আ'লীগকে সাংবাদিক নুরুল কবিরের চ্যালেঞ্জ (ফ্রম বাংলা ভিশন)..Time is Over!
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৮:৩৪ রাত
সময়ের সাহসী বাংলাদেশী নিউ এজ সম্পাদক ও সাংবাদিক নুরুল কবির-বাংলা ভিশনে তার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আ'লীগকে টক শোতে :
১. নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেআওয়ামী লীগ জিন্দেগীতেও ক্ষমতায় আসতে পারবে না I can challenge.
২. শেখ হাসিনাকে কেউ টোকাও দিতে পারবে না কিন্তু ২০ দল ক্ষমতায় আসলে তার বাকি নেতা কর্মীদের বাঁচাবে কে?
৩. গোপালগঞ্জ-কিশোরগঞ্জএর সব এসপি ডিসি দিয়ে ঢাকা সামলাচ্ছেন দেশের বাকি জায়গায় বিজিবি নামাইছেন। বর্ডার রেখে তারা সেখানে মানুষ খুন করছে এর প্রতিশোধ বিএনপি জামাত ঠিকই নেবে।
৪. BRTC র নরসিংদী রুটের বাস আজিমপুরে পুড়লো কি করে?
৫. ঢাকায় যে তিনটা বাসে মানুষ পুড়লো সেই তিনটা বাসই বিহঙ্গ কোম্পানীর যার মালিক স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট পঙ্কজ দেবনাথ। কাহিনী কি আমরা বুঝি না?
৬. এরশাদ যদি আবার উল্টি দিয়ে সরকারে যায় তবুও আওয়ামী লীগ বাঁচতে পাড়বে না।
i can challenge again.
৭. তারপরও যদি জোর করে নির্বাচন করেন ব্যালট বাক্স ভোট কেন্দ্র থেকে ডিসি অফিসে নিতে হলে কয়েক হাজার মানুষের লাশের উপর দিয়ে নিতে হবে।
৮. আওয়ামী লীগের টাইম ইজ ওভার। এখনো সময় আছে জুলুম নির্যাতন বন্ধ করেন নইলে জামায়াত শিবির বিএনপি কাউকে ক্ষমা করবেনা।
কী জানি বাপ! তার কথা ফলে কি না ভবিষ্যতে?
সৌজন্যে : ফেসবুক..
বিষয়: বিবিধ
৩৫৪২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্যেকুলার ভদ্রলোক স্যেকুলার ধ্যান ধারনার আলোকে সাধারন মানুষের চিন্তা-ভাবনার যথার্থ প্রতিফলন করেছেন ওনার মন্তব্যে। এতে কোন সন্দেহ নেই। ভদ্রলোক যে বিষয়টি কনসিডারে আনেন নি, তা হল ডিভাইন লিটারেচার তথা কোরান এবং তার পর হাদীস, তাওরাত ও বাইবেল। যদি ঐ ডিভাইন লিটারেচার কে উনি উপসংহারে আসার আগে কিংবা চ্যালেন্জ এর আগে ভাবনায় আনতেন - তবে উপসংহারটি ভিন্ন হত বলে আমি মনে করি।
বাংলাদেশের রিয়ালিটি হল, সময় যখন হবে (শেখ হাসিনার পতন যখন হবে) - তখন বিএনপি, জামায়াত কিংবা আর কেউ - এতটুকু বেশী কিংবা কম করতে পারবেনা - ঠিক যতটুকু করার জন্য প্রেসক্রিপশান পাবে। আর সেই প্রেসক্রিপশান অলমোস্ট সেইম জায়গা হতে আসবে - যেখান হতে আওয়ামীলীগ ও হাসিনার কাছে প্রেসক্রিপশান আসে এখন - কখন, কাকে ফাঁসি দেবে, কখন জংগী কার্ড কিভাবে খেলবে, বা বিরোধী দলকে কোনঠাসা করার কাজ করবে।
আমার প্রিয় ভাই বোন রা মিডিয়ায় যে পরিমান সময় দেন তার একটা অংশ কোরান, হাদীস, তাওরাত, যবুর ও ইন্জিলে দিয়ে আজকের সময়কে বুঝতে চেষ্টা করলে আন্ডারস্ট্যান্ডিং এর নতুন দুয়ার উন্মোচিত দেখবেন। এই সব স্বস্তা, ন্যাশানালিস্ট, স্যেকুলার লোকদের থেকে পলিটিক্স ও সমাজের গুড ও ইভিল শিখতে হবে না।
বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ তথা এই বাংলাদেশের কান্ডারী ।
বাংলাদেশের জনগন হাসুবুর পাশে ছিল ,আছে এবং থাকবে সবসময় ।
নুরুল কবিররা এসব কাব যাব করে গ্রেফতার হয়ে সাংবাদিকদের বড় নেতা হতে চায় ।
মূলত তারা নিজেরাও বোঝে যে সরকার পরিচালনার জন্য আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে এখন আর নেই ।
মন্তব্য করতে লগইন করুন