হলুদ মিডিয়া এত সুন্দর এবং পজিটিভ প্রোগ্রাম চোখে দেখে না...
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৭ আগস্ট, ২০১৫, ০৯:১৭:৪৪ রাত
হলুদ মিডিয়া এত সুন্দর এবং পজিটিভ প্রোগ্রাম চোখে দেখে না। তারা শুুধু কোরাস গাইছে শিবির জঙ্গী সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আর কত কি? নিষিদ্ধ কর ইত্যাদি..সরকারী দলের ছাত্র সংগঠন যেখানে সন্ত্রাসী, খুনো খুনি, ধর্ষণ, লুট পাটে লিপ্ত। সত্য ও সুন্দরের লালন করে যাচ্ছে একমাত্র ছাত্র শিবিরই।
‘বৃক্ষরোপণ অভিযান-২০১৫’ উপলক্ষে সারাদেশে বৃক্ষের চারা রোপন করেছে ছাত্রশিবির। ১ আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। কর্মসূচি সফল করতে সারাদেশে সকল জনশক্তি একটি করে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ ও দুটি করে গাছের চারা বিতরণ করবে। এছাড়া বৃক্ষ নিধন রোধে জনসচেতনতা তৈরী, বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করণের জন্য বর্ণাঢ্য র্যালি, ব্যানার, ফেষ্টুন ও ষ্টিকার লাগানোর মাধ্যমে কর্মসূচি পালন করছে ছাত্রশিবির। সমৃদ্ধ দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার জন্য তাদের অভিনন্দন জানাচ্ছি..
নিচে কিছু চিত্র দেয়া হল :
আরো হাজার হাজার ছবি পোস্ট করা যাবে..
যাক আমরা সাংবাদিকদের ভাল সংবাদ পরিবেশ করার আহ্বান জানাই। পক্ষপাতমূলক সংবাদ, হলুদ সংবাদ, মিথ্যা সংবাদ পরিবেশন না করা অনুরোধ জানাই..
====
বিষয়: বিবিধ
১৪৩৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন চমতকার উদ্যোগের জন্য ছাত্র-শিবিরকে আন্তরিক মোবারকবাদ।
শত হলুদেও কাজ হবেনা!!
সত্য আর আপন শক্তিতেই উদ্ভাসিত হয়!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন