আসছে কঠোর ভাবে চলো চলো ঢাকা চলো কর্মসূচি : খালেদা জিয়ার লন্ডন পরিকল্পনা
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৯ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৭:২১ সকাল
আসছে কঠোর ভাবে চলো চলো ঢাকা চলো কর্মসূচি..
সামনে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র বিরোধী ভোট কেলেঙ্কারীর অভিশপ্ত ৫ জানুয়ারী। ২০১৫এর সফল আন্দোলনে শেখ হাসিনার মসনদ নড়বড়ে হয়ে গিয়েছিলো। এবার খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পর হিটলার ও ফেরাউন বংশবদ ক্ষমতাসীনদের ঘুম হারাম হয়ে গিয়েছিলো। খালেদা জিয়া যাতে দেশে স্বাভাবিকভাবে আসতে না পারে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলো। তারপর তিনি এসেছেন দেশের তরে জীবন বিলিয়ে দিতে। ডাক দিয়েছেন স্বৈরাচারের মসনদকে গুড়িয়ে দিতে।
এদিকে ইন্ডিয়ার টেলিগ্রাফ পত্রিকার খবর : হাসিনা-এরশাদের মহাচোর সরকারের পতন প্রত্যাশার চেয়ে আগে হতে পারে। মিথ্যা, অহংকার জালিমের পতন অবশ্যম্ভাবী। জনতার জয় হবেই।
বর্তমানে গণগ্রেফতার চলছে, প্রহসনের পৌর নির্বাচন নাটক অবতারণা করছে-সবই আগামী ৫ জানুয়ারী ২০১৬কে ঠেকানোর লক্ষ্যে। পারবে না এবার ইনশাল্রাহ।
বাকশাল নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক
গ্রেফতার নির্যাতন বন্ধ করো
রাজবন্দীদের মুক্তি দাও
অবৈধ সরকার পদত্যাগ কর
মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পাক।
(বি.দ্র: এটি প্রচারের উদ্দেশ্যে একটি অপপ্রচার মাত্র। কেউ এতে কান দেবেন না)
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন