গডফাদারময় (Godfather) বাংলাদেশ-৩:ইয়াবা সম্রাট টেকনাফের আবদুর রহমান বদি

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২০ জানুয়ারি, ২০১৬, ০৬:৪৭:৩৯ সন্ধ্যা



কক্সবাজারের টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি হয়ে উঠেছেন ইয়াবা সম্রাট। তার তত্ত্বাবধানে ঘনিষ্ঠ সহযোগীরা সারা দেশে মরণনেশা ইয়াবা সরবরাহ, আমদানি ও মাদক বাজার নিয়ন্ত্রণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীর সব সংস্থার তদন্তেই মাদক সাম্রাজ্য পরিচালনার নেপথ্যে আবদুর রহমান বদিকে দায়ী করে প্রতিবেদন পাঠানো হয়েছে শীর্ষ মহলে। তবে কিছুতেই কিছু হচ্ছে না তার। ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দলীয় নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষককে মারধরের অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানায়, তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েননি শিক্ষক, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সরকারি কর্মকর্তাসহ সাংস্কৃতিক কর্মীরাও। এ পর্যন্ত চারজন শিক্ষককে পিটিয়েছেন তিনি। তবে সে জন্য তাকে কোনো জবাবদিহি করতে হয়নি। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক ইয়াবার চালানও ছাড়িয়ে নিয়ে যান এমপি বদি। ইয়াবা পাচারে কখনো কখনো বদির গাড়িও ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বদি সারা দেশের মানুষের কাছে নানাভাবে আলোচিত-সমালোচিত ।







গডফাদারদের নবযুগ: সাঈদুর রহমান রিমন -বাংলাদেশ প্রতিদিন ১৪ জুন

http://muradnagarnews24.com/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE/

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357323
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : যতই ভাবি এ সব কথা, জবাব দেবার মানুষ কই/গনেশ যখন উল্টে যাবে,উল্টে যাবে সমস্তই৷
১৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
300747
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ।
357332
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এসব ফালতু লোকদের নিয়ে লেখাও আর পড়তে ইচ্ছে করে। দেশে নেগেটিভ জিনিস যতটা ফলাও করে প্রচার করা হয় ভালোটা ততটা নয়।
১৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
300748
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ।
357340
২০ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি যে বলেন!!!!
উনি এখন মাদক বিরোধি আন্দোলন এর অগ্রনেতা!
১৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
300749
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File