সবুজ জমিন রক্তাক্ত সিঁড়ির শ্রেষ্ঠ শহীদ আবদুল কাদের মোল্লার সংগ্রামী জীবন : পর্ব-২

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৭:৪৩ বিকাল



নিষ্ঠুর রাজনৈতিক হত্যকাণ্ডের শিকার কাদের মোল্লা :

জেলেবন্দীকালীন মধ্যে তৎকালীন আওয়ামী লেিগর এমপি গোলাম মাওলা রনির সাথে কয়েকবার দেখা হয়েছিল। বেশ আলাপচারিতাও হয়েছে। এক চিরকুটে তিনি রনিকে লিখেন, “যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো-কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে।”



গোলাম মাওলা রনির কলাম ভয়াবহ বিষ্ফোরণ! কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী :

জেল থেকে মুক্তির পর গোলাম মাওলা রনি এমপি(সাবেক)এর ১৪ ফেব্্রয়ারী মানব জমিন পত্রিকায় লেখেন, “আইনের একজন ছাত্র হিসেবে আমি জানি, বিচারক সাধারণত তথ্য-প্রমাণ, দলিল-দস্তাবেজ, সাক্ষ্য এবং বাদী-বিবাদীর সওয়াল-জবাবের ভিত্তিতে রায় প্রদান করেন। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের নিয়োজিত প্রসিকিউটর এবং মামলার তদন্তকারী কর্মকর্তাদের অবহেলা, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন না করতে পারার ব্যর্থতা সর্বমহলে আলোচিত হচ্ছে। এ মামলার প্রথম বিচার্য বিষয়ে সন্দেহ সৃষ্টির চেষ্টা হয়েছে কাদের মোল্লা বনাম কসাই কাদের নিয়ে। প্রসিকিউশনের দাবি, মিরপুরের কুখ্যাত খুনি কসাই কাদেরই আজকের কাদের মোল্লা। প্রমাণ হিসেবে অন্যান্য সাক্ষ্য-প্রমাণের সঙ্গে তৎকালীন পত্রিকায় প্রকাশিত কসাই কাদেরের একটি ছবি উপস্থাপন করা হয়েছে। চশমা চোখে দেওয়া কসাই কাদের পাকিস্তানি সেনাকমান্ডার নিয়াজীর পাশে দাঁড়ানো।



অন্যদিকে কাদের মোল্লা তার জবানবন্দিতে বলেছেন, তিনি যুদ্ধকালীন তার জন্মভূমি ফরিদপুর জেলার সদরপুরে ছিলেন এবং মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছেন। সেখানকার বিখ্যাত মীর ধলামিয়া সাহেবের বাড়িতে থাকতেন এবং তার দুই মেয়েকে পড়াতেন। আমি ধলামিয়া পীর সাহেবকে চিনতাম এবং তার দুই মেয়েকেও চিনি। পীর ধলামিয়া সাহেব মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সমর্থক। তার বড় মেয়ের জামাই একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়ার। সরকারের এলজিইডি বিভাগে তিনি উঁচুপদে চাকরি করতেন এবং পিডি বা প্রজেক্ট ডিরেক্টর হিসেবে চাকরি থেকে অবসর নেন। গাফফার ইঞ্জিনিয়ার নামের এই কর্তাব্যক্তি এখনো এলজিইডির বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন সাধারণ সম্পাদক এসএম নুরুন্নবী যিনি কিনা এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য তিনিও তার সহযোদ্ধা হিসেবে একসঙ্গে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।



পীর সাহেবের অন্য মেয়ের জামাতা বাংলাদেশের বিখ্যাত অর্থপেডিকস্ সার্জন ডা. সিরাজুল ইসলাম যিনি এক সময় ঢাকা পঙ্গু হাসপাতালের পরিচালক ছিলেন। এ ছাড়া পীর সাহেবের বড়ভাই পাকিস্তান আমলে অর্থাৎ ১৯৫৩ সালের দিকে পুলিশের আইজি ছিলেন। নাম মো. আবুল হাসনাত ওরফে ইসমাইল মিয়া। তিনি প্রখ্যাত রাজনীতিবিদ আতাউর রহমান খানের সহপাঠী ছিলেন। বঙ্গবন্ধু তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তার সেগুনবাগিচার বাড়িতে প্রায়ই আসতেন। তার ছেলেদের মধ্যে মেজর জেনারেল মামুন সেনাবাহিনীর ইঞ্জিয়িারিং কোরের অন্য ছেলে মুজিবুর রহমান ফারুক পুলিশের এডিশনাল আইজি এবং বড় ছেলে আবদুস সালাম সিএসপি কর্মকর্তা ছিলেন। এক মেয়ের জামাই ছিলেন লেখক অধ্যাপক আবু রুশদ মতিন উদ্দিন।

কাদের মোল্লার জবানবন্দি মতো প্রসিকিউশন যদি এসব বরেণ্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে হাজির করতে পারতেন তাহলে বিচারকার্য ি য়ে প্রতিপক্ষ টুঁ-শব্দটি উচ্চারণ করতে পারতেন না। অন্যদিকে আসামি উল্লেখ করেছেন, তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ করতেন। এক্ষেত্রে তৎকালীন ছাত্র ইউনিয়নের দুই কর্ণধার বর্তমান সরকারের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকেও সাক্ষী হিসেবে উপস্থাপন করা যেত। কাদের মোল্লা উল্লেখ করেছেন, তিনি সদরপুরে আরও ৩০-৩৫ জনের একদল যুবককে নিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছেন! কি ভয়াবহ বক্তব্য। প্রসিকিউশনের উচিত ছিল যথাযথ যুক্তিপ্রমাণ উত্থাপন করে এ বক্তব্যটিকে মিথ্যা প্রমাণ করা। সদরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেগম সালেহা মোশারফ বর্তমান সরকারের একজন সংসদ সদস্য। তার স্বামী প্রয়াত অ্যাডভোকেট মোশারফ হোসেন ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি এবং তিনবারের নির্বাচিত এমপি। তাদের আত্মীয় মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত নান্নু মীর ছিলেন যুদ্ধকালীন সময়ে থানা কমান্ডার এবং আওয়ামী লীগের সভাপতি। নান্নু মীরের ছোটভাই মনি মীরের মেয়ের সঙ্গে বেগম সালেহা মোশারফের বড় ছেলের বিয়ে হয়েছে। কাদের মোল্লার বিবৃতির বিষয়ে এদের চেয়ে নির্ভরযোগ্য সাক্ষী আর কে হতে পারে?



এবার আসি অন্য একটি বক্তব্য প্রসঙ্গে। তিনি বলেছেন, যুদ্ধকালীন পুরোটা সময় তিনি পীর সাহেবের বাড়িতে ছিলেন। তার টাকা দিয়ে তিনি চৌদ্দরশি বা সাড়ে সাতরশি বাজারে ব্যবসা করতেন পীর সাহেবের দোকানঘরে বসে। (দৈনিক কালের কণ্ঠ)। চৌদ্দরশি বাজার ফরিদপুর জেলার মধ্যে অন্যতম বৃহৎ বাজার। স্বাধীনতার সময়ও এই বাজার বসত প্রতি শনি এবং মঙ্গলবার। কম করে হলেও ৫০ হাজার লোকের আগমন ঘটত হাটের দিনে। পীর সাহেবের দোকানটি ছিল সবচেয়ে বড় এবং বাজারের একমাত্র দ্বিতল টিনের ঘর। পীর সাহেবের মেজ ছেলে রহিচ ব্যবসা-বাণিজ্য দেখতেন। পরবর্তীতে তিনি ডাকাতের গুলিতে মারা যান। কাজেই মুক্তিযুদ্ধের সময় কাদের মোল্লা যদি ওই বাজারে ব্যবসা করে থাকেন, সে ক্ষেত্রে অন্তত এক লাখ লোককে সাক্ষী হিসেবে পাওয়া যাবে। আরও একজন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী হিসেবে পাওয়া যেতে পারে। সাপ্তাহিক বিচিত্রার এককালীন চিফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক কাজী জাওয়াদ মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সময়ে চৌদ্দরশি বাজারে ব্যবসা করতেন। কাজী জাওয়াদ বিচিত্রা ছেড়ে লন্ডনে বিবিসি বাংলা বিভাগে চাকরি করতেন এবং এখন তিনি বিলাত প্রবাসী। তাকেও সাক্ষী হিসেবে আনা যেত। কাদের মোল্লা জানিয়েছেন, স্বাধীনতা-উত্তরকালে তিনি রাইফেলস্ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যাপনা এবং স্বাধীনতা-পূর্ব সময়ে বাইশরশি স্কুলে শিক্ষকতা করেছেন। তার ছাত্রছাত্রীদের অনেকেই বর্তমানে সরকারের বিভিন্ন উঁচুপদে এমনকি সচিব পদমর্যাদায় চাকরি করছেন। এই যদি হয় অবস্থা তাহলে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে প্রসিকিউশন আরও অনেক নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারতেন। তিনি ঢাকা প্রেস ক্লাবের সদস্য দু-দুইবার নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। কাজেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন একাধিক জাতীয় ও বরেণ্য সাংবাদিককে সাক্ষী হিসেবে হাজির করা যেত।”



গোলাম মাওলা রনির সারা দেশে তোলপাড় হলেও তাতে কেউ কর্ণপাত করেননি। ফাঁসি তো দিতেই হবে? দোষী না নির্দোষ এটার কী দরকার?

তিনি আমাদের প্রেরণার বাতিঘর :

ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও নির্ভীক ছিলেন তিনি।

পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি কোন অপরাধ করিনি, আমার মাথা উঁচু ছিল, উঁচুই থাকবে। তোমরা কখনো আমার চোখে পানি দেখবে না।”

তিনি আরো বলেন, “আমার অপরাধ আমি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। শুধু এ কারণেই এ সরকার আমাকে হত্যা করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার মৃত্যু শহীদি মৃত্যু। এ জন্য আমি গর্বিত।”

প্রাণ প্রিয় সংগঠনের জন্য অসিয়ত করেন, কর্মীরা যেন আমার রক্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজে লাগায়।




বিষয়: বিবিধ

২৩০৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354026
১৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:২২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামিন যেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইর ওসিয়ত পুরা করার তওফিক দেন
আমিন
ধন্যবাদ
১৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৯
293881
বার্তা কেন্দ্র লিখেছেন : আমিন। ধন্যবাদ প্রিয় ভাইকে।
354028
১৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪১
কুয়েত থেকে লিখেছেন : শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের কিসের তাদের ভয়,
নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায় তাদের জয়।লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ
১৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৯
293880
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ প্রিয় ভাই।
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ১২:০৪
293938
অপি বাইদান লিখেছেন : এত সাধের কাদের মোল্লাকে আল্যা রক্ষা করতে পারলেন্না। এটাই আল্যার অক্ষমতা।
354072
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হত্যার জন্য কেউ যুক্তি খুজেনা!
354083
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ১২:০৩
অপি বাইদান লিখেছেন : এত সাধের কাদের মোল্লালে আল্যা রক্ষা করতে পারলেন্না। এখানেই আল্যার অক্ষমতা।
354114
১৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০১
হতভাগা লিখেছেন : কাদের মোল্লার রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশের জনগন এখন যুদ্ধাপরাধীদের ব্যাটিং লাইন আপে ধ্বস নামিয়েছে ।

হাসুবুর বোলিং তোপে জামায়াতীদের প্রতিরোধ বুহ্য ভেঙ্গে যাচ্ছে । ২৬ শে মার্চের আগেই অলআউট হবার সমূহ সম্ভাবনা আছে ।

http://www.amardeshonline.com/pages/details/2015/12/15/315132
354151
১৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File