আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে হরতাল!
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৮:১৮ সন্ধ্যা

চট্টগ্রাম সরকারী কলেজে ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার হরতাল ডাকতে পারে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম শাখা। শোনা যাচ্ছে কলেজের ৪টি হোস্টেল নাকি বহিরাগতদের দাবীতে বন্ধ করে দেয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। বহিরাগতদের কোন অনৈতিক দাবী যাতে কলেজ প্রশাসন না নেন তার ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
ছাত্রলীগের মন্ত্রাসে আজ পুরো বাংলাদেশ অবরুদ্ধ। মানুষ এখন এ দলটিকে অভিশাপা দিচ্ছে তাদের কুকর্মের জন্য। সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য এবং নিষিদ্ধের দাবী সমাজবোদ্ধাদের।
আজ বিজয়ের ৪৪তম দিন যখন জাতি উদযাপন করছেন ঠিক সেই সময় পাকিস্তানী হানাদার বাহিনীর ন্যায় কলেজ ছাত্রদের উপর পুলিশসহ ঝাঁপিয়ে পড়ে। ১০০ এর চেয়ে বেশি ছাত্রকে গ্রেপ্তার করে এবং অনেতিক দাবী জানিয়ে, কলেজ রোড অবরোধ করে রাখে। এ ধরনের নিনন্দীয় কাজের জন্য পুলিশও সহযোগী ভুমিকায় অবতীর্ণ হন। এলাকাবাসী ছাত্রলীগের সন্ত্রাসের জন্য আতঙ্কগ্রস্ত। ব্যবসায়ী সমাজও ন্যক্কারজনক হামলার জন্য দোষীদের গ্রেফতার এবং আটকৃত নিরীহ ছাত্রদের ছেড়ে দেয়ার দাবী জানান।
http://www.sheershanewsbd.com/2015/12/16/108203#sthash.xfDjgEQr.gbpl&st_refDomain=www.facebook.com&st_refQuery=
=====
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন