।।তালাকের পর সহবাস করা যায় না, অবসরের পর রায় লেখা যায় না।।

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২২ জানুয়ারি, ২০১৬, ০৫:২০:৩০ বিকাল



--------------------------------------------------------------

http://www.rtnn.net/bangla//newsdetail/detail/1/3/132042#.Vp-IEJp95ki

--------------------------------------------------------------

তালাকের পর সহবাস করা যায় না, অবসরের পর রায় লেখা যায় না-মিনার রশীদ

যা করার আগেই করতে হবে, পরে করলে চলবে না । কলেমা পড়ে শপথ নিলে আগের অনেক অবৈধ কাজ পতি (স্বামী) দের জন্যে বৈধ হয়ে পড়ে। আবার তালাকের মাধ্যমে সেই শপথ থেকে বেরিয়ে গেলে আগের বৈধতা বা অথরিটি আর বলবত থাকে না।

পতিদের মত বিচারপতিদেরও শপথ নিতে হয়। বিচারপতি গণ শপথের মাধ্যমে যে অথরিটি পান - অবসরের পর তা থেকে মুক্ত হয়ে পড়েন।



তাই অবসরের পর লেখা রায় আর তালাকের পর প্রাক্তন স্ত্রীর সাথে সহবাস অনেকটা একই ধরণের নৈতিক স্খলন ও একই কিছিমের আইনের বরখেলাপ ।

এর ফলে উৎপাদিত সন্তান কিংবা মামলার ভারডিক্ট উভয়ই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বিষয়টি সবারই জানা থাকলেও তা বলার সুযোগ ছিল না । মাননীয় প্রধান বিচারপতি সেই সুযোগটি সৃষ্টি করে দিয়েছেন ।

বিশেষ ধামা দিয়ে চাপা দেয়া দুটি ঐতিহাসিক সত্য এ সপ্তাহে প্রকাশিত হয়ে পড়েছে। এই পরম সত্যের একটি বলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ। অন্যটি বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ।

এরশাদ শেষমেষ স্বীকার করে ফেলেছেন যে তার কোন ছেলে সন্তান নেই ! ১৯৮২ সালে বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা দখল করে এদেশের বাদশা বনে যান। তারপর আটকুঁড়ে বাদশাহর অপবাদ ঘোচাতে সুস্থ্য সবল ও বয়স্কা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে সন্তান জন্মদানের নাটক সাজান। পুরো ঘটনাটিই ছিল একটি মহা প্রতারণা। তজ্জন্যে শিল্পী কামরুল হাসান তাকে যে বিশ্ব বেহায়া উপাধি দিয়েছিলেন, তার যথার্থতা আজ আরেকবার প্রমাণিত হয়েছে। তার পরম অনুগতা ও ব্যক্তিত্বহীনা সেই স্ত্রীই হয়েছেন আজ বিরোধী দলীয় নেত্রী। ছাই ফেলতে যেন ভাঙা কুলাই ব্যবহৃত হয়েছে ।

অন্যদিকে বাংলাদেশের একুশতম বিচারপতি তাঁর দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে বলেন,

“কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী।”


তাঁর এই বক্তব্যের পর সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে । এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ আরো অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আদালতের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল , তা ছিল অবৈধ । তার ফলে সরকারের বৈধতাও মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে।

এই ঘটনার পরে অাবারো প্রমাণিত হলো যে সত্য কোনদিন চাপা থাকে না। কোন না কোন ভাবে, কারো না কারো মুখ দিয়ে তা বেরিয়ে পড়ে।

সত্য পন্থীদের জন্যে এটাই পরম সান্ত্বনা।



http://amarbangladesh-online.com/%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE-%E0%A6%96%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4/#.VqIXppp95kh

.......

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357451
২২ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : আর একেই হয়ত বলে ধর্মের কল বাতাসে নড়ে৷ এর জন্য সুরেন্দ্র সিনহাকে রাজাকার ট্যাগ পেতে হয়েছে৷ হয়ত যুদ্ধ অপরাধীর বিচারও হতে পারে৷ধন্যবাদ৷
০৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৮
302442
বার্তা কেন্দ্র লিখেছেন : বাতাস এখন আমুলীগের পক্ষে!
357466
২৩ জানুয়ারি ২০১৬ রাত ১২:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ে ছাড়া সহবাস (নির্বাচন ছাড়া সংসদ) যদি তাদের জন্য বৈধ হয় তবে তালাকের পর করতে দোষ কি!!!!
০৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৮
302441
বার্তা কেন্দ্র লিখেছেন : হা হা হা হা হা .................
358281
০২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
হতভাগা লিখেছেন : হায় হায় ! বিচারপতি সাহেব এটা কি বললেন !! তাহলে তো আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হচ্ছে । মনে হয় ঈদের পর আওয়ামী লীগ সরে গিয়ে নতুন নির্বাচন দিবে , ইইউ আসছে সেই ফাঁপড়বাজি নিতে ।
০৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৮
302440
বার্তা কেন্দ্র লিখেছেন : জাতীয় নির্বাচনে ব্যালটের মুখ এ জাতি আর দেখবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File