গডফাদারময় (Godfather) বাংলাদেশ-১ (নিজাম হাজারী-ফেনীর ত্রাস জয়নাল হাজারীর ক্লাস কমিটির শীর্ষ সদস্য)
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৪ জানুয়ারি, ২০১৬, ০৭:৪৫:০০ সন্ধ্যা
দেশে খুন-খারাবি, জবরদখল ও মাদক সাম্রাজ্যের গডফাদারদের নবযুগ শুরু হয়েছে। জনপ্রতিনিধিত্বের সাইনবোর্ড ব্যবহার করে এ যুগের বিস্তার ঘটানো হচ্ছে। এ সম্রাটরা গড়ে তুলেছেন নির্বাচনী এলাকাভিত্তিক সাম্রাজ্য। অস্ত্রবাজ, খুনি, সন্ত্রাসী হিসেবে পরিচিত পেশাদার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদের রাজনীতিতে পুনর্বাসনও করে চলেছেন তারা। অথচ তাদের বিরুদ্ধে মুখ খোলার উপায় নেই। এদেরই একজন শেখ আফিল উদ্দিন এমপি। তার নির্বাচনী এলাকা যশোরের শার্শা-বেনাপোল পরিণত হয়েছে খুনোখুনির সাম্রাজ্যে। সেখানে ধারাবাহিকভাবে চলা খুন-খারাবির প্রধান শিকার হচ্ছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাই। কক্সবাজারের টেকনাফের এমপি আবদুর রহমান বদি পরিচিত হয়ে উঠেছেন ইয়াবা সম্রাট হিসেবে। তার অনুগত সহযোগী, আস্থাভাজন ক্যাডার, রাজনৈতিক সহচর সবাই এখন ইয়াবা বাণিজ্যে সীমাহীন ব্যস্ত। তার নিয়ন্ত্রণেই মিয়ানমার থেকে অবৈধভাবে আমদানিকৃত লাখ লাখ পিস ইয়াবা দেশের সর্বত্র সরবরাহ ও কেনাবেচার বিশাল বাণিজ্য পরিচালিত হচ্ছে। রাজধানীর পল্লবীতে ১০ বিহারিকে পুড়িয়ে মারার পৈশাচিকতায় উঠে এসেছে সেখানকার সরকারদলীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার নাম। ওই ঘটনার খোঁজখবর নিতে গিয়েই বেরিয়ে এসেছে তার দখলবাজি সাম্রাজ্যের নানা কাহিনী। তেমনি ফেনী উপজেলা চেয়ারম্যানকে নৃশংসভাবে হত্যার পর উঠে আসে এমপি নিজাম হাজারীর নাম।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে সমালোচিত ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই রাজনীতিকরা ক্ষমতাসীন দলের সংসদ সদস্য। গত নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মন্ত্রী-এমপিকে বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ানোর জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু সরকারের চলতি মেয়াদের পাঁচ মাস না যেতেই দলের এ সংসদ সদস্যরা জড়িয়ে গেছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় ঘুরেফিরে আসছে এই এমপিদের নাম। এতে বিব্রত দলের হাইকমান্ড, বিব্রত সাধারণ নেতা-কর্মীরাও।
স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, গুটিকয় নেতার কর্মকাণ্ডে সরকার ও দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু এলাকায় অন্তঃকোন্দলে নিজ দলের নেতা-কর্মীদের হত্যা, এক গ্রুপ আরেক গ্রুপকে ঘায়েল করতে সংঘর্ষে লিপ্ত হওয়া, আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাণিজ্যের সঙ্গে জড়িয়ে নিজ স্বার্থ হাসিলের চেষ্টার কারণে নানা অঘটন ঘটছে। সম্প্রতি মিরপুরের কালশীতে ১০ বিহারি হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডার, ফেনীতে উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় নানাভাবে ক্ষমতাসীন দলের কিছু সংসদ সদস্যের নাম আলোচিত হচ্ছে। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা একরামুল হক একরামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযোগের তীর ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর দিকে। এ নৃশংসতায় জড়িত সব খুনি নিজাম হাজারীর ঘনিষ্ঠজন এবং তার অনুসারী। তাই তিনি দায়ভার এড়াতে পারেন না। তবে এখন পর্যন্ত তদন্তে ও গ্রেফতারকৃতদের জবানবন্দিতে একরাম হত্যাকাণ্ডে নিজাম হাজারীর সরাসরি জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়নি এবং কেউ তার নাম বলেননি। তার পরও গোটা ফেনী জেলা চলে নিজাম হাজারীর ইশারায়।
(দেখুন গডফাদারদের নবযুগ: সাঈদুর রহমান রিমন-বাংলাদেশ প্রতিদিন ২১ জুন ২০১৪)
আরো দেখুন
১। http://www.bdtodaynews.com/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80/
২।http://www.bd-pratidin.com/city/2015/11/13/109275
কিভাবে পুড়িয়ে মেরেছিল..
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন