদের আত্মাশান্তি পাবে। ধন্যবাদ আপনাকে
361076
০২ মার্চ ২০১৬ দুপুর ০১:১২
সন্ধাতারা লিখেছেন : Salam. Valuable writing mashallah.
361088
০২ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৩
রাশেদ বিন জাফর লিখেছেন : আমি জানি না আসল ঘটনাটি কি। তবে এর রহস্য উদঘাটন একদিন হতেও পারে.....
০২ মার্চ ২০১৬ বিকাল ০৫:২৪
299247
শফিউর রহমান লিখেছেন : এতোগুলো প্রশ্নের পরেও জানলেন না!!!
361145
০২ মার্চ ২০১৬ রাত ০৮:০৮
আনিস১৩ লিখেছেন :
Allah(swt) is just. So truth will be revealed.
I see some people here in this blog, play double standard. They know the wrong doing of present regime, specially its activities against Islam, still they support blindly. Such people claim to be good MUSLIM. May Allah look after their affairs in the hereafter, if they do not change!
361146
০২ মার্চ ২০১৬ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : সম্রাট অশোক তার ১০০ ভাইকে হত্যা করে নিজেকে সম্রাট ঘোষণা করেছি৷ অনেক মোঘল শাহজাদাদেরও ভাই হত্যা পিতা বন্দী করার ইতিহাস আছে৷ এটা তেমনই একটা ঘটনা৷ ৩০ টা নয় বরং মাত্র একটা প্রশ্নের উত্তরও ক্ষমতাসীনদের জানা নাই৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File