কেউ বলতে পারবেন কি উনাদের মেয়াদ কতকাল?
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৭ নভেম্বর, ২০১৫, ০৯:১৫:৪৬ রাত
আ আ ম স আরেফিন সিদ্দিক-ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় :
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৫ জানুয়ারি উপাচার্য পদে নিয়োগ পান। তখনকার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য ইয়াজ উদ্দিন আহমেদ এই নিয়োগ দেন। (বিডিনিউজ২৪.কম-২৫শে আগষ্ট ২০১৩)
এখনও পর্যন্ত বহাল আছেন। প্রশ্ন হচ্ছে উনার মেয়াদ কত বছর বা আর কোন কি যোগ্য ভিসি নেই ঢাবিতে?
যা-ই বলি এরকম দলবাজ ভিসি ঢাবির ইতিহাসে আর কেউ আসেননি।
মাহবুবে আলম-এটর্নি জেনারেল :
মাহবুবে আলম-এটর্নি জেনারেলের নিয়োগের তারিখটা কেউ বলতে পারবেন কি?
উনিও আছেন অনেক দিন থেকে। এ সরকারের প্রথম দিক থেকেই।
এভাবে প্রশাসনে আরও কত দলবাজ লোকরা অধিষ্ঠিত হয়ে ক্ষমতার হালুয়া-রুটি খাচ্ছেন। দেশকে রসাতলে নিয়ে যাচ্ছেন। কেউ ভেবেছেন কি?
এরকম মেয়াদর্ত্তীণ আরো কতজন ক্ষমতাধরদের পাশে আছে জানা থাকলে মন্তব্য করুন।
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন